সিরিজে ভারতীয় দলের দাপট অব্যাহত। ছয় উইকেটে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতে নিল ভারতীয় দল। বল হাতে অভিষেকেই রবি বিষ্ণোই মাত্র ১৭ রান দিয়ে দুই উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে নিকোলাস পুরান ৬১ রানের একটি দারুণ ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ১৫৭-৭ করে উইন্ডিজ। জবাবে রোহিত শর্মার ১৯ বলে ৪০ রানের ইনিংসের সুবাদে শুরুটা বꦆ্যাপক করে ভারতীয় দল। তবে মাঝে রোস্টন চেজ মাত্র ১৪ রান দিয়ে দুই উইকেট নিয়ে ভারতকে বেশ চাপে ফেলে দেন। ইশান কিষাণ ৪২ বলে ৩৫ রান। শেষে পঞ্চম উইকেটে সূর্যকুমার ও বেঙ্কটেশ অপরাজিত ৪৮ রান যোগ ক💖রেন। সূর্য ১৮ বলে ৩৪ রান করেন।
অভিষেকেই ম্যাচ সেরা বিষ্ণোই
অভিষেকে দুরন্ত পারফর্ম করে ম্যাচ সেরা হলেন রবি বিষ্ণোই। তিনি চার ও💃ভারে মাত্র ১৭ রা🤪ন দিয়ে দুই উইকেট নেন।
ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করলেন বেঙ্কটেশ
সাত ব꧙ল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতে নিল ভারতীয় দল। ১৮ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন সূর্যকুমার যাদব। ১৩ বলে ২৪ রান করেন বেঙ্কটেশ আইয়ার।
জয়ের দোরগোড়ায় ভারত
১৮তম ওভারে উঠল ১০ রান। ভারতের🧔 জয়ের জন্য ১২ বলে আর মাত্র ৯ রান চাই।
দুই বলেই খেলা ঘুরিয়ে দিলেন সূর্য
পর পর দু'টি ভাল ওভার করে ম্যাচে ফিরে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। কটরেলে বল করা ১৭তম ওভারও ভালই যাচ্ছিল। তবে ওভারের শেষ দুই বলে চার ও ছয় মেরেই খেলা ঘুরিয়ে দিলেন সূর্য। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ১৩৯-৪। সূর্য ব্যাট করছেন ২৬ রানে (১৩ বলে), বেঙ্কটেশ ৯ রান (৭ বলে)। তিন ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন মাত্র 💦১৯।
ভাল ওভার শেফার্ডের
১৬তম ওভারে মাত্🌠র ছয় রান উঠল। ভাল বল করলেন রোমারিও শেফার্ড। ১৬ ওভার শেষে💫 ভারতের স্কোর ১২৬-৪।
১৫ ওভার ভারতের স্কোর ১২০
১৫ ওভার শেষে ভারতের স্কোর ১২০। ক্রিজে নেমে প্রথম বলেই চার মারেন বেঙ্কটেশ আই﷽য়ার। তিনি খেলছেন ৫ রানে (২ বলে)। অপরদিকে সূর্য খেলছেন ১৩ রানে (৬ বলে)। পাঁচ ওভারে জয়ের জন্য ভারতের দরকার ৩৮ রান।
পন্ত আউট
মাত্র ৮ বলে ৮ রান করে অদ্ভুত শট খেলে আউট হ𒐪লেন এই সিরিজে ভারতের সহ-অধিনায়ক ঋষভ পন্ত। ক্রিজে নতুন ব্যাটার বেঙ্কটেশ আইয়ার। ভারতকে জয়ের জন্য ৩৩ বলে ৪৪ রান করতে হবে।
১৪তম ওভারে এল ৯ রান
শুরুটা বেশ ভালই করেছেন সূর্যকুমার যাদব। ৫ বলে ১২ রানে ব্যাট করছেন তিনি। পন্ত কিছুটা দেখেশুনে খেলছেন। তিনি ৫ বলে ৬ রানে করেছেন। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ১১২-৩। জয়ের জন্য ৩৬ বলে ৪৬ ♑রান করতে হবে ꦍভারতকে।
ইশানের পরের ওভারেই সাজঘরে ফিরলেন বিরাটও
পরপর দুই ওভারে জোর ধাক্কা। ইশান কিষাণের পরের ওভারেই ১৭ রানে (১৩ বলে) আউট হয়ে সাজঘরে ফিরলেন বিরাট কোহলিও। তবে ক্রিজে ব্যাট করতে নেমেই প্রথম দুই বল বাউন্ডারি পার পাঠান সূর্যকুমার যাদব। সেই সৌজন্যেই ১০০-র গণ্ꦛডি টপকাল ভারত। ১৩ 𓄧ওভার শেষে ভারতের স্কোর ১০৩-৩।
ইশান আউট
মাত্র দিন তিনেক আগেই এ মরশুমের আইপিএল নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছিলেন ইশান কিষাণ। তবে তারপর নিজের প্রথম ম্যাচে ৩৫ রান করলেও, তা আসে ৪২ বলে। ক্রিজে নতুন ব্যাটার ঋষভ পন্ত। ১২ ওভা♑র শেষে ভারতের স্কোর ৯৩-২।
১১তম ওভারে উঠল ৯ রান
বিরাট কোহলিকে 📖বেশ ভাল ছন্দে দেখাচ্ছে। বর্তমানে তিনি ১৪ রান (৯ বলে) ব্যাট করছেন। অপরদিকে, ইশান কিষাণ ঠিকঠাক টা🌳ইমিং করতে পারছেন না। তিনি ব্যাট করছেন ৩৩ রানে (৩৮ বলে)। ইনিংসের ১১তম ওভারে উঠল ৯ রান। ১১ ওভার শেষে ভারতের স্কোর ৮৯-১।
ইনিংসের মাঝপথে ভারতের স্কোর ৮০-১
রোস্টন চেজের বোলিং দাপটে ভারতী✱য় দলের রানের গতি অনেকটাই কমে গিয়েছে। এই ওভারে ২৭ বল পরে ইশান কিষাণের ব্যাট থেকে প্রথম বাউন্ডারি আসলেও তাঁর বর্তমান স্কোর ৩০ রান (৩৫ বলে)। বিরাট ব্যাট করছেন ৮ রানে (৬ বলে)। ১০ ওভার শেষে ভারতের স্কোর ৮০-১।
নবম ওভারে এল ৮ রান
রোহিত আউট হ🌺ওয়ার পরের ওভারে আট রান উ🍰ঠল। নয় ওভার শেষে ভারতের স্কোর ৭৩-১।
‘হিটম্যান’ আউট
রোস্টন চেজের গত ওভারের শেষ বলে অল্পের জন্য বোল্ড হতে হতে বেঁচেছিলেন, তবে এই ওভারে আর হল নাꦆ, ৪০ রানে (১৯ বলে) আউট হয়ে সাজঘরে ফিরলেন রোহিত শর্মা। ক্রিজে নতুন ব্যাটার বিꦫরাট কোহলি। আট ওভার শেষে ভারতের স্কোর ৬৫-১। ইশান কিষাণ ব্যাট করছেন ২৩ রানে (২৮ বলে)।
আকিলের ভাল ওভার
ম্যাচের প্রথম ওভ⛦ারে মার খেলেও কামব্যাক ওভারে মাত্র পাঁচটি সিঙ্গেল দিলেন আকিল হোসেন। সাত ওভার শেষে ভারতের স্কোর ৬৩-০।
পাওয়ার প্লেতে উঠল ৫৮ রান
পাওয়ার প্লে শেষে ভারতের স্কোর ৫৮-🎶০। ১৫৮ রান তাড়া করতে নেমে ভারতীয় ওপেনাররা শুরুটা কিন্তু দারুণ করেছেন।
পাঁচ ওভারে ৫০ ভারতের
মাত্র পাঁচ 🌞ওভারে ৫০-র গণ্ডি টপকে গেল ভারতীয় দল। দুর্দান্ত ছন্দে দেখাচ্ছে রোহিত শর্মাকে। ৫ ওভার শেষে ভারতের ꦺস্কোর ৫৭-০। রোহিত খেলছেন ৩৮ রানে (১৫ বলে), ইশানের সংগ্রহ ১৮ রান (১৫ বলে)।
প্রথম ওভারে ২২ রান দিলেন ওডিন স্মিথ
আইপিএলেꦚ ৬ কোটির বিশাল মূল্যে বিক্রি হলেও, টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে প্রথম ওভারে ২২ রান খেলেন ওডিন স্মিথ। ওভারে স্মিথের বিরুদ্ধে দুই ছক্কা হাঁকান রোহিত। চার ওভার শেষে ভারতের স্কোর ৪৪-০। রোহিত খেলছেন ৩৪ রানে (১৩ বলে), ইশানের সংগ্রহ ৯ রান (১১ বলে)।
তৃতীয় ওভারে উঠল ১১
ম্যাচের তৃতীয় ওভারে 🌳দুই চারের সুবাদে মোট ১১ রান করল ভারতীয় দল। তিন 🐟ওভার শেষে ভারতের স্কোর ২২-০।
‘হিটম্যান শো’ শুরু
ব্যাটিং ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে 🦩লম্বা রোমারিও শেফার্ডক💧ে লম্বা ছক্কা হাঁকান ‘হিটম্যান’ রোহিত শর্মা। দুই ওভার শেষে স্কোর ১১-০। রোহিত খেলছেন ৮ রানে (৬ বলে), ইশানের সংগ্রহ ৩ রান (৬ বলে)।
ভারতের রান তাড়া করা শুরু
ইনিংসের প্রথম ওভারে কটরেলকে কিছুটা দেখেই খেলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্🌸মা ও ইশান কিষাণ। প্রথম ওভার শেষে ভারতের স্কোর ৩-০।
শেষ বলে পড়ল উইকেট, ভারতের টার্গেট ১৫৮
শেষ ওভারটা বেশ ভালই বল করলেন হার্যাল প্যাটেল। প্রথম বলেই চার খেলেও মাত্র ১০ রান দেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারি🗹ত ২০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১৫৭ রান তোলে। মায়ের্স ৩১, পোলার্ড ২৪ রান করেন। তবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বাধিক রান করেন ৬১ রান। অভিষেকে দুর্দান্ত বল করেন রবি বিষ্ণোই। ১৭ রানের বিনিময়ে দুই উইকেট নেন তিনি। হার্ষাল প্যাটেলও দুই উইকেট নেন।
১৯তম ওভারে উঠল ১২ রান
ভুবনেশ্বরের 🐎বিরুদ্ধে ইনিংসের ১৯তম ওভারে ১২ রান উঠল। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৪৭-৬।
পুরান আউট
দুর্দান্ত ৬১ রান (৪৩ বলে) করে বড় শট মারতে গিয়ে সাজঘরে ফিরলেন নিকোলাস পুরান। &nb🥀sp;ম্যাচে নিজের প্রথম♋ উইকেট নিলেন হার্ষাল প্যাটেল। ১৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৩৫-৬। ক্রিজে নতুন ব্যাটার ওডিন স্মিথ। পোলার্ড ব্যাট করছেন ৮ রানে (১১ বলে)।
৫০ করলেন পুরান
প্রথম ১৫ ওভারে তেমন রান করলেও গত দুই ওভারে বড় শট মারা শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। গত ওভারে ১২ রান আসার পর ম্যাচের ১৭তম ওভারে চাহালের বিরুদ্ধে ১৭ রান উঠল। ৩৮ বলে ৫০ পূর্ণ করলেন পুরান। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১২৫-৫। পুরান খেলছেন ৫৪ রানে (৩৯ বলে), 🥀পোলার্ড ৬ রানে (৯ বলে)।
১০০-র গণ্ডি টপকাল ওয়েস্ট ইন্ডিজ
১৬ নম্বর ওভারে অবশেষে ১০০ করল ওয়েস্ট ইন্ডিজ। তবে ইতিমধ্যেই পাঁচ উইকেট হারিয়েছে তাঁরা। ১৬ ওভার শেষে স্কোর ১০৮-৫। নিজের প্রথম ম্যাচের শেষ ওভারে ১২ রান দিলেও দুর্দান্ত বোলিং করলেন বিষ্ণোই। চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে দুই উইকেট নেন তিনি। বর্তমানে পুরান ব্যাট করছেন ৪৩ রান (৩৬ বলে), পোল🌱ার্🔯ড ১ রান (৬ বলে)।
১৫ ওভারেও ১০০ পার করতে পারল না উইন্ডিজ
১৫ ওভার খেলা হয়ে গিয়েছে। তবু ১০০ রানে𒁏র গণ্ডি টপকাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। উল্টে তারা ৫ উইকেট হারিয়ে বসে রয়েছে। ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ ৯৬ রান। ক্রিজে রয়েছেন প💛ুরান (৩২ বলে ৩৭ রান) এবং পোলার্ড (৪ বলে ১ রান)।
আকিলকে ফেরালেন চাহার
চাহারের এই ওভারে ১৩ রান নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে চাহার এই ওভারের পঞ্চম বলে আউট করেন আকিল হোসেনকে। ১২ ๊বলে ১০ রান করে চাহারের হাতেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। পরিবর্তে ক্রিজে এসেছেন নতুন ব্যাটার কায়রন ব্যাটার। ৩০ বলে ৩৬ করে লড়াই চালাচ্ছেন নিকোলাস পুরান। ১৪ ওভারে ৫ উইকেট হারিয়🥂ে ৯৪ রান উইন্ডিজের।
১১তম ওভারে জোড়া উইকেট নিল বিষ্ণোই
১১ তম ওভার🐓ের দ্বিতীয় বলে ওয়াইড করেন বিষ্ণোই।ꦚ আর অতিরিক্ত বলে তিনি ফেরান রোস্টন চেজকে। ১০ বলে ৪ রান করে এলবিডব্লিউ হন রোস্টন চেজ। আর পঞ্চম বলে পাওয়েলকে ফেরান বিষ্ণোই। ৩ বলে ২ রান করে বেঙ্কটেশ আইয়ারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন পাওয়েল। ১১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৪ রান ওয়েস্ট ইন্ডিজের।
প্রথম ১০ ওভারে স্পিন জালে হাঁসফাঁস উইন্ডিজ
চাহাল ও বিষ্ণোইয়ের লেগ স্পিনে হাঁসফাঁস অবস্থা ওয়েস্ট ইন্ডিজের। ১০ ওভারে দুই উইকেটের বিনিময়ে উঠল ৭১। চেজ ব্যাট করছেন ৪ রানে (৮ বলে🌠), পুরান করেছেন ২৭ র🦄ান (২৩ বলে)।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ওভার বিষ্ণোইয়ের
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ওভার বল করে মাত্র ৪ রান দেন বিষ্ণোই। চেজের বিরুদ্ধে আউটের জোরদার আপিল হলেও উইকেট অবশ্য পাননি তিনি। আট ওভার শেষে উইন্ডিজ🦋ের স্কোর ৫৫-২। চেজ এখনও খাতা খোলেননি, পুরান ১৬ রানে (১৬ বলে) ব্যাট করছেন।
৫০-র গণ্ডি পেরোলেও দ্বিতীয় উইকেট হারাল উইন্ডিজ
সপ্তম ওভারের প্রথম বলেই দ্বিতীয় উইকেট নেওয়ার উইকেট তৈরি হয়েছিল। তবে মায়ের্সের ক্যাচ ধরলেও, বি🌃ষ্ণোইয়ের পা বাউন্ডারিতে লাগায় তা ছক্কা হয়। কিন্তু শেষ হাসিটা যুজবেন্দ্র চাহালই হাসলেন। মায়ের্সকে ৩১ রানে (২৪ বলে) সাজঘরে ফেরালেন তিনি। ক্রিজে নতুন ব্যাটার রোস্টন চেজ। সাত ওভার শেষে স্কোর ৫১-২।
পাওয়ার প্লে শেষ
প্রথম ওভারেই কিংকে সাজঘর🌌ে ফেরালেন মূলত মায়ের্সের বেশ কয়েকটি বড শটের সুবাদে মোটামুটি ভালই রান করেছে উইন্ডিজ। ৬ ওভার শেষে স্কোর ৪৪-১। মায়ের্স ব্যাট করছেন ৩১ রান (২২ বলে), পুরানের সংগ্রജহ ৮ রান (৯ বলে)।
এখনও পর্যন্ত ইনিংসের সবচেয়ে বড় ওভার
ভুবনেশ্বরের তৃতীয় ওভার তথা ম্যাচের পঞ্চম ওভারে উঠল ১০ রান। মায়ের্স সুন্দর দু'টি চার মা𒀰রেন। পাঁচ ও🐠ভার শেষে উইন্ডিজের স্কোর ৩৫-১।
ছক্কা হাঁকানোর দক্ষতার হালকা ঝলক দিলেন পুরান
আইপিএলে বিশাল মূল্যে বিক্রি হওয়ার পর প্রথমবার ব্যাটিং করতে নেমেছেন নিকোলাস পুরান। ম্যাচের চতুর্থ ওভারে নিজের ছক্কা হাঁকানোর দক্ষতা🐟র হালক🌸া ঝলক দেখালেন পুরান। তাঁর ছয় স্টেডিয়ামের রুফে গিয়ে লাগে। তবে তা সত্ত্বেও চাহারের ওভারে মাত্র সাত রানই করতে পারে উইন্ডিজ। চার ওভারে স্কোর ২৫-১। পুরান খেলছেন ৭ রানে (সাত বলে), মায়ের্সের অবদান ১৩ (১২ বলে)।
আগ্রাসী মায়ের্স
ম্যাচে এখনও অব্দি মায়ের্স বেশিরভাগ বল মিস করলেও, তিনটি চার মারতে সক্ষম হয়েছে। তাঁর বর্তমান স্কোর ১২ (৯ বলে)। অপরদিকে, পুরান ১ রানে (৪ বলে) ব্যাট করছেন। ♑তিন ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৮-১।
আট রান দিলেন দীপক চাহার
ইনিংসের দ্বিতীয় ওভারে দীপক চাহারের বিরুদ্ধে দু'টি চার মারেন মায়ের্স। দুই ওভার শেষে ওয়েস্ট ইಞন্ডিজের স্কোর ১২-🐬১।
প্রথম ওভারেই সাফল্য
প্রথম ওভারের পঞ্চম বলে ব্রেন্ডন কিংকে ৪ রানে সাজঘরে ফেরালেন ভুবনেশ্বর কুমার। ১ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪-১। ক্রিজে মায়ে♔র্সকে সঙ্গ দিতে নতুন ব্যাটার নিকোলাস পুরা🌠ন।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ
ব🐼্রেন্ডন কিং, কাইল মায়ের্স, নিকোলাস পুরান (উইকেট কিপার), রোভম্যান পাওয়েল, কায়রন পোলার্ড (অধিনায়ক), রোস্টন চ♛েজ, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, ওডিন স্মিথ, ফ্যাবিয়ান অ্যালেন, শেলডন কটরেল।
ভারতীয় দলের প্রথম একাদশ
রোহিত শর্ম💧া (অধি🧸নায়ক), ইশান কিষাণ, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), বেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, হার্ষাল প্যাটেল, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহাল।
টসে জিতল ভারত
ট�ꦺ�সে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
বিষ্ণোইয়ের অভিষেক
ভারতের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক ঘটতে চলেছে তরুণ লেগ 🌳স্পিনার রবি বিষ্ণোইয়ের। বিষ্ণোইকে তাঁর ক্যাপ দেন যুজবেন্দ্র চাহাল।
রেকর্ড গড়ার হাতছানি পোলার্ডের সামনেও
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড টি-টোয়ন্টিতে সর্বকালের সেরা ক্রিকেটারদের অন্যতম। তাঁর সামনেও এই সিরিজে রেকর্ড গড়ার হাতছানি রয়েছে। আর মাত্র ৭৫ রান করতে পারলেই মার্লন স্যামুয়েলসকে (১৬১১ রান) টপকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বো༺চ্চ টি-টোয়েন্টি রান করার রেক𒁏র্ড চলে আসবে পোলার্ডের দখলে।
জোড়া বিশ্বরেকর্ডের হাতছানি কোহলির
বিরাট কোহলি গত টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্রামে ছিলেন। সেই সুযোগে নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিল, তাঁকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ꦯরানের মালিক হয়ে যান। তবে আর মাত্র ৭৩ রান করলেই গাপ্তিলকে পিছনে ফেলে পুনরায় সিংহাসন দখল করে ফেলবেন কোহলি। আবার বাবর আজমের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সর্বোচ্চ রানের (৫৪০ রান) রেকর্ডও ভাঙার হাতছানি রয়েছে কিং কোহলির সামনে। তার জন্য প্রয়োজন আর ৪০ রান। রোহিত শর্মার কাছেও অবশ্য এই সুযোগ রয়েছে। বাবররকে টপকাতে তাঁর প্রয়োজন ২২ রান।
ওয়েস্ট ইন্ডিজ দলের আপডেট
বাঁ-দিকের হাঁটুর চোটের সমস্যায় শেষ দুই ওয়ান ডে ম্যাচে মাঠে নামতে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড। দলের দায়িত্ব সামলেছিলেন নিকোলাস পুরান। তবে প্রথম টি-টোয়েন্টির আগে ফিট হয়ে গিয়েছেন পোলার্ড। সম্ভবত প্রথম টি-টোয়েন্টিতেই আবারꦕ তাঁকে দলের নেতৃত্ব দিতে দেখা যাবে।
ভারতীয় দলের আপডেট
এই সিরিজের জন্য ভারতীয় দলের প্রাথমিক টি-টোয়েন্টি স্কোয়াড থেকে এক, দু𒁃ই নয়, তিন তিন ক্রিকেটার চোটের কারণে বাইরে হয়ে গিয়েছেন। লোকেশ রাহুল এবং অক্ষর প্যাটেলের জায়গায় আগেই রুতুরাজ গায়কোয়াড় দলে সুযোগ পেয়েছিলন। ম্যাচের আগের দিনই ওয়াশিংটন সুন্দরও সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তৃতীয় ওয়ান ডেতে ফিল্ডিং করার সময় বাঁ-দিকের হ্যামস্ট্রিংয়ে চোট পান ওয়াশিংটন। তাঁর জায়গায় দলে সুযোগ পেয়েছেন কুলদীপ যাদব।
ভারত-ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক ফর্ম
গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ, দুই প্রাক্তন চ্যাম্পিয়নই সুপার ১২-এই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল। 𓄧তবে তারপরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ জেতে রোহিত ꧑শর্মার ভারতীয় দল। অপরদিকে, ওয়ান ডে সিরিজে ভারতের হাতে হোয়াইটওয়াশ হতে হলেও, নিজেদের গত টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ক্যারিবিয়ানরা। সুতরাং, দুই পাওয়ারহাউস দলের মধ্যে কড়া টক্করের হওয়ার সম্ভাবনা। তবে দুর্ভাগ্যবশত মাঠে বসে এই ম্যাচের সাক্ষী থাকতে পারবেন না সমর্থকরা। ফাঁকা ইডেনেই অনুষ্ঠিত হবে ম্য়াচ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।