দিল্লি ও কটকে সিরিজের প্রথম ২টি টি-২০ ম্যাꦆচে হারলেও বিশাখাপত্তনমের তৃতীয় ম্যাচ জিতে সিরিজে টিকে থাকে ভারত। তাই বলে আর কোনও ম্যাচে হারার বিলাসিতা দেখানোর সুযোগ নেই টিম ইন্ডিয়ার সামনে। সিরিজে ভেসে থাকতে রাজকোটের চতুর্থ টি-২০ ম্যাচেও জিততেই হতো ঋষভ পন্তদের। হারলেই সিরিজ খোয়াতে হতো ভারতকে। সুতরাং, মেন ইন ব্লু-দের কাছে এটিও ডু-অর-ডাই ম্যাচ ছিল। শেষমেশ রাজকোটে বড় ব্যবধানে জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরায় ভারত।
ম্যাচের সেরা কার্তিক
৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৭🙈 বলে ৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন দীনেশ কার্তিক।
রেকর্ড জয়ে সিরিজে সমতা ফেরাল ভারত
ভারতের ৬ উইকেটে ১৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ১৬.৫ ওভারে ৯ উইকেটে ৮৭ রান তোলে। চোট পেয়ে মাঠ ছাড়া তেম্বা বাভুমা আর ব্যাট করতে নামেননি। তাই দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় 🌞সেখানেই। ভারত ৮২ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে এটিই ভারতের সব থেকে বেশি রানের ব্যবধানে জয়। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার এটিই সব থেকে কম রানের ইনিংস। এই জয়ের সুবাদে ভারত সিরিজে ২-২ সমতা ফেরায়। সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচটি এক্ষেত্র♍ে ফাইনালের রূপ নেয়।
এনগিদি আউট
১৬.৫ ওভারে অক্ষর প্যাটেলের বলে রুতুরাজের হাতে ধরা পড়েন লুജঙ্গি এনগিদি। ৪ রান করেন তিনি। ৮৭ রানে ৯ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
নরকিয়া আউট
১৪.৬ ওভারে চাহালের বলে ইশানের হাতে ধরা পড়েন এনরিখ নরকিয়াꦑ। ১ রান করে মাঠ ছাড়েন তিনি। দক্ষিণ আফ্রিকা ৮০ রানে ৮ উইকেট হারায়। ব্যাট হাতে মাঠে নামেন শামসি।
কেশব মহারাজ আউট
১৩.৬ ওভারে আবে🐟শর বলে শ্রেয়সের হাতে ধরা পড়েন কেশব মাহারাজ। এক ওভারে তিনটি উইকেট নেন আবেশ। ১৪ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭ উইকেটে ৭৮ রান।
জানসেন আউট
১৩.৩ ওভারে আবেশের বাউন্সার জানসেনের হেলমেটে লাগে। পরের বলে বড় শট নিতে গিয়ে রুতুরাজের হাতে ধরা পড়েন মারকো। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ১২ রান করে📖 মাঠ ছাড়েন জানসেন। দক্ষিণ আফ্রিকা ৭৪ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে আসেন নরকিয়া।
সাজঘরে ফিরলেন দাসেন
১৩.২ ওভারে আবেশ খানের বলে রুতুরাজের হাতে ধরা পড়েন রাসি ভ্যান ডার দাসেন। ২০ বলে ২০ রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকা ৭৪ রানে ৫ উইকেট হারায়🃏। ব্যাট করতে আসেন কেশব মাহারাজ।
ডেভিড মিলার আউট
১০.২ ওভারে ডেভিড মিলারকে বোল্ড করেন হার্ষাল প্যাটেল। ১টি ছক্কার সাহায্যে ৭ বলে ৯ রান করে মাঠ ছাড়েন ♊কিলার মিলার। দক্ষিণ আফ্রিকা ৫৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মারকো জাꦅনসেন।
ক্লাসেন আউট
৮.২ ওভারে চাহালের🌄 বলে এলবডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন এনরিখ ক্লাসেন। ৮ বলে ৮ রান করে মাঠ ছাড়েম তিনি। দক্ষিণ আফ্রিকা ৪৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে আসেন ডেভিড মিলার। ৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ৫৩ রান।
প্রিটোরিয়াস আউট
৫.২ ওভারে আবেশ খানের বলে পন্তের দস্তানায় ধরা পড়েন ডোয়েন প্রিটোরিয়াস। ৬ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। দক্𓆉ষিণ আফ্রিকা ২৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে আসেন ক্লাসেন। তিনি সেই ওভারেই ২টি চার মারেন। পাওয়ার প্লে-র ৬ ওভারে দক্ষিণ ဣআফ্রিকার স্কোর ২ উইকেটে ৩৫ রান।
ডি'কক আউট
৪.৫ ওভারে নন-স্ট্রাইকার ব্যাটসম⛎্যান ডোয়েন প্রিটোরিয়াসের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান-আউট হয়ে মাঠ ছাড়েন ডি'কক। ১৩ বলে ১৪ রান করে মাঠ ছাড়েন তিনি। দক্ষিণ আফ্রিকা ২৪ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে আসেন রাসি ভ্যান ডার দাসেন।
চোট পেয়ে মাঠ ছাড়লেন বাভুমা
৩.১ ওভারের পর চোট নিয়ে মাঠ ছাড়লেন তেম্বা বাভুমা। তাঁর জায়গায় ব্যাট করতে নামেন ডোয়েন প্রিটোরিয়াস। ৪ ওভার শেষে দ♌ক্ষ𓃲িণ আফ্রিকা কোনও উইকেট না হারিয়ে ২২ রান তুলেছে।
দক্ষিণ আফ্রিকার রান তাড়া করা শুরু
দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেন করতে নামেন কুইন্টন ডি'কক ও তেম্বা বাভুমা। ভারতের হয়ে বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার। প্রথমꦡ ওভারে ১ রান ওঠে।🀅 দ্বিতীয় ওভারে বল করতে আসেন হার্দিক পান্ডিয়া। ২টি বাউন্ডারি মারেন কুইন্টন। দ্বিতীয় ওভারে ১২ রান ওঠে। ২ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ১৩ রান।
ভারত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৯
নির্ধারিত ২০ ওভারে ভারত ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে। সুতরাং, জয়ের জন্য ১𒅌৭০ রান দরকার দক্ষিণ আফ্রিকার। অক্ষর প্যাটেল ৮ ও হার্ষাল প্যাটেল ১ রান অপরাজিত থাকেন।
হাফ-সেঞ্চুরি করে আউট কার্তিক
১৯.১ ওভারে প্রিটোরিয়াসকে ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে নিজের প্রথম হাফ-সেঞ্চুরি পূর্𝄹ণ করেন দীনেশ কার্তিক। পরের বলে বাউন্ডারি লাইনে দাসেনের হাতে ধরে পড়েন তিনি। কার্তিক ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৫৫ রান করে মাঠ ছাড়েন। ভারত ১৫৯ রানে ৬ উইকেট হারায়।
হার্দিক পান্ডিয়া আউট
১৮.১ ওভারে এনগিদির বলে ছক্কা হাঁকান হার্দিক। পরের বলে তিনি শামসির হাতে ধরা পড়েন। ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৪৬ ♔রান করে মাঠ ছাড়েন হার্দিক। ভারত ১৪৬ রানജে ৫ উইকেট হারায়। ব্যাট করতে আসেন অক্ষর প্যাটেল। সেই ওভারেই ১টি চার মারেন কার্তিক। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৫৩ রান। কার্তিক ২৫ বলে ৪৯ রান করেছেন।
ঝড় তুললেন কার্তিক
১৭তম ওভারে কেশব মহারাজের বলে ৩টি চার মারেন দীনেশ কার্তিক। ওভারে মোট ১৩ রান ওঠে। ১৮ তম ওভারে প্রিটো൩রিয়াসের বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন দীনেশ। ওভারে মোট ১৬ রান ওঠে। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১৪০ রান। কার্তিক ২২ বলে ৪৩ রান করেছেন। হার্দিক ২৯ বলে ৪০ রান করেছেন।
১০০ টপকাল ভারত
১৫.১ ওভারে নরকিয়াকে বাউন্ডারি মেরে ভারতের ইনিংসকে তিন অঙ্কে পৌঁছে দেন দীনেশ কার্তিক। ওভারে কার্তিক ২টি ও পান্ডিয়া ১টি চার মারেন। ওভারে মোট ১৫ রান ওঠে। ১৬ ওভারে ভা𒐪রতের স্কোর ৪ উইকেটে ১১১ রান। কার্তিক ১৫ ও হার্দিক ৩৯ রানে ব্যাট করছেন।
ঋষভ পন্ত আউট
১২.৫ ওভারে কেশব মহারাজের বলে ডোয়েন প্রিটোরিয়াসের হাতে ধরা পড়েন ঋষভ পন্ত। ২টি বাউন্ডারির সাহায্যে ২৩ বলে ১৭ রান করে ক্রিজ ছাড়েন ভারত অধিনায়ক। টিম ইন্ডিয়া ৮১ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন𝕴 দীনেশ কার্তিক।
ব্যাট চালাচ্ছেন পান্ডিয়া
১২তম ওভারে শামসির বলে🅷 জোড়া ছক্কা হাঁকান হার্দিক পান্ডিয়া। ওভারে মোট ১৬ রান ওঠে। ১২ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৭৮ রান। হার্দিক ২৩ ও পন্ত ১৬ꦦ রানে ব্যাট করছেন।
১০ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ৫৬
অর্ধেক🍌 ইনিংস শেষ। ভারত এখনও পঞ্চাশের ঘরে পড়ে রয়েছে। ১০ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৫৬ রান। ১৪ বলে ৯ রান করেছেন ঋষভ পন্ত। ১২ বলে ৮ রান করেছেন হার্দিক প🔴ান্ডিয়া।
ইশান কিষাণ আউট
পাওয়ার প্লে-র ঠিক পরেই আউট হলেন ইশান কিষাণ। ৬.১ ওভারে নরকিয়ার বলে কুইন্টনের দস্তানায় ধরা পড়েন তিনি। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৬ বলে ২৭ রান করে মাঠ ছাড়েন ইশান। ভারত ৪০ রানে ৩ উইকেট হারিয়ে বসে﷽। ব্যাট হাতে ক্রিজে আসেন হার্দিক পান্ডিয়া। ৭ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৪৪ রান।
পাওয়ার প্লে-র ৬ ওভারে ভারত ২ উইকেটে ৪০
পাওয়া🐠র প্লে-র ৬ ওভারে ভারত ২ উইকেট হারিয়ে ৪০ রান তুলেছে। ইশান কিষাণ ২৭ রান করেছেন। ১ রানে ব্যাট করছেন ঋষভ পন্ত।
শ্রেয়স আইয়ার আউট
২.৬ ওভারে💫 ম𓆉ারকো জানসেনের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন শ্রেয়স আইয়ার। আম্পায়ার নট-আউট দিয়েছিলেন। রিভিউ নিয়ে সাফল্য পায় দক্ষিণ আফ্রিকা। শ্রেয়স ২ বলে ৪ রান করে আউট হন। ভারত ২৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্যাপ্টেন পন্ত।
রুতুরাজ আউট
🌺১.৬ ওভারে রাবাদার বদলে মাঠে নামা লুঙ্গি এনগিদি আউট করেন রুতুরাজ গায়কোয়াড়কে। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৫ রান করে কুইন্টনের দস্তানায় ধরা পড়েন তিনি। ভারত ১৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন শ্রে꧟য়স আইয়ার।
ম্যাচ শুরু
ভারতের হয়ে যথারীতি ওপেন করতে নামেন ইশান কিষাণ ও রুতুরাজ গায়কোয়াড়। দক্ষিণ আফ্রিকার হয়ে বোলিং শুরু করেন মারকো জানসেন। প্রথম ওভারে ৮ রান ওঠে। ১টি চ෴ার মারেন ইশান।
দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ
কুইন্টন ডি'কক (উইকেটকিপার), তেম্বা বাভুমা (ক্যাপ্টেন), রাসি ভ্যান ডার দাসেন, ডেভিড মিলার, এনরিখ ক্লাসেন, ডোয়েন প🦩্রিটোরিয়াস, মারকো জানসেন, কেশব মহারাজ, তাবরাইজ শামসি, লুঙ্গি এনগিꦬদি ও এনরিখ নরকিয়া।
ভারতের প্রথম একাদশ
ইশান কিষাণ, রুতুরাজ🥀 গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (ক্যাপ্টেন ও উইকেট𒊎কিপার), হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হার্ষাল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল ও আবেশ খান।
ফের টস জিতল দক্ষিণ আফ্রিকা
সিরিজের চতুর্থ ম্যাচেও টস জিতল দক্ষিণ আফ্রিকা। আগের তিনটি ম্যা🍒চের মতোই রাজকোটেও টস জিতে ভারতকে শুরুতে ব🉐্যাট করার আমন্ত্রণ জানালেন তেম্বা বাভুমা।
যথা সময়ে ম্যাচ শুরু হওয়া নিয়ে সংশয়
ম্যাচের দিন বৃষ্টিতে ভিজেছে রাজকোট। তবে ম্যাচ শুরুর বেশ কিছু সময় আগে আগে থেমেছে বৃষ্টি। যদিও নির্ধারিত সময়ে খেলা শুরু হওয়া নিয়ে রয়েছে সংশয়। আশার কথা হল এই যে, মাঠ থেকে ঢাকা তুলে ফেলা হয়েছে। ভারতীয় ক্রিকেটাররা মাঠে নেমে গা ঘা💝মাতেও শুরু কর꧋েছেন।
জিততেই হবে ভারতকে
দিল্লির প্রথম টি-২০ ম্যাচে ভারত ৭ উইকেটে পরাজিত হয় দক্ষিণ আফ্রিকার কাছে। কটকের দ্বিতীয় টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকা জয় তুলে নেয় ৪ উইকেটে। ০-২ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়ার পরে ঋষভ পন্তরা বিশাখাপত্তনমে জয় তুলে নেন ৪৮ রানের বড় ব্যবধানে এবং সিরিজের ব্যবধান কমিয়ে ২-১ করে। এই অবস্থায় রাজকোটে ভারত হারলেই দক্ষিণ আফ্রিকা ৫ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করবে। ভারত জিতলে সিরিজে সমতা ফেরাতে পারবে। সুতরাং এটিও ট꧂িম ইন্ডিয়ার কাছে মরণ-বাঁচন ম্যাচ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।