দীর্ঘ চার বছর পর হঠাৎ করেই টিম ইন্ডিয়ার সীমিত ওভারের দলে ফিরে আসেন রবিচন্দ্রন অশ্বিন। টি-২০ বিশ্বকাপের দলে ফরার পর এবা🃏র ওয়ান ডে ফর্ম্যাটেও জাতীয় দলে কামব্যাক করেন তিনি। জাতীয় নির্বাচকরা দক্ষিণ আফ্𝓀রিকা সফরের ওয়ান ডে স্কোয়াডে জায়গা করে দেন রবিচন্দ্রনকে।
টি-২০ বিশ্বকাপে বল হাতে নজর কাড়া পারফর্ম্যান্স উপহার দিলেও তাঁর আচমকা সাদা বলের ক্রিকেটে ওফিরে আসা অবাক করেছে বিশেষজ্ঞদের। সেই তালিকাতেই পড়েন রিতেন্দর সিং সোধি𝓡। টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা India News-এর আলোচনায় অশ্বিনের সীমিত ওভারের দলে ফেরাকে লটারি জেতার সঙ্গে তুলনা করেন।
সোধি বলেন, ‘অশ্ব♌িন এক্ষেত্রে লটারি জিতেছে। যখন মনে হচ্ছিল যে, ওর কেরিয়ার হয়ত শেষ, ও এবার হয়ত অবসর ঘোষণা করবে, ঠিক সেই মুহূর্তে লাইফলাইন পেয়ে যায়। ও একজন পারফর্ম্যার। ওর পর্যাপ্ত অভিজ্ঞতা রয়েছে।’
সোধি অবশ্য মনে করছেন যে, জাতীয় নির্বাচকরা অশ্বিনকে দলে ফিরিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কারণ হিসেবে তিনি বলেন, ‘রাহুল দ্রাবিড়, টিম ম্যানেজমেন্ট ও 🐠নির্বাচকরা অভিজ্ঞতায় আস্থা রেখেছেন। এটা একেবারে সঠিক সিদ্ধান্ত। কারণ, এটা মোটেও সহজ সিরিজ নয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।