শুভব্রত মুখার্জি
ভারত বনাম ইংল্যান্ড চলত💦ি সিরিজে বাকি আর মাত্র একটি টেস্ট ম্যাচ। আপাতত ২-১ ফলে এগিয়ে বিরাট কোহলি বাহিনী। শেষ টেস্ট🍨ের আসর বসবে আমদাবাদে। তবে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টের পিচ নিয়ে বিতর্ক এখনও অব্যাহত।
মাইকেল ভন কোপানোর মাটিতে উইকেট পুঁতে ব্যাট হাতে বিদ্রুপাত্মক পোস্ট করেছেন। গোলাপি টেস্ট ম্যাচটি মাত্র দেড় দিনে শেষ হয়ে গিয়েছিল। ভারত জয় পেয়েছি🌳ল ১০ উইকেটে। আর আগামি🍎কাল (বৃহস্পতিবার) সেই আমদাবাদেই শুরু হবে চতুর্থ টেস্ট।
ইংরেজদের ভারতের বিরুদ্ধে ঘূর্ণি উইকেটে অবস্থা তথৈবচ। বিশেষজ্ঞদের ধারণা, চতুর্থ টেস্টেও এমন ফল হতে পারে। এবার এই🌄 বিষয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারও। বিরাট কোহলিদের উদ্দেশে তিনি প্রশ্ন ছুড়ে দেন, ‘টেস্ট ম্যাচ এমন উইকেটে খেলা উচিত? আমার মতামত একেবারেই না। বল এত বেশি স্পিন করছে। একটা ম্যাচ দু’দিনে শেষ হয়ে যাচ্ছে, এটা টেস্টের জন্য ভালো বিজ্ঞাপন নয়। ঘরের মাঠের সুবিধা সবাই নেয়, কিন্তু এত বেশি সুবিধা নেওয়া ঠিক নয়। ভারত যদি ৪০০ রান করত আর ইংল্যান্ড ২০০ রান করত, তাহলে আমি বলতাম ইংল্যান্ড বাজে খেলেছে। কিন্তু এই পিচে তো ভারতও তো ১৪৫ রানে অলআউট হয়ে গিয়েছে।'
শোয়েব ভারতকে খোঁচা মারতে ছাড়েননি। তিনি বলেন, 'আমি ভেবেছিলাম ভারত ভা𝔉লো দল। খেলায় ✤ফেয়ার প্লে থাকা উচিত। ওদের উচিত নিরপেক্ষ উইকেট বানানো। আমার ধারণা, তেমন উইকেটেই ইংল্যান্ডকে হারাতে পারবে ভারত। ওদের ভয় পাওয়ার কারণ নেই। অ্যাডিলেড আর মেলবোর্নে কি ভারতকে সুবিধা দিয়ে উইকেট বানানো হয়েছিল? সেখানে ভারতীয় দল সিরিজ জিতল কীভাবে? '
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।