সিরিজ🌞ের তৃত🌸ীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৯১ রানে হারিয়ে সিরিজ জিতল ভারত। ৫১ বলে ১১২ স্কোর করলেন সূর্যকুমার যাদব।
আরও একটি উইকেট নিলেন আর্শদীপ
দিলশান মাধুশাঙ্কাকে বোল্ড করলেন আর্শদীপ সিং। শ্রীলঙ্কাকে ৯১ রানে 𝔉হারাল ভারত। ১৬.৪ ওভারে শ্রীলঙ্কার ইনিংস শেষ হল ১৩৭ রান।
আউট হলেন শ্রীলঙ্কার অধিনায়ক
শ্রীলঙ্কার ৯ উইকেꦿট হারাল। ১৭ বলে ২৩ রান করে আর্শদীপের শিকার হলেন দাসুন শান🐻াকা।
বোল্ডডডড
মাহিশ থিকসানাকে বোল্ড করলেন উౠমরান মালিক। ভারতীয় বোলারের গতিকে মিস করলেন মাহিশ থিকসানা। ২ রান করে আউট🉐 হলেন মাহিশ থিকসানা। শ্রীলঙ্কার স্কোর ১৫.৩ ওভারে ১২৭/৮ রান।
১৫ ওভারে শ্রীলঙ্কা ১২৫/৭
চাপে শ্রীলঙ্ক൩া। ম্যাচ 🌟জিততে হলে শ্রীলঙ্কার দরকার ৩০ বলে ১০৪ রান।
আউটটট
সাত নম্বর 👍উইকেট হারাল শ্রীলঙ্কা। হার্দিক LBW করলেন চামিকা করুনারত্নেকে।
৬ নম্বর উইকেট হারাল শ্রীলঙ্কা
উমরান মালিক এদিনের ম্যাচে নিজের প্রথম উইকেট পেলেন। হাসার✤াঙ্গাকে ৯ রানে ফেরালেন 😼তিনি। হাসারাঙ্গার ক্যাচ ধরলেন দীপক হুডা।
আবার আউট….
শ্🐻রীলঙ্কার পঞ্চম উইকেটের পতন। ধনঞ্জয় দি সিলভাকে ২২ রানে সাজঘরে ফ🧸েরালেন যুজবেন্দ্র চাহাল। শ্রীলঙ্কার স্কোর ১১.২ ওভারে ৯৬/৫ রান। ৯০তম উইকেট
১১ ওভারে শ্রীলঙ্কা ৯৪/৪
দারুণ ওবার করলেন অক্ষর প্যাটেল।ꦦ দিলেন মাত্র তিন রান।
১০ ওভারে শ্রীলঙ্কা ৯১/৪
চাহালের এই ওভারে ৮ রান করল শ্রী𓆏লঙ্কা। তবে এই ওভারে একটি উইকেটও পেলেন তিনি।
আউটটটট
চারিথ আসালাঙ্কাকে ফেরালেন যুজবেন্দ্র চাহাল। ১৪ বলে ১৯ রান করে শিবম মাভির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন 🐼আসালাঙ্কা। শ্রীলঙ🔜্কার স্কোর ৯.৩ ওভারে ৮৪/৪ রান।
৯ ওভারে শ্রীলঙ্কা ৮৩/৩
অক্ষর প্যাটেলের এই ওভারে ১০ রান নিল শ্রীলঙ্কা।
৮ ওভারে শ্রীলঙ্কা ৭৩/৩
লড়াই-এ💧 ফেরার চেষ্টা করছে শ্রীলঙ্কা। জিততে হলে তাদের প্রয়োজন ৭২ বলে ১৫৬ রান।
আবার আউটটটট
তৃতীয় সাফল্য পেল বারত। আভিষ্কাকে সাজঘরে ফেরালেন হার্দিক পান্ডিয়া। এক রান করে হার্দিকের বলে আর্শদীপের হাতে ক্যাচ দিলেন আভিষ্কা। শ্রীলঙ্༺কার স্কোর ৬.১ ওভারে ৫১/৩ রান।
শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেটের পতন
নিসাঙ্কাকে ১৫ রানে ফেরালেন আর্শদীপ সিংꦡ। শিবম মাভির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন তিনি। শ্রীলঙ্কা ৫.৩ ওভারে ৪৪/২ রান করল।
৫ ওভারে শ্রীলঙ্কা ৪৪/১
দারুণ ওভার করলেন অক্ষর প্যাটেল। সাত রান দিয়ে নিলেন ﷽একটি উইকেট।
আউটটট
৪৪ রানে প্রথম উইকেট হারাল শ্রীলঙ্কা। প্রথম উইকেট শিকার করলেন অক্ষর প্যাটেল। &nbs��p;কুশল মেন্ডিস ১৫ বল খেল🅷ে ২৩ রান করে উমরান মালিকের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন মেন্ডিস।
৪ ওভারে শ্রীলঙ্কা ৩৭/০
চতুর্থ ওভারে বল করতে আসেন শিবম মাভি। তিনি 🐠এসে শ্রীলঙ্কার ইনিংসের রানে ব্রেক ꧑কোষেছেন। দিলেন ছয় রান।
৩ ওভারে শ্রীলঙ্কা ৩১/০
বড় রান তাড়া করতে নেমে ধীরে ধীরে ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন💛 শ্রী🉐লঙ্কার ব্যাটর মেন্ডিস ও নিসাঙ্কা।
২ ওভারে শ্রীলঙ্কা ১৭/০
আর্শদীপের 🦄উপর ভরসা দেখালেন হার্দিক পান্ডিয়া। তবে নো বল না করলেও তিনটে ওয়াই🐼ড দিলেন তিনি। নিজের এই ওভারে দিলেন ১১ রান।
প্রথম ওভারে শ্রীলঙ্কা ৬/০
হার্দিকের প্রথম ওভারে ৬ রান তুলল শ্র๊ীলঙ্কা। কোনও উইকেট হারায়নি তারা।
মাঠে নেমেই চাপে শ্রীলঙ্কা
২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই চাপে পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা নিসাঙ্কার LBW দিয়েছিলন ফিল্ড আম্পায়ার। কিন্তু DRS তাঁকে বা🐲ঁচিয় দেয়।
২০ ওভারে ভারতের স্কোর ২২৮/৫
শ্রীলঙ্কাকে ২২৯ রানের টার্গেট দিল ভারত। সূর♔্যকুমার যাদব ৫১ বলে অপরাজিত ১১২ রান করলেন। অক্ষর প্যাটেল ৯ বলে করলেন ২১ রান।
১৯ ওভারে ভারতের স্কোর ২১৬/৫
হাতে আর ৬টা বল কত রান ☂করে ভারত সেটাই দেখার। ওভারের প্রথম বল খেলবেন সূর্য।
৪৫ বলে ১০০ রান
৪৫ বলে ১০০ রান করলেন সূর্যকুমার যাদব। ৬টি চার ৮টি ছক্কা মারলেন তিনি🔯।
১৮ ওভারে ভারতের স্কোর ২০০/৫
১৮ ওভার🎶ের শেষে ২০০ করল ভারত। হাতে এখনও ১২ টা বল। স্কোর কত হয় সে🎃টাই দেখার।
১৭ ওভারে ভারতের স্কোর ১৯৪/৫
মধুশাঙ্🍎কার এই ওভ🐲ারে ১৩ রান নিল ভারত। তবে দীপক হুডার উইকেটও হারিয়েছে।
আউট হুডা
২ বলে চাꦆর রান করে সাজ♈ঘরে ফিরলেন দীপক হুডা। ভারত হারাল তাদের পঞ্চম উইকেট।
১৬ ওভারে ভারতের স্কোর ১৭৮/৪
এই ওভারে হার্দিক আউট হলেও সূর্যের ঝড🐻় চলছেই। ১৪ রান নিল ভারত।
আউট হার্দিক
মাত্র চার রান করে রাজিথার বলে ধনঞ্জয়ের হাতে ক্যা꧃চ দিয়ে সাজঘরে ফিরলেন হার্দিক পান্ডিয়া।
১৫ ওভারে ভারতের স্কোর ১৬৪/৩
১৫ ওভারের🔴 শেষ ভারত ১৬৪ করꦆেছেন। তবে এই ওভারে গিলের উইকেট নিলেন হাসারাঙ্গা।
বোল্ড. আউট গিল
হাসারাঙ্গার বলে বোল্ড হয়ে সাজঘরে ফির♛লেন শুভমন গিল। ৩৬ বলে ৪𒉰৬ রান করলেন তিনি। চার রানের জন্য অর্ধশতরান মিস করলেন।
১৪ ওভারে ভারতের স্কোর ১৫৪/২
ব্যাট হাতে ঝড় তুলেছেন সূর্যকুমার যাদব। এই ওভারে ২৩ রান নিল ভারত।💙 এই ওভারে দুটো ছক্কা ও ২ চার হাঁকালেন দুই ব🐠্যাটার।
১৩ ওভারে ভারতের স্কোর ১৩১/২
দিশান মধুশঙ্কার এই ওভ🔴ারে ১ꦗ৮ রান নিল ভারত। সূর্য করলেন অর্ধশতরান। গিল খেলছেন ৩২ বলে ৩৪ রান করে।
২৬ বলে ৫১ রান
অর্ধশতরান করলেন সূর্যকুমার যাদব💯। ১৩তম ওভারে অর্ধশতরান করলেন তিনি। চার ও ছক্কার বন্যা বয়ে♎ চলেছে। চারটে চার ও ত
১২ ওভারে ভারতের স্কোর ১১৩/২
১২তম ওভারে ৯ রান নিল ভারত। হাসারাঙ্গার এই ওভারে চার বা ছক্ক🐼া মারত𒊎ে পারেননি গিল ও সূর্য।
১১ ওভারে ভারতের স্কোর ১০৪/২
গিল করেছেন ২৮ বলে ২৯ রান, সূর্যকুমার যাদব করেছেন ২০ বলে ৩৬ রান। চামিকা করুনারত্নের ওভারে ১২ রান নিল ভা⛦রত।
১০ ওভারে ভারতের স্কোর ৯২/২
দারুণ শুরু করল টিম ইন্ডিয়া। ইশান-রাহুল আউট হয়ে যেতে সূর্য-গিল ইনিং♊সের হাল ধরেছেন। বড় ইনিংসওের পথে
৯ ওভারে ভারতের স্কোর ৮৫/২
শুভমন গ𝐆িল ২৫ বলে ২৬ রান করেছেন এবং ১১ বলে ২০ রান করে খেলছেন সূর্যকুমার যাদব।
৮ ওভারে ভারতের স্কোর ৭৭/২
করুনারত্নের ওভারে ১৪ রান নিল ভারত।
৭ ওভারে ভারতের স্কোর ৬৩/২
হাসারাঙ্গা সপ্তম ওভারে বল করতে এসেছিলেন। এইꦅ ওভারে ভারত ১০ রান নিল। এই ওভারে গিল একটি বড় ছক্কা হাঁকালেন।
৬ ওভারে ভারতের স্কোর ৫৩/২
ভালো মন্দ মিশিয়ে শেষ হল প্রথম পাওয়ার প্লে। যাতে ভারত করল꧃ ৫৩ রান কিন্🔜তু ২টি উইকেট তুলে নিল শ্রীলঙ্কা।
আউট রাহুল ত্রিপাঠী
করুনারত্নের বলে দিলশান মধুশঙ্কার হাতে ক্যাচ দিয়ে আউট হলেন রাহুল ত্রিপাঠী। ১৬ বলে ৩🍒৫ রান করলেন তিনি।
পঞ্চম ওভার ৩৯/১
মাহিশ থিকসানাকে বলে আনলেন শ্রীলঙ্কার অধিনায়ক দ𒅌াসুন শানাকা। তবে থিকসানার পরীক্ষা নিলেন রাহুল ত্রিপাঠী। এই ওভারে তিনটি চার 𒁏মারলেন রাহুল।
চতুর্থ ওভার ২৭/১
ম্যাচের রাশ ধরার চেষ্টা করছেন গিল༒ ও ত্রিপাঠী। ইশান কিষাণ আউট হতে একটু চাপে রয়েছে টিম ইন্ডিয়া।
তৃতীয় ওভার ২২/১
জ্বলে উঠলেন শুভমন গিল। তৃতীয় ওভারে ১৫ রান লিন ভারত। ১১ বলে ১০ রান করলেন 🧜গিল। রাহুল ত্রিপাঠী ৫ বলে ৯ রান কর♊লেন।
দ্বিতীয় ওভার ৭/১
দ্বিতীয় ওভারে কোনও রানই কর𝕴তে পারলেন না গিল ও ত🍸্রিপাঠী। মেডেন নিলেন রাজিথা।
প্রথম ওভার ৭/১
প্রথম ওভারে ৭ রান দিয়ে এক উইকেট তুলল শ্রীলঙ্কা♉। দিলশান মধুশঙ্কার বলে ধনঞ্জয় দি সিলভার হাতে ক্যাচ দিলেন ইশান কিষাণ।
আউট
ভারতের প্রথম উইকেটের পতন, আউট হলেন ইশান কিষাণ। ২ বলে ১ রা🍬ন করে আউট হলেন ইশান। ভারতের স্কোর ০.৪ ওভারে ৩/১ রান। মধুশঙ্কার বলে ধনঞ্জয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন তি
টস জিতল ভারত
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ভারত তার প্লেয়িং ইলে꧙ভেনে কোনও পরিবর্তন না করলেও ভানুকা রাজাপক্ষকে বাদ দিয়েছে শ্রীলঙ্কা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।