বাংলা নিউজ > ময়দান > IND vs NZ: ব্যাট হাতে ঝড় তুলেও ভারতকে জেতাতে পারলেন না হরমনপ্রীত, বিশ্বকাপে বড় হার মিতালিদের
হরমনপ্রীত কউর। ছবি- বিসিসিআই।

IND vs NZ: ব্যাট হাতে ঝড় তুলেও ভারতকে জেতাতে পারলেন না হরমনপ্রীত, বিশ্বকাপে বড় হার মিতালিদের

পাকিস্তানকে হারালেও নিউজিল্যান্ডের কাছে মাথা নত করে ভারতের মেয়েরা।

বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজে হারতে হয় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। এবার বিশ্বকাপের ম্যাচে ফের সেই নিউজিল্যান্ডের মুখোমুখি হয় ভারত। নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপের দু’টি প্রস্তুতি ম্যাচে জয় তুলে নিয়েছিল ভারত। পরে পাকি📖স্তানের বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ অভিযানও শুরু করেন মিতালিরা। সুতরাং, এবার বাড়তি আত্মবিশ্বাস নিয়েই হোয়াইট ফার্নসদের মোকাবিলা করতে নামে ভারতের মেয়েরা। যদিও শেষ পর্যন্ত ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হয় 🦩ভারতকে।

10 Mar 2022, 01:50:25 PM IST

ম্যাচের সেরা স্যাটার্থওয়েট

৯টি বাউন্ডারির সাহায্যে ৮৪ বলে ৭৫ রানের অনবদ্য ইনিংস খ♚েলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন নিউজিল্যান্ডের অ্যামি স্য𒀰াটার্থওয়েট।

10 Mar 2022, 01:32:50 PM IST

৬২ রানে হার ভারতের

নিউজিল্যান্ডের ৯ উইকেটে ২৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ৪৬.৪ ওভারেꦉ ১৯৮ রানে অল-আউট হয়ে যায়। ♎২০ বল বাকি থাকতে ৬২ রানে ম্যাচ জেতে নিউজিল্যান্ড। ব্যর্থ হয় হরমনপ্রীতের একক লড়াই।

10 Mar 2022, 01:30:11 PM IST

ভারত ১৯৮ রানে অল-আউট

ক্রিজে এসেই আউট হলেন রাজেশ্বরী গায়কোয়াড়। ৪৬.৪ ওভারে জেনসেনের বলে মার্টিনের দস্তানায় ধরা পড়েন গায়কোয়াড়। ১ বল খেলে খাতা কুলতে পারেননি তিনি। ভারত ১৯৮ রানে অল-আউট হয়। ২টি বাউন্♒ডারির সাহায্যে ৯ বলে ১২ রান করে অপরাজিত থাকেন মেঘনা সিং।

10 Mar 2022, 01:27:35 PM IST

ঝুলন আউট

৪৬.৩ ওভার꧑ে জেনসেনের বলে বোল্ড হন ঝুলন গোস্বামী। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন ঝুলন। ভারত ১৯৮ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটার রাজেশ্বরী গায়কোয়াড়

10 Mar 2022, 01:17:38 PM IST

হরমনপ্রীত আউট

৪৩.৬ ওভারে অ্যাম🍬েলিয়া কেরের বলে সোফি ডিভাইনের হাতে ধরা পড়েন হরমনপ্রীত কউ🌳র। ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৩ বলে ৭১ রান করে মাঠ ছাড়েন হরমনপ্রীত। ভারত ১৭৮ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার মেঘনা সিং।

10 Mar 2022, 01:13:31 PM IST

ওভারে ২০ রান তুললেন হরমনপ্রীত

৪৩তম ওভারে রউইর বলে ২টি চার ও ২টি ছক্কা-সহ ২০ রান তোলেন হরমনপ্রীত। ভারতের স্কোর ১৭১/৭। হরমনপ্রীত ৬০ বলে ৭০ রান করেছেন।🎀 ঝুলন ব্💧যাট করছেন ১ রানে।

10 Mar 2022, 01:10:34 PM IST

হাফ-সেঞ্চুরি হরমনপ্রীতের

৪টি বাউন্ডারির সাহায♈্যে ৫৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন হরমনপ্রীত কউর। ৪২ ওভারে ভারতের স্কোর ১৫১/৭। হরমনপ্রীত ৫০ ও ঝুলন ১ রানে ব্যাট কꦜরছেন।

10 Mar 2022, 01:04:49 PM IST

পূজা আউট

৪০.৪ ওভারে হ্যানা রউইর বলে সোফি ডিভাইনের হাতে ধরা পড়েন পূজা বস্ত্রকার। ১৬  বলে ৬ রান করে ক্রিজ ছাড়েন পূজা। ভারত ১৪৩ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার ঝুলন গো🅠স্বেমী। ৪১ ওভারে ভারতের স্কোর ১৪৭/৭। হরমনপ্রীত ৪৭ রানে অপরাজিত রয়েছেন।

10 Mar 2022, 01:01:35 PM IST

১০ ওভারে দরকার ১২১ রান

৪০ ওভার শেষে ভারত ৬ উইকেটের বিন🍰িময়ে ১৪০ রান তুলেছে। জয়ের জন্য শেষ ১০ ওভারে দরকার ভারতের ১২১ রান। হরমনপ্রীত কউর ৪৮ বলে ৪১ রান করেছেন। ১৪ বলে ৫ রান করেছেন পূজা বস্ত্🐓রকার।

10 Mar 2022, 12:49:55 PM IST

স্নেহ রানা আউট

৩৬.৪ ওভারে লি তাহুহুর বলে মার্টিনের দস্তানায় ধরা পড়েন স্নেহ রানা। ২টি বাউন্ডারির সꦗাহায্যে ২৮ বলে ১৮ রান করে আউট হন রানা। ভারত ১২৭ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার পূজা বস্ত্রকার। তাহুহু ১০ ওভারের বোলিং কোটা শেষ করেন ২টি মেডেন-সহ ১৭ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে।

10 Mar 2022, 12:43:43 PM IST

১৫ ওভারে দরকার ১৩৯ রান

৩৫ ওভার শেষে ভারত ৫ উইকেটের বিনিময়ে ১২২ রান তুলেছে। সুতরাং, জয়ের জন্য শেষ ১৫ ওভারে মিতালিদের দরকার ১৩৯ রান। হরমনপ্রীত কউর ৩৮ বলে ৩১ রান করেছেন। ২২ বলে ১৫ রান করেছেন 🍌স্নেহ রানা। দু'জনেই ২টি করে চার মেরেছেন।

10 Mar 2022, 12:20:10 PM IST

রিচা আউট

মিতালি সাজঘরে ফেরের পরের তাঁকে অনুসরণ করে ক্রিজ ছাড়লেন রিচা ঘোষ। ২৯.৫ ওভারে অ্যামেলিয়ার𝓀 বলে বোল্ড হন রিচা। ১ বল খেলে খাতা খোলার আগেই মাঠ ছাড়তে হয় বাংলার উইকেটকিপার-ব্ꦗযাটসম্যানকে। ভারত ৯৭ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটর স্নেহ রানা। তিনি মাঠে নেমেই বাউন্ডারি মারেন। ভারত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০১ রান তুলেছে। হরমনপ্রীত ২২ রানে ব্যাট করছেন।

10 Mar 2022, 12:19:35 PM IST

লারমিতালি আউট

২৯.৪ ওভারে অ্যামেলিয়া কেরের বলে মিতালিকে স্টাম্প আউট করেন মার্টিন। ১টি বাউন্ডারির সাহায্🌞যে ৫৬ বলে ৩১ রান করে আউট হন মিতালি। ভারত ৯৭ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটর রিচা ঘোষ।

10 Mar 2022, 12:05:45 PM IST

২৫ ওভারে ভারত ৭৫/৩

অর্ধেক ইনিংস শেষ। ২৫ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ৭৫ রান তুলেছে। জয়ের জন্য শেষ ২৫ ওভারে মিতালিদের দরকার ১৮৬ রান। মিতালি ৪০ বলে ২৩ রান করেছেন। হরমনপ্রীত ১৭ বলে ৯ রান করে🐷ছেন।

10 Mar 2022, 11:40:56 AM IST

ভাটিয়া আউট

১৯.১ ওভারে তাহুহুর বলে ম্যাকায়ের হাতে ধরা পড়েন যস্তিকা ভাটিয়া। ২টি বাউন্ডারির সাহায্যে ৫৯ বলে ২৮ রান করে সা💦জঘরে ফেরেন ভাটিয়া। ভারত ৫০ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার হরমনপ্রীত কউর। ২০ ওভারে ভারতের স্কোর ৫০/৩। জয়ের জন্য ৩০ ওভারে ভারতকে তুলতে হবে ২১১ রান।

10 Mar 2022, 11:38:03 AM IST

৫০ পূর্ণ করল ভারত

দলগত ৫০ রানে প🐎ৌঁছতেই♏ ১৯ ওভার লেগে গেল ভারতের। ভারতের স্কোর ৫০/২। মিতালি ২২ বলে ৭ রান করেছেন। ৫৮ বলে ২৮ রান করেছেন যস্তিকা ভাটিয়া। ২টি চার মেরেছেন যস্তিকা। 

10 Mar 2022, 11:19:43 AM IST

১৫ ওভারে ভারত ৪০/২

১৫ ওভার শেষে ভারত ২ উইকেটের বিনিময়ে ৪০ রান সংগ্রহ করেছে। যস্তিকা ভাটিয়া ৪৫ বলে ২২ রান করেছেন। ১১ 𝄹বলে ৪ রান করেছেন মিতালি রাজ।

10 Mar 2022, 10:58:15 AM IST

দীপ্তি আউট

স্মৃতি মন্ধনার পর সাজঘরে ফিরলেন দীপ্তি শর্মা। ৯.৬ ওভারে তাহুহুর বলে এলবিডব্লিউ হন ꧋দীপ্তি। ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ৫ রান করে আউট হন তিনি। ভারত ২৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে এলেন ক্﷽যাপ্টেন মিতালি রাজ।

10 Mar 2022, 10:41:37 AM IST

স্মৃতি মন্ধনা আউট

৫.৪ ওভা▨রে জেস কেরের বলে সুজি বেটসের হাতে ধরা পড়েন স্মৃতি মন্ধনা। ২১ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। ভারত দলগত ১০ রানে ১𝔍 উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার দীপ্তি শর্মা। ৬ ওভারে ভারতের স্কোর ১১/১

10 Mar 2022, 10:39:40 AM IST

৫ ওভারে ভারত ১০/০

সতর্ক শুরু ভারতের। ৫ ওভার শেষে তারা কোনও উইকেট না হারিয়ে ১০ রান ত🦹ুলেছে। স্মৃতি মন্ধনা ৬ ও যস্তিকা ভাটিয়া ৪ রানে ব্যাট করছেন।

10 Mar 2022, 10:24:35 AM IST

ভারতের রান তাড়া করা শুরু

শে💯ফালি বর্মা নেই। ভারতের হয়ে ওপেন করতে নামেন স্মৃতি মন্ধনা ও যস্তিকা ভাটিয়া। নিউজিল্যান্ডের হয়ে বোলিং শুরু করেন ফ্রান্সেস ম্যাকায়। প্রথম ওভারে ২ রান সংগ্🧸রহ করে ভারত।

10 Mar 2022, 09:55:14 AM IST

নিউজিল্যান্ড ৫০ ওভারে ২৬০/৯

একসময় ৩০০ রানের কাছাকাছি পৌঁছে যাওয়া নিউজিল্যান্ডের কেবল সময়ের অপেক্ষা বলে মন হচ্ছিল। তবে স্লগ ওভারে ভ💛ারতীয় বোলারদের নিয়ন্ত্রণ নাগালের বাইরে বেরিয়ে যেতে দেয়নি সোফি ডিভাইনদের। নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৬০ রান তোলে। সুতরাং, জয়ের জন্য ভারতের দরকার ২৬১। ফ্রান্সেস ম্যাকায় ১টি বাউন্ডারির স🧸াহায্যে ১১ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। ৩ বলে ২ রান করে নট-আউট থাকেন হ্যানা রউই। ঝুলন ৯ ওভারে ১টি মেডেন-সহ ৪১ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। দীপ্তি শর্মা ৫২ রানে ১টি উইকেট নিয়েছেন।

10 Mar 2022, 09:50:34 AM IST

মার্টিনকে ফেরালেন ঝুলন

৪৯.১ ওভার♛ে কেটি মার্টিনকে বোল্ড করেন ঝুলন গোস্বামী। ৩টি বাউন্ডারির সাহায্যে ৫১ বলে ৪১ রান করে মাঠ ছাড়েন কেটি। নিউজিল্যান্ড ২৫৫ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটার হ্যানা রউই।

10 Mar 2022, 09:39:38 AM IST

জেস কের আউট

তাহুহুকে ফেরানোর ঠিক পরের বলেই জেস কেরের উইকেট তুলে নিলেন পূজা। ৪৬.৩ ওভারে বোল্ড হয়ে ক্রিজ ছাড়েন জেস। নিউজিল্যান্ড ২৪০ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার ফ্রান্সেস ম্যাকায়। ৪৭ ওভার শেষে নিুজিল্যান্🅘ডের স্কোর ৪২১/৮। পূজা ব𒁃স্ত্রকার ১০ ওভারের বোলিং কোটা শেষ করেন ৩৪ রানে ৪ উইকেট নিয়ে।

10 Mar 2022, 09:39:00 AM IST

তাহুহু আউট

৪৬.২ ওভারে পূজা বস্ত্র🐎কারের বলে বোল্ড হলেন লি তাহুহু। ৪ বলে ১ রান করে মাঠ ছাড়েল লি। নিউজিল্যান্ড ২৪০ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে ন💙তুন ব্যাটার জেস কের।

10 Mar 2022, 09:33:59 AM IST

জেনসেন বোল্ড

৪৫.১ ওভারে রাজেশ্বরী গায়কোয়াড়ের বলে বোল্ড হলেন জেনসেন। ৭ বলে ১ রান করে ক্রিজ ছাড়েন তিনি। নিউজিল্যান্ড ২৩৩ রানে ৬ উইকেট হারায়। ✨ক্রিজে নতুন ব্যাটার লি তাহুহু। ৪৬ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ২৩৯/৬। রাজেশ্বরী তাঁর বোলিং কোটা শ🦄েষ করেন ৪৬ রানে ২ উইকেট নিয়ে।

10 Mar 2022, 09:23:28 AM IST

অ্যামিকে ফেরালেন পূজা

৪২.২ ওভারে পূজা বস্ত্রকারের বলে মিতালি রাজের হাতে ধরা পড়েন অ্যামি স্যাটার্থওয়েট। ৯টি বাউন্ডারির সাহায্যে 🍬৮৪ বলে ৭৫ রান করে সাজঘরে ফেরেন অ্যামি। নিউজিল্যান্ড ২২৪ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার হেইলি জেনসেন।

10 Mar 2022, 09:13:29 AM IST

২০০ টপকাল নিউজিল্যান্ড

৪০তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে গেল নিউজিল্যান্ড। দীপ্তির ওভারে ৩টি বাউন্ডারি মারেন স্যাটার্থওয়েট। নিউজিল্যান্ডের স্কোর ৪ উইকেটে ২১১। স্যাটার্থওয়েট ৯টি বাউন্ডারির সাহায্যে ৭৮ বলে ৭০ রান করেছেন। ২৩ বলে ১৬ রান করেছেন কেটি মার্টিন।𝕴 

10 Mar 2022, 08:52:33 AM IST

গ্রিন আউট

৩৩.১ ওভারে দীপ্ত꧟ি শর্মার বলে স্মৃতি মন্ধনার হাতে🎶 ধরা পড়লেন ম্যাডি গ্রিন। ৩টি বাউন্ডারির সাহায্যে ৩৬ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন গ্রিন। নিউজিল্যান্ড ১৭৫ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার কেটি মার্টিন।

10 Mar 2022, 08:51:07 AM IST

অ্যামির হাফ-সেঞ্চুরি

৬টি বাউন্ডারির সাহায্যে ৬০ বলে ব্যক🍎্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অ্যামি স্যাটার্থওয়েট। ৩৩ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১৭🤪৫। অ্যামি ৫১ ও গ্রিন ২৭ রানে ব্যাট করছেন। 

10 Mar 2022, 08:29:19 AM IST

১৫০ টপকাল নিউজিল্যান্ড

২৮তম ওভারে ৩ উইকেটের বিনিময়ে ꦕদলগত ১৫০ রানের গণ্ডি টপকে গেল নিউজিল্যান্ড। তাদের স্কোর ১৫২/৩। স্যাটার্থওয়েট ৩৯ ও ম্যাডি গ্রিন ১৬ রানে ব্যাট করছেন।

10 Mar 2022, 08:05:17 AM IST

হাফ-সেঞ্চুরি করেই আউট অ্যামেলিয়া

৫টি বাউন্ডারির সাহায্যে ৬৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অ্যামেলিয়া কের। তবে ঠিক পরের বলেই তিনি আউট হয়ে বসেন। ২১.৬ ওভারে রাজেশ্বরীর বলে এলবিডব্লিউ হন কের। তিনি ৬৪ বলে ৫০ রান করেন। নিউজিল্যান্ড ১༺২১ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার ম্যাডি গ্রিন।

10 Mar 2022, 08:00:37 AM IST

নাটকীয় ওভার

২০ তম ওভারের রাজেশ্বরীর দ্বিতীয় ও তৃতীয় বলে বাউন্ডারি মারেন স্যাটার্থওয়েট। পঞ্চম বলের সময় ৩০ গজের বৃত্তের ভিতরে পাঁচের বদলে চারজন ফিল্ডার থাকায় নো-বল ডাকেন আম্পায়ার। রাজেশ্বরী পুনরায় পঞ্চম বল করলে ফ্রি-হি🌺টে লেগ-বাই হিসেবে ৪ রান পেয়ে যায় নিউজিল্যান্ড। ওভারে মোট ১৫ রান ওঠে। ২০ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ১১৭/২। অ্যামেলিয়া ৪৮ ও স্যাটার্থওয়েট ২২ রান করেছেন। 

10 Mar 2022, 07:52:48 AM IST

১০০ টপকাল নিউজিল্যান্ড

১৯তম ওভারে ২ উইকেটের বিনিময়ে দলগত ১০০ রানের গণ্ডি♚ টপকে গেল নিউজিল্যান্ড। ১৯ ওভার শেষে নিউজিল্যান্🔴ডের স্কোর ১০২/২। অ্যামেলিয়া ৪৭ ও স্যাটার্থওয়েট ১৩ রানে ব্যাট করছেন।

10 Mar 2022, 07:35:10 AM IST

১৫ ওভারে নিউজিল্যান্ড ৭৬/২

১৫ ওভার শেষে নিউজিল্যান্ড ২ উইকেটের বিনিময়ে ৭৬ রান তুলেছে। ৩টি বাউন্ডারির সাহায্যܫে ৩৮ বলে ২৯ রান করেছেন অ্যামেলিয়া কের। স্যাটার্থওয়েট ব্যাট করছেন ১২ বলে ৫ র🌱ান করে।

10 Mar 2022, 07:22:21 AM IST

ডিভাইনকে ফেরালেন পূজা

১০.৬ ওভারে পূজꩵা বস্ত্রকারের বলে রিচার দস্তানায় ধরা পড়েন সোফি ডিভাইন। ৭টি বাউন্ডারির সাহায্যে ৩০ বলে ৩৫ রান করে সাজঘরে ফেরেন নিউজিল্যান্ড ক্যাপ্টেন। নিউজিল্যান্ড ৫৪ রানে ২ উইকেট হাꦐরায়। ক্রিজে নতুন ব্যাটার অ্যামি স্যাটার্থওয়েট।

10 Mar 2022, 07:16:48 AM IST

৫০ টপকাল নিউজিল্যান্ড 

১০ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ১ উইকেটে ৫১ রান। সোফি ডিভাইন ২৭ বলে ৩৪ রান করেছেন। অ্যামেলিয়👍া কের নট-আউট রয়েছেন ২৩ বলে ১০ রান করে। ঝুলন ৫ ওভারে ১টি মেডেন-সহ ২২ রান খ𓆉রচ করেছেন। ৯.৫ ওভারে রাজেশ্বরীর বলে অ্যামেলিয়ার ক্যাচ মিস করেন যস্তিকা।

10 Mar 2022, 06:59:39 AM IST

৬ ওভারে নিউজিল্যান্ড ৩৩/১

৬ ওভার শেষে নিউজিল্যানꦿ্ড ১ উইকেটের বিনিময়ে ৩৩ রান তুলেছে। সোফি ডিভাইন ১২ বলে ২২ রান করেছেন। ১৪ বলে ৫ রান করেছেন অ্যামেলিয়া কের।

10 Mar 2022, 06:44:09 AM IST

রান-আউট সুজি

২.১ ওভারে ঝুলনের বলে এক রান নেওয়ার চেষ্টা করেন ডিভাইন। তবে রান-আউট হয়ে সাজঘরে ফিরতে হয় নন-স্ট্রা༺ইকার সুজ🌸ি বেটসকে। ১টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ৫ রান করে পূজা বস্ত্রকারের ছোঁড়া বলে রান-আউট হন তিনি। ক্রিজে নতুন ব্যাটার অ্যামেলিয়া কের। ৩ ওভার শেষে নিউজিল্যন্ডের সংগ্রহ ১ উইকেটে ৯ রান।

10 Mar 2022, 06:31:58 AM IST

ম্যাচ শুরু

নিউজিল্যান্ডের হয়ে ওপেন করতেཧ নামেন সুজি বেটস ও সোফি ডিভাইন। ভারতের হ🍌য়ে বোলিং শুরু করেন ঝুলন গোস্বামী। প্রথম ওভারে ৫ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন ডিভাইন।

10 Mar 2022, 06:30:40 AM IST

নিউজিল্যান্ডের প্রথম একাদশ

সোফি ডিভাইন (ক্🐻যাপ্টেন), সুজি বেটস, অ্যামেলিয়া কের, অ্যামি স্যাটার্থও𓄧য়েট, লি তাহুহু, ম্যাডি গ্রিন, ফ্রান্সেস ম্যাকায়, কেটি মার্টিন (উইকেটকিপার), জেস কের, হ্যানা রউই ও হেইলি জেনসেন।

10 Mar 2022, 06:16:09 AM IST

ভারতের প্রথম একাদশ

স্মৃতি মন্ধনা, যস্তি🌠কা ভাটিয়া, মিতালি রাজ (ক্যাপ্টেন), রিচা ঘোষ (উইকেটকিপার), দীপ্তি শর্মা, হরমনপ্রীত কউর, স্নেহ রানা, ঝুলন গোস্বামী, মেঘনা সিং, রাজেশ্বরী গায়কোয়াড় ও পূজা বস্ত্রকার।

10 Mar 2022, 06:14:38 AM IST

বাদ পড়লেন শেফালি

পরিচিত ফর্মে নেই। ব্যাটে বড় রানের দেখা নেই বলেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্য♔াচে বাদ পড়লেন আগ্রাসী ওপেনার শেফালি বর্মা। তাঁর বদলে দলে ঢুকলেন যস্তিকা ভাটিয়া। তিনিই সম্ভবত স্মৃতি মন্ধনার সঙ্গে ওপেন করতে নামবেন। প্রথম একাদশে এই একটি মাত্র রদবদল করে ভারত।

10 Mar 2022, 06:12:05 AM IST

টস জিতল ভারত

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি মহিলা বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতল ভারত। টস জিতে ক্যাপ্টেন মিতালি রাজ শুরুতে ব্যাট করতে ডাকেন নিউজিল্যান্ডকে। সুতরাং, হ্যামিল্টনে আয়োজক🥃দের বিরুদ্ধে রান তাড়া𝄹 করবে ভারত।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'সপ্তাহে একদিন...�ꦦ�' ৭ ফুট লম্বা চুল! দিদি নম্বর ১-এ রূপচর্চার রহস্য ফাঁস নার্সের নৈহাটিতে বড়মাജর মন্দিরে অঞ্জলি দিলেন ম🍌ুখ্যমন্ত্রী, পুজো শেষে নানা ঘোষণা, খোঁচাও ক্যা💟নসার আক্রান্ত অবস্থায় ‘মেয়ের বয়সী’ জয়শ্রীকে বিয়ে! ৩য় বার বিয়ে♌র পিঁড়িতে ভরত ট্রাম্পকে না পোষালে, ১ ডলারে বাড়ি কিনে ইতালি চলে যেতে পারেন ꦬআমেরিকানর😼া! শুক্র ও মঙ্গল তৈরি করবে সমসপ্তক য🐓োগ! হঠাৎ বিপুল টাকা আসবে, লাকি বহু রাশি চোখের ন🅷িমেষে শতরান করে আফ্রিদির রেকর্ড ছুঁলেন সইম, সিরিজে সমতাꦰ ফেরাল পাকিস্তান KKR-কে তো হারাতে পা🍸রে না, ▨তাই টুকলি করে জিততে চাইছে! RCB-কে চরম কটাক্ষ মনোজের ৫টি উপকারিতা জানার পর, আপনিও সকালে তুলসীর জ♎ল পান করবেন, আশ্চর্যজনক ফল পাবেন গাজোলে পুকুরের দখল নিয়ে সংঘর্ষ, পুড়▨ল 🅺বাড়ি - গাড়ি - দোকান পঞ্জাব কিংস নয়, ওটা অস্ট্রেলিয়া কিংস হবে🎶, পন্টিংকে নিয়ে মস্করা অজি চ্ꦇযানেলের

Women World Cup 2024 News in Bangla

A⛎I দ🅘িয়ে মহিলা ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং অনেকটাই কমাতে পারল ICC গ্রুপ স্টেজ থেকে বিদ꧋ায় নিলেও ICCর সেরা মহিলা একাদশে ♎ভারতের হরমনপ্রীত! বাকি কারা? বিশ൩্বকাপ জিতেꦰ নিউজিল্যান্ডের আয় সব থেকে বেশি, ভারত-সহ ১০টি দল কত টাকা হাতে পেল? অলিম্পিক্সে বাস্কেটবল খেলেছেন, এবার নিউজিল্যান্ডকে T20 বিশ𝓡্বকাপ জেতালেন এই তারকা রবিবারে খেলতে চান না বলে টেস্ট ছ𒁃াড়েন দাদু, নাতনꦜি অ্যামেলিয়া বিশ্বকাপের সেরা বিশꦯ্বচ্যাম্পিয়ন হয়ে কত ট♉াকা পেল নিউজিল্যান্ড? টুর্নামেন্টের সেরা কে?- পুরস্কার মুখোমুখি লড়াইয়ে পাল্লা ভারি নিউজিল্যান্ডের, বিশ্বকাপ ফাইনালে ইতিহা𓂃স গড়বে কা🌊রা? I♛CC T20 WC ইতিহাসে প্রথমবꦏার অস্ট্রেলিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা জেমিমাকে দেখতে পারে! নেতৃত্বে হরমনꦦ-স্মৃতি নয়, তারুণ্যের জয়গান মিতালির ভিলেন নেট রান-রেট, ভালো খেলেও বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েꦕ কান্নায় ভেঙে পড়লেন নাইট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.