মোটেও গুটখা খাননি। সুপারি খাচ্ছিলেন। এমনই দাবি করলেন কানপুরে ভারত-নিউজিল্যান্ড টেস্টের ‘গুটখা ম্যান’। তাঁর দাবি, ঘটনাটি ভাইরাল হওয়ার পর থেকেই তাঁর বোনকে উদ্দেশ করে 𒆙নোংরা মন্তব্য করা হচ্ছে। যিনি কানপুর টেস্টের প্রথম দিন তাঁর সঙ্গে বসেছিলেন।
সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ওই ‘গুটখা ম্যান’-এর নাম আদতে শোভিত পান্ডে। তিনি কানপুরের মাহেশ্বরী মহলের বাসিন্দা। তিনি বলেন, ‘প্রথমত, আমি বলতে চাই যে আমি গুটখা খাচ্ছিলাম না। সুপারি খাচ্ছিলাম🐠। বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছিলাম। একই স্টেডিয়ামে ও খেলা দেখছিল। তবে অন্য স্ট্যান্ডে ছিল।’ সঙ্গে তিনি বলেন, ‘মাত্র ১০ সেকেন্ড ফোনে কথা বলেছিলাম। যা ভাইরাল হয়ে যায়। যে বন্ধুর সঙ্গে আমি ফোনে কথা বলছিলাম, সেই আমায় এই খবরটা দেয় যে ভিডিয়োটি ভাইরাল হয়ে গিয়েছে। আগুনের মতো ছড়াতে থাকে ভিডিয়োটি।’
বৃহ♛স্পতিবার কানপুরে শ্রেয়স আইয়ার এবং রবীন্দ্র জাদেজাের ব্যাটিংয়ের সময় গ্যালারির দিকে ক্যামেরা তাক করা হয়েছিল। তাতে এক ব্যক্তি এবং এক মহিলাকে দেখা গিয়েছিল। ব্যক্তি ফোনে কথা বলছিলেন। আর ওই মহিলা তাঁর দ✤িকে তাকিয়ে ছিলেন। ব্যক্তির মুখ দেখে নেটিজেনরা দাবি করেন, নিশ্চয়ই গুটখা খাচ্ছিলেন ওই ব্যক্তি। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এক নেটিজেন পুরো ঘটনার ভিডিয়ো পোস্ট করে লেখেন, ‘শুধুমাত্র কানপুর স্টেডিয়ামেই এটা দেখতে পাবেন।’
মোটেও গুটখা খাননি। সুপারি খাচ্ছিলেন꧂। এমনই দাবি করলেন কানপুরে ভারত-নিউজিল্যান্ড টেস্টের ‘♊গুটখা ম্যান’। তাঁর দাবি, ঘটনাটি ভাইরাল হওয়ার পর থেকেই তাঁর বোনকে উদ্দেশ করে নোংরা মন্তব্য করা হচ্ছে। যিনি কানপুর টেস্টের প্রথম দিন তাঁর সঙ্গে বসেছিলেন।
সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ওই ‘গুটখা ম্যান’-এর নাম আদতে শোভিত পান্ডে। তিনি কানপুরের মাহেশ্বরী মহলের বাসিন্দা। তিনি বলেন, ‘প্রথমত, আমি বলতে চাই যে আমি গুটখা খাচ্ছিলাম না। সুপারি খাচ্ছিলাম। বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছিলাম। একই স্টেডিয়ামে ও খেলা দেখছিল। তবে অন্য স্ট্যান্ডে ছিল।’ সঙ্গে তিনি♋ বলেন, ‘মাত্র ১০ সেকেন্ড ফোনে কথা বলেছিলাম। যা ভাইরাল হয়ে যায়। যে বন্ধুর সঙ্গে আমি ফোনে কথা বলছিলাম, সেই আমায় এই খবরটা দেয় যে ভিডিয়োটি ভাইরাল হয়ে গিয়েছে। আগুনের মতো ছড়াতে থাকে ভিডিয়োটি।’
বৃহস্পতিবার কানপুরে শ্রেয়স আইয়ার এবং রবীন্দ্র জাদেজাের ব্যাটিংয়ের সময় গ্যালারির দিকে ক্যামেরা তাক করা হয়েছিল। তাতে এক ব্যক্তি এবং এক মহিলাকে দেখা গিয়েছিল। ব্যক্তি ফোনে কথা বলছিলেন। আর ওই মহিলা তাঁর দিকে তাকিয়ে ছিলেন। ব্যক্তির মুখ দেখে নেটিজেনরা দাবি করেন, নিশ্চয়ই গুটখা খাচ্ছিলেন ওই ব্যক্তি। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়🐽ে যায়। এক নেটিজেন পুরো ঘটনার ভিডিয়ো পোস্ট করে লেখেন, ‘শুধুমাত্র কানপুর স্টেডিয়ামেই এটা দেখᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚতে পাবেন।’|#+|
সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরদিনও (শুক্রবার) মাঠে আসেন শোভিত। সঙ্গে প্ল্যাকার্ড আনেন। হিন্দিতে🐎 লেখা ছিল, ‘গুটখা খাওয়া বাজে স্বভাব।’ তারইমধ্যে তিনি জানান, ভিডিয়ো ভাইরাল হয়ে যাওয়ায় এবং তাঁকে ট্রোল করায় কোনও আক্ষেপ নেই। কিন্তু তাঁর বোনকেও আক্রমণ করা হচ্ছে। ‘বিরক্ত’ শোভিড বলেন, 'আমি কোনও ভুল করিনি। আমি ভীত বা লজ্জিত নই। আমি শুধুমাত্র একটি বিষয়েই উদ্বিগ্ন যে আমার বোনের উদ্দেশে নোংরা মন্তব্য করা হচ্ছে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।