মহম্মদ শামির বাউন্সার সামলাতে গিয়ে রীতিমতো বেকায়দায় পড়ে গিয়েছেন ব্যাটসম্যান।তা দে♛খে কমেন্ট্রি বক্সে একেবারে উচ্ছ্বাসে ফেটে পড়লেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকার। রীতিমতো বলেই ফেললেন, ‘হ্যাঁ, বলের চামড়ার শুঁকিয়ে দাও ওদের।’
মঙ্গলবার ওয়ান্ডার্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের ৪৪ তম ওভারের তৃতীয় বলে বাউন্সার করেন 𒐪শামি। প্রোটিয়া ব্যাটার রাসি ভ্যান ডার দাসেন কোনওক্রমে সেই শর্ট বলের সামনে থেকে রক্ষা পান। শর্ট বল থেকে বাঁচতে শরীর সরিয়🐼ে নেন। ধনুকের মতো হয়ে যায় শরীর।
শামির সেই ওভারের সময় ধারাভাষ্য দিচ্ছিলেন গাভাসকর। শামির নিখুঁত শর্ট বলে রীতিমতো উচ্ছ্বাস ফেটে পড়েন তিনি। বলেন, ‘আমার দুর্দান্ত লাগছে। অসাধারণ, অসাধারণ। দুর্ধর্ষ। হ্যাঁ, বলের চামড়ার শুঁকিয়ে দাও ওদের। দꦚুর্দান্ত। হিহিহিহহি (এমন ভাবেই হেসে ওঠেন গাভাসকর)।’ গাভাসকর এতটাই উচ্ছ্বাসে ফেটে পড়েন যে অপর ধারাভাষ্যকার মজা করে 𓃲বলে ওঠেন, ‘(শামির) আর বাড়তি উৎসাহের প্রয়োজন নেই। কারণ শামি ইতিমধ্যে উদ্বুদ্ধ হয়ে আছে।’ অপর এক ধারাভাষ্যকার মজা করে বলেন, 'দুর্দান্ত। টিভির উপর প্রায় হুমড়ি খেয়ে যাচ্ছেন।'
এমনিতে মঙ্গলবার দারুণ বোলিং করেন শামি। তবে তাঁর উইকেটের সংখ্যা দেখে ততটা বোঝা যায়নি। ২১ ওভারে ৫২ রান দিয়ে দুই উইকেট নেন। একটি উইকেট পান জসপ্রীত বুমরাহ। তবে মঙ্গলবার ওয়ান্ডার্সে তুখোড় ফর্মে ছিলেন শার্দুল ঠাকুর। ১৭.৫ ওভারে ৬১ রান দিয়ে সাত উইকেট নেন। যা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোনও ভারতীয় খেলোয়াড়ের সেরা বোলিং পারফরম্যান্স। ২০১৫ সালের রবিচন্দ্রন অশ্বিনের পারফরম্যান্সকে 🔥ছাপিয়ে সেই নজির গড়েছেন শার্দুল। ত🐼ার ফলে প্রথম ইনিংসে ২২৯ রানে অল-আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ভারতের থেকে ২৭ রানে এগিয়েছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে ভারতের স্কোর দুই উইকেটে ৮৫ রান। ৫৮ রানে এগিয়ে আছেন অজিঙ্কা রাহানেরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।