কানপুরে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে ভারতের ইটের জবাব পাথর ছুঁড়ে দিচ্ছে নিউজিল্যান্ড দল, বা আরও স্পষ্ট করে বললে নিউজিল্যান্ড ওপেনাররা। প্রথমে ব্🗹যাট করে ভারতীয় দল ৩৪৫ রান করার পর, জবাবে শুরুটা দুর্দান্তভাবে করল নিউজিল্যান্ড। দ্বিতীয়দিনের শেষে কোনো উইকেট না হারিয়েই কিউয়িদের স্কোর ১২৯।
ভারতে অনুষ্ঠিত টেস্ট ম্যাচ ম্যাচগুলিতে সাম্প্রতিক সময় একতারফা দাপট দেখিয়ে একের পর এক ম্যাচ জিতেছে ভারত। তবে কানপুরে কিউয়ি ওপেনিং জুটি প্রমাণ করে কেন নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। পাঁচ বছর পরে অপরিচিত পরিসীমায় ভার꧋তকে যেতে বাধ্য করেছেন উইল ইয়ং এবং টম লাথাম জুটি। অবিশ্বাস্য মনে হলেও বিগত পাঁচ বছরে লাথাম-ইয়ংই প্রথম ওপেনিং জুটি যারা ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে শতাধিক রানের পার্টনারশিপ গড়েন।
শুধু রানের দিক থেকেই নয়, বল খেলার দিক থেকেই গত পাঁচ বছরে🎃 লাথাম-ইয়ং জুটি নজির গড়ে। হাসিব হামিদ ও অ্যালেস্টার কুক ওপেনিং জুটিতে শেষবার পাঁচবার আগে পঞ্চাশোর্ধ ওভার খেলত সক্ষম হয়েছিলেন। সেই শেষ। তারপরে এদিনই পাঁচ বছর আগে কুকেদের সেই কৃতিত্বে ভাগ বসালেন লাথামরা। দ্বিতীয় দিনের শেষে মোট ৫৭ ওভার খেলেন কিউয়ি ওপেনাররা। এমন পরিস্থিতি থেকে কীভাবে তৃতীয় দিনে ভারত লড়াইয়ে ফেরে এখন সেটাই দেখার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।