৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ তো করলই ভারত। সেই সঙ্গে এ দিনের ম্যাচ জিতে বিশ্বরে𝓰কর্ডও (যুগ্মভাবে) গড়ে ফেলল টিম ইন্ডিয়া। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর নাগাড়ে ১২টি ২০ ওভারের ম্যাচ জিতে নিল ভারত। ২০ ওভারের ক্রিকেটে এর আগে কেবল মাত্র আফগানিস্তান ও রোমানিয়াই নাগাড়ে ১২টি আন্তর্জাতিক ম্যাচ জিতেছে। সেই তালিকায় এ বার যুক্ত হল রোহিত শর্মার ভারতের নাম।
ম্যাচ ও সিরিজের সেরা হলেন শ্রেয়স
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি শ্রেয়স আইয়ার ২৮ বলে অপরাজিত ৫৭ রান করেছিলেন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৪ বলে অপরাজিত ৭৪ রান করেছিলেন। আর রবিবার করলেন ৪৫ বলে অপর𒐪াজিত ৭৩ রান। এই সিরিজে দুরন্ত পারফরম্যান্স করার পাশাপাশি হাফসেঞ্চুরির হ্যাটট্রিক করে সিরিজের সেরা ক্রিকেটার হলেন শ্রেয়স আইয়ার। এ দিনের ম্যাচের সেরাও হন শ্রেয়সই।
১৯ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতল ভারত
ওয়েস্ট ইন্ডিজের পর এ বার শ্রীলঙ্কাকেও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করল ভারত। রবিবার ১৯ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে যায় রোহিত শর্মার টিম। শ্রীলঙ্কার ১৪৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৬.৫ ওভারে ৪ উই꧒কেট হারিয়ে ১৪৮ রান করে ভারত। শ্রেয়স আইয়ার এই ম্যাচে দুরন্ত ইনিংস খেলল। ৪৫ বলে অপরাজিত ৭৩ রান করেন তিনি। এই সিরিজের ৩ ম্যাচেই হাফসেঞ্চুরি করেছেন শ্রেয়স। স্বাভাবিক ভাবেই তিনি অর্ধশতরানের হ্যাটট্রিক করে ফেললেন। ১৫ বলে ২২ করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা।এ দিকে শ্রীলঙ্কার লাহিরু কুমারা ৩ উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন দুষ্মন্ত চামেরা এবং চামিকা করুণারত্নে।
ভারতের ইনিংস- ১৬ ওভারে ১৩৬/৪
২৪ বলে চাই মাত্র ১১ রান। শ্রীলঙ্কাকে হোয়াইটও♚য়াশ করার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ভারত। ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৬ করে ফেলেছে ট🐻িম ইন্ডিয়া। ৪৩ বলে ৬৮ রান শ্রেয়সের। ১২ বল ১৬ রান জাদেজার।
আউট হলেন বেঙ্কটেশ
নিজেকে প্রমাণ করার বড় সুযোগ ছিল বেঙ্কটেশ আইয়ারের। কিন্তু ৪ বলে ৫ রান করে সাজঘরে ফিরলেন বেঙ্কটেশ। চতুর্থ উইকেট পড়ল ভারতের। তবে ইতিমধ্যেই ভারত ১০০ রানের গণ্ডি টপকে গ🙈িয়েছে। ১২তম ওভারেই ১০০ পার করে গিয়েছিল ভারত। ১৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১০৭ রান ভারতের। বেঙ্কটেশের পরিবর্তে ক্রিজে এসেছেন নতুন প্লেয়ার রবীন্দ্র জাদেজা। ৩৫ বলে ৫৫ রান শ্রেয়সের। ২ বলে ১ রান জাদেজার। ৪০ বলে চাই আর ৪২ রান।
হাফসেঞ্চুরির হ্যাটট্রিক শ্রেয়সের।
ছয় মেরে নিজের হাফসেঞ্চুরি করে ফেলল শ্রেয়স আইয়ার। কোহলির জায়গায় ৩ নম্বরে খেলে শ্রীলঙ্কার ✨বিরুদ্ধে অর্ধশতরানের হ্যাটট্রিক করে ফেললেন কেকেআর-এর তারকা। ২৯ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন শ্রেয়স।
দীপক হুডা আউট
১৬ বলে ২১ রানে আউট হলেন দীপক হুডা। ১৪৪ কিলোমিটার গতিতে আসা লাহিরু কুমারার দুরন্ত বলে সোজা বোল্ড🐓 হন দীপক। পরিবর্তে ক্রিজে আসেন নতুন প্লেয়ার বেঙ্কটেশ আইয়ার। তিনি প্রথম বলে চার মারেন। ১১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ভারতের স্কোর ৯৩ রান। ২৮ বলে ৪৪ করে ক্রিজে আছেন শ্রেয়স আইয়ার। ১ বলে ৪ র༺ান বেঙ্কটেশের।
ভারতের ইনিংস- ১০ ওভারে ৮৬/২
শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ছন্দে রয়েছেন শ্রেয়স আইয়ার। তৃতীয় টি-টোয়েন্টিতেও ২৫ বলে ৪২ রান করে ফেলেছেন তিনি। ১৪ বলে ২০ রান করে তাঁকে যোগ্যসঙ্গত করছেন দীপক হুডা। ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৮🅰৬ রান🍌 ভারতের।
সঞ্জু স্যামসন আউট
১২ বলে ১৮ রান করে সাজঘরে ফিরলেন সঞ্জু স্যামসন। করুণারত্নের বলে চাণ্ডিমালের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন সঞ্জু। ক্রিজে এলেন নতুন ব্যাটার দীপক হ♛ুডা। সঞ্জু সপ্তম ওভারের প্রথম বলে চার মেরে ভারতকে ৫০ রানের গণ্ডি টপকিয়ে দিয়েছিলেন। ৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৫৫ রান ভারতের। ১꧅৮ বলে ২৮ রান শ্রেয়সের। ৩ বলে ৩ রান দীপক হুডার।
পাওয়ার প্লে শেষে ১ উইকেট হারিয়ে ৪৭ রান ভারতের
১০ বলে ১৪ রান করে ফে🅷লেছেন সঞ্জু। ১৭ বলে ২৭ রান শ্রেয়সের। ৬ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৪৭ রান।
ভারতের ইনিংস- ৫ ওভারে ৩৭/১
৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩৭ রান ভারতের। এই ওভারে সঞ্জু ১টি চার মেরেছেন। ৮ বল খেলে তাঁর স🌃ংগ্রহ ৯ রান। ১৩ বলে ২২ রান শ্রেয়সের।
ভারতের ইনিংস- ৪ ওভারে ২৮/১
এই ওভারে ১৫ রান নিল ভারত। তিনটে চার মেরেছেন শ্রেয়স। দৌড়ে নিয়েছেন ২😼 রান। প্রথম বলে স্যামসন ১ রান নিয়েছিলেন। ৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২৮ রান ভারতের। ১১ বলে ২০ করে ফেলেছেন শ্রেয়স। ওপেন করতে নেমে মাত্র ৪ বল খেলেছেন সঞ্জু। করেছেন ৩ রান।
ভারতের ইনিংস- ৩ ওভারে ১৩/১
৩ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেট হারিয়ে 💮১৩ রান। ৬ বলে ৬ করে অপরাজিত রয়েছেন শ্রেয়স। ৩ বলে ২ রান সঞ্জুর।
দ্বিতীয় ওভারেই রোহিতের উইকেট হারাল ভারত
দ্বিতীয় ওভ📖ারের চতুর্থ বলে রোহিতকে ফেরালেন দুষ্মন্ত চামের🗹া। ৯ বলে ৫ রান করে করুণারত্নের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রোহিত। দ্বিতীয় ওভারে হয়েছে মাত্র ১ রান। ক্রিজে এসেছেন নতুন ব্যাটার শ্রেয়স আইয়ার। ২ ওভারে ১ উইকেট হারিয়ে ভারতের স্কোর ৭ রান।
ভারতের ইনিংস- ১ ওভারে ৬/০
ভারত ১ ওভারে ৬ রান করেছেন। ৫ বলে ৫ 🍎করেছেন রোহিত শর্মা। ১ বল খেলে ১ রান করেছেন সঞ্জু।
ভারতের রান তাড়া করা শুরু
ꦿইশান নেই। তাই রোহিতের সঙ্গে ওপেন করেছেন সঞ্জু স্যামসন। বল হাতে ওপেন করেছেন শ্রীলঙ্কার বিনুরা🃏 ফার্নান্দো।
শেষ ৫ ওভারে ৬৮ রান দিল ভারত
১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ক🌄রেছিল ৭৮ রান। শেষ ৫ ওভারে তারা করল ৬৮ রান। কোনও উইকেট না হারিয়ে। ডেথ ওভারে কিন্তু ভারতে হরির লুটের মতোই রান বিলোচ্ছে। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও একই ঘটনা ঘটেছিল। আর সেই ঘটনার পুনরাবৃত্তি হল আজ রবিবারও। ভারতের ১৪৭ রান তাড়া করাটা খুব সহজও নয়।
২০ ওভারে ৫ উইকেটে ১৪৬ করল শ্রীলঙ্কা
একেবারে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট বলতে যা বোঝায়, সেটাই করে দেখালেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। যে ট𒊎িমটা ১২.১ ওভারে ৫ উইকেট হ🦂ারিয়ে ৬০ রান করেছিল, তারা বাকি ১৩.৫ ওভারে করল ৮৬ রান। দাসুন শনাকা ৩৮ বলে ৭৪ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন। তাঁর এই লড়াইয়ের জন্যই ১৪৬ রান করে শ্রীলঙ্কা। ভারতকে ১৪৭ করতে হবে, যে রানটা করা কিন্তু খুব সহজ হবে না।
শনাকার অর্ধশতরান
চার মেরে ২৯ বলে অর্ধশতরান পূরণ করলেন দাসুন শনাকা। যখন শ্রীলঙ্কা একের পর এক উইকেট হারিয়ে কোণঠাঁসা, তখন দলের হাল ধরে অধিনায়ক। একেবারে অধিনায়োকচিত ইনিংস খেলেন তিনি। যে টিমটা ১০০ পার করতে পারবে কিনা, আশঙ্কা ছিল, তারাই শনাকার হাত ধরে ১৯ ওভারে ১৩৪ রান করে ফেলল। হাতে ৫ উইকেট রয়েছে। শনাꦿকা ৩২ বলে ৬২ রান করে লড়াই চালাচ্ছেন। ১৯ বলে ১২ রান করে সঙ্গত করছেন করুণারত্নে।
১০০ পার করে ফেলল শ্রীলঙ্কা
৫ উইকেট হারিয়ে নড়বড় করছিল শ্রীলঙ্কা। তবে সেই টিমই ১০০ রানের গণ্ডি পার করে ফেলল। ১৭তম ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৩ রান শ্রীলঙ্কার। লড়াই করে চলেছেন অধিনায়ক দাসুন শনাকা। তাঁর সংগ্রহ ২৪ বলে🌊 ৩৭ রান। ১৫ বলে ৮ রান করুণারত্নের।
পঞ্চম উইকেট পড়ল শ্রীলঙ্কার, চাণ্ডিমালকে ফেরালেন হার্ষাল প্যাটেল
২৭ বলে ২৫ রান করে প্যাভিলিয়নে ফিরলেন দীনেশ চাণ্ডিমাল। ক্যাচ ধরেন বেঙ্কটেশ আইয়ার। ১২.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬০ রান শ্রীলঙ্কার। ক্রিজে এসেছেন নতুন ব্যাটার চামিকা করুণার▨ত্নে।
৫০ রানের গণ্ডি টপকাল শ্রীলঙ্কা
১১তম ওভারে ৫০ রানের গণ্ডি 🧔টপকে গেল শ্রীলঙ্কা। যদিও ৪ উইকেট হারিয়ে মারাত্মক চাপে রয়েছে তারা। ৮ বলে ৯ রান করে ক্রিজে রয়েছেন দাসুন শনাকা। দীনেশ চাণ্ডিমাল ২২ বলে ১৯ করে ক্রিজে রয়েছেন। ১১ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫২ রান শ্রীলঙ্কার।
শ্রীলঙ্কার ইনিংস - ১০ ওভারে ৪৩/৪
১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৩ রা𓄧ন শ্রীলঙ্কার। ৫০ রানও হয়নি শ্রীলঙ্কার। তারা মারাত্মক চাপে রয়েছে। তবে লড়াই চালাচ্ছেন চাণ্ডিমাল (১৮ বলে ১৩ রান) এবং দাসুন শনাকা (৬ বলে ৭ রান)।
চতুর্থ উইকেট পড়ল শ্রীলঙ্কার, লিয়ানাগেকে ফেরালেন বিষ্ণোই
১৯ বলে ৯ রান করে প্যাভিলিয়নে ফিরলেন লিয়ানাগে। তাঁকে বোল🏅্ড করেন রবি বিষ্ণোই। ৯ ওভার শেষে ৪ উইকেটে ৩৪ রা☂ন শ্রীলঙ্কার। ক্রিজে রয়েছেন চাণ্ডিমাল (১৬ বলে ৯ রান) এবং দাসুন শনাকা (২ বলে ২ রান)।
পাওয়ারপ্লে শেষে ৩ উইকেটে ১৮ রান শ্রীলঙ্কার
পাওয়ার প্লে-তে হল মাত্র ১৮ রান। তার মধ্যে ৩ উইকেট তারা হা🦂রিয়ে বসে রয়েছে। নিঃসন্দেহে শ্রীলঙ্কা যে কতটা চাপে রয়েছে, সেটা স্কোরকার্ডই বলে দিচ্ছে। ক্রিজে রয়েছেন লিয়ানাগে (১২ বলে ৪ রান) এবং চাণ্ডিমাল (৭ বলে ৪ রান)।
শ্রীলঙ্কার ইনিংস - ৫ ওভারে ১৪/৩
৩ উ♕ইকেট হারিয়ে অসম্ভব চাপে শ্রীলঙ্কা। ক্রিজে রয়েছেন লিয়ানাগে (৯ বলে ৩ রান), চা🥃ণ্ডিমাল (৪ বলে ২ রান)। ৫ ওভার শেষে ৩ উইকেটে ১৪ রান শ্রীলঙ্কার।
চতুর্থ ওভারে পড়ল শ্রীলঙ্কার ৩ নম্বর উইকেট
পাথুম নিসঙ্কার পর ♚এ বার চরিথ আসালঙ্কাকে ফেরালেন আবেশ খান। ৬ বলে ৪ রান করে প্য়াভিলিয়নে ফিরলেন চরিথ। আসলে তিনি লম্বা শট মারতে গিয়েছিলেন। বল অনেকটা উপরে উঠেছিল। কিন্তু দূরে যাইনি। ক্যাচ ধরেন কিপার সঞ্জু স্যামসন। ক্রিজে নতুন প্লেয়ার এসেছেন দীনেশ চাণ্ডিমাল। ৪ ওভার শেষে ৩ উইকেটে ১১ রান শ্রীলঙ্কার।
শ্রীলঙ্কার ইনিংস -৩ ওভারে ১০/৩
চরিথ আসালঙ্কা (৫ বলে ৪ রান), এবং জনিথ লিয়া🌃নাগে (২ বলে ১ রান) ক্রিজে রয়েছেন। ২ উইকেট হারিয়ে চাপে শ্রীলঙ্কা। ৩ ওভার শেষে ২ উইকেটে ১০ রান তা༺দের।
২ ওভারে ৫ রানে ২ উইকেট শ্রীলঙ্কার
দ্বিতীয় ওভারের পঞ্চম বলে পা🦩থুম নিসঙ্কাকে ফেরালেন আবেশ খান। ১০ বলে ১ রান করে বেঙ্কটেশ আইয়ারের হাতে ক্যাচ প্যাভিলিয়নে ফেরেন পাথুম। ২ ওভারে ৫ রানে ২ উইকেট শ্রীলঙ্কার।
১ ওভারে ১ রানে ১ উইকেট শ্রীলঙ্কার
প্রথম ওভারেই শ্রীলঙ্কা ১ উইকেট হারিয়ে বসে থাকল। মহম্মদ সিরাজের বলে বোল্ড হন দানুষ্কা গুনতিলক। দানুষ্কা রানের খাতাই খুলতে🧔 পারেননি। প্রথম বলেই আউট হন তিনি। শ্রীলঙ্কার রান তখন মাত্র ১।
খেলা শুরু
পাথুম নিসঙ্কা, দানুষ্কা গুনতিলক শ্রীলঙ্♏কার হয়🅠ে ওপেন করেছেন। ভারতের হয়ে বল হাতে ওপেন করেছেন মহম্মদ সিরাজ।
শ্রীলঙ্কার প্রথম একাদশ
শ্রীলঙ্কা টিমে দু'টি পরিবর্তন করা হয়েছে। কামিল মিশারা, প্রবীণ জয়াবিক্রমে গত ম্যাচে খেলেছিলেন। কিন্তু এই ম্যাচে তাঁদের জায়গায় দলে ঢুকলেন জানিথ লিয়ানাঙ্গে এবং জেফ্রি বন্দরসে।প্রথম একাদশ: পাথুম নিসঙ্কা, দানুষ্কা গুন✤তিলক, চরিথ আসালঙ্কা, দীনেশ চণ্ডীম🐻ল (উইকেটকিপার), জনিথ লিয়ানাগে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামেরা, বিনুরা ফার্নান্ডো, জেফ্রি বন্দরসে, লাহিরু কুমারা।
ভারতের প্রথম একাদশ
ভারতীয় দলে আজ চারটি পরিবর্তন করা হয়েছে। ইশান কিষাণ ছিটকে গিয়েছে। এ ছাড়া বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার এবং যুজবেন্দ্র চাহালকে। তাঁদের জায়গায় খেলানো হচ্ছে রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ আবেশ খান এবং কুলদীপ যাদবকে। ইশানের জায়গায় কোনও ব্যাটসম্যান খেলানো হচ্ছে না। ভারতী📖য় দলে আজ ৮জন বোলারের বিকল্প রয়েছে।প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), সঞ্জু স্যা🎃মসন (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, বেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, হার্ষাল প্যাটেল, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, আবেশ খান।
টসে জিতে ব্যাটিং নিল শ্রীলঙ্কা
টসে জিতে প্রথমে ব্যাটিং নিল শ্রীলঙ্কা। ভারত অবশ্য শনিবারও ১৮৩ রান তাড়া করেই ১৭ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয়। তাই রবিবারও প্রথমে ফিল্ডিং করতে সমস্যা নেღই বলে দাবি করেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্𓆉মা। রোহিত বলেওছেন, ‘আমরা প্রথমে বলই নিতাম। তাই এই সিদ্ধান্তে আমি খুশি।’
স্টেডিয়াম চলে এসেছে টিম ইন্ডিয়া
ধরমশালার আকাশ পরিষ্কারই থাকার কথা
তৃতীয় টি-টোয়েন্টি আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এখা🌺নকার আবহাওয়ার গতিপ্রকৃতি বেশ জটিল। যখন তখন বৃষ্টি෴ নেমে যেতে পারে। আর বৃষ্টি নামলে দীর্ঘ সময়ের জন্য হয়।
দুই দলের চোট সমস্যা
শনিবার ব্যাট করার সময়ে ইশান কিষাণের হেলমেটে এসে বল লাগে। তাতে ভালো রকম চোট পায় বাঁ-হাতি উইকেটকিপার ব্যাটার। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। ভর্তিও করতে হয়েছিল ইশানকে। তবে রবিবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এই ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। এ দিকে শ্রীলঙ্কার কিপার-বꩲ্যাটার চাণ্ডিমালও চোট পেয়েছিলেন। ত𓆏াঁকেও নিয়ে যেতে হয়েছিল হাসপাতালে।
সিরিজের আগের দুই ম্যাচের ফল
প্রথম টি-টোয়েন্টি হয়েছিল লখনউতে। সেই ম্যাচ ভারত জেতে ৬২ রানে। আর শনিবারই দ্বিতীয় টি-টোয়েন্টি হয়েছে ধরমജশালায়। এই ম্যাচও ভারত ৭ উইকেটে জিতে নেয়। এর আগে পর্যন্ত ধরমশালার ময়দানে একটিমাত্র টি-টোয়েন্টি খেলেছে ভারতীয় দল। ২০১৯ সালের সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে সাত উইকেটে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। আর শনিবার সেই মাঠে শ্রীলঙ্কাকে🌟 ৭ উইকেটে হারাল ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।