বিরাট কোহলি এবং ইংল্যান্ডের বিখ্যাত সমর্থকগোষ্ঠী বার্মি আর্মির স♑ম্পর্ক খুব বেশি মিষ্টিমধুর নয়। দুই তরফের কেউই একে অপরকে সুযোগ পেলে কটাক্ষ করার অবকাশ হাতছাড়া করে না কোহলিকে অতীতেও শতরান ফস্কানোয় বার্মি আর্মি♏র কটাক্ষের মুখে পড়তে হয়েছে। রবিবার (৩ জুলাই) চলতি ভারত-ইংল্যান্ড টেস্টেও ছবিটা একইরকম।
দ্বিতীয় ইনিংসে বেশ জমাটি দেখাচ্ছিল কোহলিকে। বেশ কয়েকটি সুন্দর ড্রাইভ মারার পাশাপাশি বল ভাল ছাড়ছিলেনও তিনি। তবে কপাল সঙ্গ না দিলে যা হয় আর কী। বেন স্টোকসের একꦍ কার্যত ‘আনপ্লেয়েবেল༒ ডেলিভারি’তে জো রুট কোহলির ক্যাচ ধরেন। গুড লেংথে স্ট🉐োক্সের বল পড়ে স্বাভাবিকের চেয়ে অনেকটা লাফিয়েই তা কোহলির গ্লাভস ছুঁয়ে উইকেটের পিছনে চলে যায়। কিপার স্যাম বিলিংস বল দস্তানাবদ্ধ করতে ব্য়র্থ হলেও, দারুণ রিফ্লেক্সে রুট ক্যাচ ধরে নেন। এরপরেই কোহলির উদ্দেশ্যে ‘চিরিও’ ধ্বনি দিতে শুরু করে বার্মি আর্মি।
কোহলি শান্ত মাথায় মাঠ ছাড়েন। এর আগেও এই সিরিজেই ওভাল টেস♛্টে ভেঁপু বাজানোর ইশারা ๊করে বার্মি আর্মিকে কটাক্ষ করেছিলেন কোহলি। তাই সুযোগ পেয়ে বার্মি আর্মিও ছেড়ে কথা বলার পাত্র নয়। তাই এই ঘটনা কিন্তু খানিকটা প্রত্য়াশিতই ছিল। ২০ রানে ফে😼র এক হতাশাজনক ইনিღংসের পর সাজঘরে ফেরেন কোহলি। এই নিয়ে ষষ্ঠবার কোহলিকে টেস্টে আউট করলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। এই ইনিংস মিলিয়ে কোহলি শেষ শতরানের পর মোট ৭৫টি আন্তর্জাতিক ইনিংস খেলে ফেললেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।