আইপিএলে দুরন্ত পারফরম্যান্স। অথচ জাতীয় দলের হয়ে সেই প্লেয়াররা সেরাটা দিতে পারছেন না। তা নিয়ে চলছে নানা বিতর্ক।♔ তবে কি শুধুই টাকার জন্যই আইপিএলে মন প্লেয়ারদের?
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য যে সমস্ত প্লেয়ারকে দলে নেওয়া হয়েছে, তারা প্রায় প্রত্যেকেই আইপিএ🧜লে ভালো খেলেছেন। কেএল রাহুল (৬১৬), যিনি জোস বাটলারের পর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। তিনি চোটের জন্য সিরিজ শুরুর আগের দিনই ছিটকে গিয়েছেন। এ ছাড়া ব্যাটার বা ব্যাটার অলরাউন্ডার যেমন- হার্দিক পাণ্ডিয়া (৪৮৭), দীপক হুডা (৪৫১), ইশান কিষাণ (৪১৮), শ্রেয়স আইয়ার (৪০১), রুতুরাজ গায়কোয়া🧔ড় (৩৬১), ঋষভ পন্ত (৩৪০), দীনেশ কার্তিকদের (৩৩০) বেছে নেওয়া হয়।
২৭টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটসংগ্🐲রহকারী হয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। এ ছাড়া উমরান মালিক (২২), কুলদীপ যাদব (২১), হর্ষিত প্যাটেল (১৯), আবেশ খান (১৮), রবি বিষ্ণোই (১৩), ভুবনেশ্বর কুমার (১২), আর্শদীপ সিং (১০), হার্দিক পান্ডিয়া (৮) সফল বোলারদের মধ্যে ছিলেন।
আরও পড়ুন: আবেশ, অক্ষরকে বাদ দিয়ে অন্য দুই তরুণকে সুযোগের প🐎রামর্শ প্রাক্তনꦍ ব্যাটিং কোচের
যাইহোক আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা ভারতীয় দল চতুর্থ স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রীতিমতো কোণঠাঁসা হয়ে পড়েছে। পাঁচ ম্যাচꦗ সিরিজের প্রথম দুই ম্যাচে বিশ্রি ভাবে হেরে বসে রয়েছে ভারত।🐬 অথচ মাঠে নেমেছেন আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করা প্লেয়াররা।
রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলার স্কোরের♑ আপডে🌌ট পেতে ক্লিক করুন এখানে:
বরং দক্ষিণ আফ্রিকার প্লেয়াররা সাফল্যের জন্য ক্ষুধার্ত বলে মনে হচ্ছে। বিশেষ করে সেই প্লেয়াররা, যাঁরা তাঁদের ফ্র্যাঞ্চাইজির জন্য মাঠে সীমিত সময় পেয়েছিলেন বা আইপিএল নিলামে বাদ পড়েছিলেন। রাসি ভ্যান ডার ডুসেন, যিনি রাজস্থান রয়্যালসের হয়ে মাত্র তিনটি গেম খেলতে পেরেছিলেন, ফর্মে থাকা ডেভিড মিলারের সঙ্গে প্রথম খেলায় ভারতীয়দের চাপে ফেলে দেন। কটকে হেনরিখ ক্লাসেন, যাকে আহত কুইন্টন ডি'ককের বদলি হিসেবে আনা হয়েছিল। ক্লাসেন, যিনি এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়্যালসের হয়ে কয়েকটি গেম খেলে সাফল্য পাননি। ২০২২ মেগা নিলামে ফ্র্যাঞ্চাইজিদের দ্বারা উপেক্ষা করা হয়েছিল। তিনি অবিক্রিত ছিলেন। আর এক জন খেলোয়াড়, যিনি তাঁর যোগ্যতা প্রমাণ করছে𝄹ন, তিনি হলেন অধিনায়ক তেম্🌜বা বাভুমা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।