শুভব্রত মুখার্জি
ক্রিকেটের যে কোন ফর্ম্যাটেই এক ম্যাচে পাঁচ উইকেট নেওয়া বা শতরান করা অত্যন্ত কঠিনতম কাজগুলির মধ্যে একটা। টেস্ট ক্রিকেটে সেই কাজ বিরলতম ঘটনার অন্যতম। টেস্টের ২০০ বℱছরের ইতিহাসে হাতে গোনা কয়েকটি ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। আর ভারতীয় হিসেবে এই ঘটনার অংশীদার হয়েছেন যে সকল ক্রিকেটার তাঁদের সংখ্যাটা নেহাতই হাতেগোনা। সেই তালিকায় এবার তৃতীয় ব্যক্তি হিসেবে জায়গা করে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন এই বিরল নজির সৃষ্টিকারীদের দলে নাম লেখালেন অশ্বিন।
দ্বিতীয় ইনিংসে ভারত যখন ব্যাট হাতে কিছুটা সমস্যার মধ্যে পড়েছিল, তখন বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে ভ🐻ারতকে নিরাপদ জায়গায় পৌঁছে দেন অশ্বিন। তার আগে জো রুটদের প্রথম ইনিংসে অশ্বিনের পাঁচ উইকেটে ভর করেই ১৩৪ রানে ইংল্যান্ডকে আটকে দিয়েছিল ভারত। এক টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পরে শতরানকারী ভারতীয় ক্রিকেটারদের তালিকায় তৃতীয় ব্যক্তি অশ্বিন। পলি উমরিগড়, ভিনু মাকড়দের সঙ্গে একাসনে নিজেকে বসালেন অশ্বিন।
একনজরে দেখে নেওয়া যাক টেস্টে এক ইনিংসে ৫ উইকেট শিকার করার পরে শতরান করা ভারতীয়দের বিস্তারিত তথཧ্য :-
১) ভিনু মাকড় :
১৯৫২ সালের লর্ডসে বনাম ইংল্যান্ড (১৮৪ রান, ১৯৬/৫)
২) পলি উমরিগড় :
১৯৬১ সালেের পোর্ট অফ স্পেনে বনাম ও🅰য়েস্ট ইন্ডিজ 𒐪(১৭২ নট আউট, ১০৭/৫)।
৩) রবিচন্দ্রন অশ্বিন :
২০১১ সালের মুম্বইয়ে বন🌳াম ওয়েস্ট ইন্ডিজ (🅘১০৩, ১৫৬/৫)।
৪) রবিচন্দ্রন অশ্বিন :
২০১৬ সালের ꦛনর্থ স্ট্যান্ডে বনাম ওয়েস্ট ইন্ডিজ (১১৩, ৮৩/৭)😼।
৫) রবিচন্দ্রন অশ্বিন :
২০২১ সালের চেন্নাইয়ে বনাম ইংল্যান্ড (১০৬, ৪৩/৫)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।