ভারত-লেস্টারশায়ার অনুশীলন ম্যাচ চলাকালীনই দ্বিতীয় দিন বিসিসিআইয়ের তরফে ভারতের অধিনায়ক রোহিত শর্মার করোনা আক্রান্তඣ হওয়ার কথা জানানো হয়। তারপর এক, দুই নয়, তিন-তিনটি করোনা পরীক্ষায় ব্যর্থ হন রোহিত। তাই শতচেষ্টা সত্ত্বেও তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে খেলানো সম্ভব হয়নি।
রোহিতের অনুপস্থিতিতে ভারতকে চলতি টেস্টে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাহ। তবে অবশেষে ভারতীয় শিবিরে স্বস্তির খবর। করোনামুক্ত হয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। রবিবারই (৩ জুলাই) এক বিসিসিআই আধিকারিক PTI-কে জানান, ‘রোহিত শর্মার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে এবং ও নিভৃতবাস থেকেও বেরিয়ে এসেছে। তবে ও আজকে নর্থহ্যাম্পটনশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারছে না। সম্পূর্ণ সুস্থ হয়ে ফেরা♛র জন্য প্রথম টি-টোয়েন্টির আগে ওর কিছুটা বিশ্রাম এবং অনুশীলনের প্রয়োজন।’
তবে প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে না পারলেও, প্রস্তুতি সারতে রবিবারই ভারতী꧟য় নেটে অনুশীলনে নেমে পড়লেন রোহিত। তাঁকে বেশ খানিকক্ষণ নেটে ব্যাট হাতে ঘাম ঝড়াতে দেখা যায়। রোহিত অবশ্য একা ছিলেন না। চলতি টেস্টে ভারতীয় একাদশে জায়গা না পাওয়া উমেশ যাদব এবং রবিচন্দ্রন অশ্বিনও রোহিতের সঙ্গে নেটে অনুশীলন করেন। ৭ জুলাই সাউদাম্পটনে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল প্রথম টি-টোয়েন্টি ম্য়াচ খেলবে। সব ঠিকঠাক থাকলে সেই ম꧙্যাচেই রোহিতকে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে। অবশ্য ওই ম্যাচে চলতি টেস্টে ভারতীয় দলের অংশ বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহদের খেলতে দেখা যাবে না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।