অস্ট্রেলিয়ায় টেস্ট ওপেনার হিসেবে কেরিয়ারের শুরুটা মন্দ করেননি শুভমন গিল। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধেও প্রথম টেস্টে সফল হয়েছিলেন ব্যাট হাতে। তবে শেষ চারটি টেস্টে টিম ইন্ডিয়ার তরুণ ওপেনারের ব্যাটে রান নেই। শেষ ৭টি ইনিংসে গিলের ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ০, ১৪, ১১, 🌱অপরাজিত ১৫, ০, ২৮, ৮।
টেস্ট চ্যাম্পিয়নশিেপর ফাইনালে গিল প্রত্যাশা পূরণ করতে পারেননি। এই অবস্থায় ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে টিম ইন্ড෴িয়াকে ওপেনিং জুটি বদলের পরামর্শ দিলেন সুনীল গাভাসকর। গিলের বদলে রোহিতের স💫ঙ্গে মায়াঙ্ক আগরওয়াল ইনিংসের গোড়াপত্তন করুন, এমনটাই চান সানি।
গাভাসকর এক্ষেত্রে মায়াঙ্কের অতীত রেকর্ডের দিকে তাকিয়েই বদলের কথা বলেন। মাত্র ১৪টি টেস্টের ২৩টি ইনিংসে ব্যাট করতে নেমেছেন মায়াঙ্ক। ইতিমধ্যেই ২টি ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। এক্ষেত্রে প্রস্তুতি ম্যাচে গিল ও মায়াঙ্কের মধ্যে ওপেনে কে যথাযথ হতে পারেন, তা নির্ধারণ করা সম্ভব বলে উল্লেখ করেন সানি। তাই ইংল্যান্ড সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ আয়োজনের জন্য বিসিসিআই যে উদ্যোগ নিয়েছে, তাকে সাধুবাদ জানাতে ভোলেননি প🌸্রাক্তন অধিনায়ক।
Sports Tak-কে গাভাসকর বলেন, ‘মায়াঙ্ক আগরওয়াল♓ ভারতের হয়ে সত্যিই ভালো খেলেছে। ইনিংসের ওপেন করতে নেমে দু’বার ও ডাবল সেঞ্চুরি করেছে। ইংল্যান্ড সিরিজের আগে বিসিসিআই ও জয় শাহ প্রস্তুতি ম্যাচ আয়োজনের যে উদ্যোগ নিয়েছে, সেটা ভালো বিষয়। প্রস্তুতি ম্যাচেই নির্ধারণ করা যাবে, গিল না মায়াঙ্ক, কাকে ওপ🔯েন করানো হবে।'
সানি আরও বলেন, ‘রোহিত ওপেনে নিশ্চিত। তাই (প্রস্তুতি ম্যাচে) রোহিতকে বিশ্রাম দিয়ে গিল ও মায়াঙ্ককে একসঙ্গে ওপেন করতে পাঠানো উচিত। ইংল্যান্ডের পরিবেশে কার টেকনিক ভালো, সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে। তার উপর ღভিত্তি করেই টিম ম্যানেজমেন্ট ঠিক করতে পারবে রোহিতের সঙ্গে কাকে ওপেন করতে পাঠানো হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।