ভা🍌রতীয় অধিনায়ক রোহিত শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট খেলতে পারবেন কিনা, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে তাঁকে সাদা বলের সিরিজে পাওয়া যাবে। এমন কী বিরাট কোহলি এবং জাসপ্রীত বুমরাহও ৭জুলাই থেকে শুরু হচে চলা তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলতে প্রস্তুত।
মঙ্গলবার ইনসাইডস্পোর্টকে ভারতের নির্বাচন কমিটির একজন সদস্য বলেছেন, ‘ইংল্যান্ড সিরিজের জন্য সব সিনিয়র খেলোয়াড় পাওয়া যাবে। দু'টি প্রস্তুতিমূলক টি-টোয়েন্টির 😼কারণে আমাদের একটি বড় স্কোয়াড বহন করতে হবে। তবে রোহিত,🌳 বিরাট এবং অন্যান্য সিনিয়র খেলোয়াড়দের পাওয়া যাবে।’
আরও পড়ুন: কেন নিজে না এসে আনকোরা উমরানকে ♏দিলেন শেষ ওভার, বুঝিয়ে বললে꧟ন হার্দিক
ভারত স্কোয়াড ইংল্যান্ড সিরিজ: কী সমন্বয় হবে?
১) জাসপ্রীত বুমরাহ ছাড়াও অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি সহ সমস্ত সিনিয়র খেলোয়াড়রা ওয়ানডে এবং টি-টোয়💙েন্টি উভয় ফর্ম্যাটেই ফির✤বেন।
২) কেএল রাহুল 𝔉কুঁচকির চোটের কারণে ভুগছেন বলে এই সফরে অনুপস্থিত।
৩) হার্দিক পাণ্ডিয়ার ওয়ানডে দলে 🐽ফিরে আসতে চলেছেন।
৪) শিখর ধাওয়ান টি-টোয়েন্টির পরিকল্পনায় নেই। তবে তাঁকে ওয়ানডে সিরিজে ডাকা হতেও পারে💮। সে ক্ষেত্রে তিনি রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পারেন।
৫) নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা আয়ারল্যান্ডে দলের সঙ্গে রয়েছেন এবং তিনি বিদেশের মাঠে প♔্লেয়ারদের খতিয়ে দেখতে ইংল্যান্ডেও য🌳াবেন।
৬) টেস্ট খেলছে না যারা, ভারতের বাকি দল ১ এবং ৩ জুলাই ডার্বিশায়ার এꦐবং নর্দাম্পটনশায়ারের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে দু'টি প্রস্তুতি ম্যাচ খেলবে।
আয়ার𓆏ল্যান্ডে টি-টোয়েন্টি স্কোয়াডের একটা বড় অংশ ধরে রাখা হবে বলে, আশা করা হচ্ছে। 💧টেস্ট দল থেকে আরও কয়েক জন যোগ দেবেন।
আরও পড়ুন: হরির লুটের মতো রান বিলোলেন, জিতেও ল𝔍জ্জার নজিরে নাম ভারতীয় বোলারদের
নির্বাচন কমিটির স🍌েই সদস্য আরও বলেছেন, ‘আমাদের একটি সেট দল আছে। সিনিয়রদের সামঞ্জস্য করার জন্য ইংল্যান্ড সিরিজের জন্য আমাদের এটিকে কিছুটা ছাঁটাই করতে হবে। কিছু ছেলে আয়ারল্যান্ড সিরিজের পর দেশে ফিরবে। আমরা শীঘ্রই একটি বৈঠক করব। দলটি একটি বায়ো-বাবলের মধ্যে থাকবে না বলে আমাদের কাছে এꩲকটি বৃহত্তর স্কোয়াড থাকবে।’
ইংল্যান্ড সফরে ভারত যে ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে, তার জন্য নির্বাচকদের দু'টি স্কোয়াড বাছাই করতে হবে। ✤শিখর ধাওয়ানের পাশাপাশি ওয়ানডে সিরিজে সঞ্জু স্যꩲামসনও থাকবেন বলে আশা করা হচ্ছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।