আহমেদাবাদে ভারতীয় দল নিজেদের ১০০০তম ওয়ান ডেতে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। সেই ম্🧔যাচেই নিজের পুরনো ছন্দে দেখা গেল ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকে। চাহালের স্পিনের জালেই ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার ছত্রভঙ্গ হয়💫। নিকোলাস পুরান, কায়রন পোলার্ড এবং ব্রুকসের উইকেট নেন চাহাল।
২০তম ওভারে প্রথমে পু💛রানকে এলবিডব্লু করে সাজঘরে ফের♛ান চাহান। তারপরেই ছয় নম্বরে ব্যাট করতে আসেন উইন্ডিজ অধিনায়ক পোলার্ড। ৭১ রানে দলের চার উইকেট পড়ে যাওয়ার পর অনেক দায়িত্ব ছিল পোলার্ডের কাঁধে। তবে নিজের প্রথম বলেই চাহালকে কভারের ওপর দিয়ে উড়াতে গিয়ে, গুগলিতে পোলার্ডের অফস্টাম্পই উড়ে যায়। প্রথম বলেই শূন্য রানে সাজঘরে ফিরতে হয় অধিনায়ককে। ঘটনাক্রমে, শূন্য রানে আউট হয়েই এক লজ্জার নজির গড়লেন পোলার্ড।
উইন্ডিজ অধিনায়ক হিসাবে জেসন হোল্ডারের সঙ্গে যুগ্মভাবে সর্বাধিক শূন্য করার রেকর্ড এখন পোলার্ডের দখলে। ওয়ান ডেতে এই নিয়ে পোলার্ড ১৫ নম্বর বার শূন্য রানে আউট হলেন। এর ফলে ব্রায়ান লারা, ডোয়েন স্মিথ এবং ফিল সিমন্সকে টপকে (প্রত্যকেই ১৪ বার শূন্য রানে আউট হয়েছেন) গেলেন পো🧔লার্ড। প্রসঙ্গত, প্রথম ওয়ান ডেতে জেসন হোল্ডারের অর্ধশতরানে ভর করে কোনোক্রমে ১৭৬ রান করে উইন্ডিজ দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।