💫নতুন মাইলস্টোন পার করলেন রোহিত শর্মা-শিখর ধাওয়ান। রােহিত-শিখর ওপেনিং জুটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৫ হাজার রানের গণ্ডি টপকে গেলেন। সচিন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর ভারতের দ্বিতীয় ওপেনিং জুটি হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এই কৃতিত্ব অর্জন করল রোহিত-শিখর জুটি।
১১১টি ইনিংসে এই জুটির সংগ্রহ মোট ৫,০৮১ রান। সচিন-সৌরভের জুটিই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ১৩৬ ইনিংসে ৬,৬০৯ রান করেছে। অ্যাডাম গিলক্রিস্ট এবং ম্যাথু হেডেন রয়েছেন সচিন-সৌরভের ঠিক পরে। অস্ট্রেলিয়ার এই ওপেনিং জুটির মোট রান ৫,৩৭২। ওয়েস্ট ইন্ডিজের গর্ডনꦺ গ্রিনিজ ও ডেসমন্ড হ൲েইন্সের জুটি (৫,১৫০) রয়েছে রোহিতদের ঠিক আগে। এই তালিকায় তিন নম্বরে।
এ দিন ওপেন করতে নেমে ১৪.৩ ওভারে রোহিত শর্মা ও শিখর ধাওয়ান জুটি করে ১০৩ রান⭕। ৩৭ বলে ৩৭ রান করে আদিল রশিদের বলে বোল্ড হন রোহিত। রোহিত ফেরার ১২ বল পরেই শিখর ধাওয়ানকে🃏 ফেরান আদিল রশিদই। ১০টি চারের সাহায্যে ৫৬ বলে ৬৭ রান করেন শিখর ধাওয়ান।
এ দিন ভারত অধিনায়ক আবার বিরাট কোহলি ব্যর্থ হন। ১০ বলে ৭ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তবে তৃতীয় একদিনের ম্যাಌচেও ব্যাট হাতে জ্বলে উঠলেন ঋষভ পন্ত (৬২ বলে ৭৮) এবং হার্দিক পান্ডিয়া (৪৪ বলে ৬৪)। তবে ভারত এ দিন পুরো ৫০ ওভার ব্♓যাটই করতে পারল না। ১ ওভার ৪ বল বাকি থাকতেই ৩২৯ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।