আর দরকার মাত্র ৪১ রান। তা হলেই গ্রেম স্মিথকে ছাপিয়ে𝓀 যাবেন বিরাট কোহলি। গড়বেন নতুন রেকর্ড। অধিনায়ক হিসেবে একদিনের ম্যাচে সবচেয়ে বেশি রানের রেকর্ডের ভিত্তিতে গ্রেম স্মিথ রয়েছেন পাঁচ নম্বরে। এ বার তাঁকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে ভারত অধিনায়াকের সামনে।
অধিনায়ক হিসেবে ৯৩টি একদিনের ম্যাচে বিরাটের সংগ্রহ ৫৩৭৬ রান। আর দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক স্মিথ ১৫০টি একদিনের ম্যাচ খেলে ৫৪১৬ রান করেছেন। স্বভাবতই ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ৪১ রান করলেই, স্মিথকে ছᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚাপিয়ে অধিনায়ক হিসেবে একদিনের ম্যাচে সবচেয়ে বেশি রানের রেকর্ডের ভিত্তিতে পাঁচ নম্বর জায়গাটি দখল করবেন বিরাট।
পরিসংখ্যান বলছে, অধিনায়ক হিসেবে একদিনের ম্যাচে সবচেয়ে বেশি রান রয়েছে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের। ২৩৪টি একদিনের🌼 ম্যাচ খেলে পন্টিং করেছেন ৮৪৯৭ রান। মহেন্দ্র সিং ধোনি রয়েছেন দু' নম্বরে। ২০০টি একদিনের ম্যাচ খেলে ৬৬৪১ রান করেছেন তিনি।
তবে এঁদের মধ্যে কোহলিরই স্ট্রাইকরেট সবচেয়ে ভাল। তাঁর গড় রান ৭০। স্ট্রাইকরেট ৯৮.৫৫। এখানেই শেষ নয়। আরও রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট। আর ৭৯ রান করলে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ঘরের মাঠে একদিনের ম্যাচে ৫ হাজার রান করবেন বিরাট। এই তালিকায়𓂃 রয়েছেন সচিন তেন্ডুলকর (৬৯৭৬ রান), রিকি পন্টিং (৫৪০৬), জ্যাক কালিস (৫১৭৮)। এ♛ ছাড়াও একদিনের ম্যাচে আর একটা শতরান করলে সচিনকে স্পর্শ করবেন বিরাট। ঘরের মাঠে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড রয়েছে মাস্টার ব্লাস্টারের ঝুলিতে (২০)। উল্লেখ্য, ২০১৯ সলের নভেম্বরে শেষ বার শতরান করেছিলেন ভারত অধিনায়ক।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেও রি🐭কি পন্টিংয়ের রেকর্ড ভেঙেছিলেন ⛎তিনি। ছাপিয়ে গিয়েছিলেন সচিন তেন্ডুলকরকেও। তিন ফর্ম্যাট মিলিয়ে ঘরের মাঠে সবচেয়ে কম ইনিংস খেলে দশ হাজার রান পূরণ করেন তিনি। এর আগে সবচেয়ে কম ইনিংসে দশ হাজার রানের রেকর্ড ছিল রিকি পন্টিংয়ের। আর বিরাটের আগে সচিন ছিলেন একমাত্র ভারতীয় ক্রিকেটার, যিনি ঘরের মাঠে সব ধরণের ক্রিকেট মিলিয়েই দশ হাজার রান করেছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।