জাতীয় সঙ্গীতের সময়ে চুইংগাম চিবিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন বিরাট কোহলি। বছরের শুরুতেই কেপটাউনে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে তৃতীয় ওয়ানডে আ🐼ন্তর্জাতিক ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীতের সময়ে এমন কাণ্ড ঘটিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। যা নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল। তবে সেই ভুল করেননি রাহুল। বৃহস্পতিবার𝓰 ভারত-জিম্বাবোয়ের প্রথম ম্যাচে জাতীয় সঙ্গীত শুরুর ঠিক আগে চুইংগাম মুখ থেকে ফেলে দেন রাহুল। আর এতেই তিনি সকলের মন জয় করে নেন।
আরও পড়ুনꦺ: একಞদা শক্ত গাঁট, সেই জিম্বাবোয়েকে টানা ১৩ ম্যাচে হারিয়ে নজির ভারতের
বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ওডিআই-এ অধিনায়ক হিসেবে কেএল রাহুল প্রথম জয়ের স্বাদ পান। রাহুল এর আগে বেশ কয়েক বার ভারতকে নেতৃত্ব দিলেও, জয় অধরা ছিল। জিম্বাবোয়ের বিপক্ষে প্রথম ওডি🐻আই-এ ব্যাট করার সুযোগ পাননি কেএল রাহুল। তবে তাঁর নেতৃত্বের থেকেও বেশি তাঁর আচরণ নিয়ে নেটপাড়া মুগ্ধ। এর কারণ জাতীয় সঙ্গীতের প্রতি তাঁর শ্রদ্ধা।
আরও পড়ুন: ফিজিয়োর সঙ্গে সময় কাটানোর চেয়ে ৩৬৫ দিনই মাঠে 🐬কাটানো ভালো- দাবি ফুরফুরে রাহুলের
প্রকৃতপক্ষে, প্রথম ওয়ানডে শুরুর আগে জাতীয় সঙ্গীতের জন্য দু🌸ই দলই মাঠে পৌঁছেছিল। সেই সময়ে রাহুল চুইংগাম চিবোচ্ছিলেন। দুই দলই মাঠে নামলে শুরু হয় জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কেএল রাহুল আগেই মুখ থেকে চুইংগাম বের করে ফেলে দেন। এই ঘটনার ভিডিয়ো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। নেটিজেনরা রাহুলের এই আচরণের প্রশংসাই করেছেন।
চোট এবং অস্ত্রোপচারের কারণে প্রায় আড়াই মাস ২২ গজের বাইরে ছিলেন কেএল রাহুল। চোট সারিয়ে ফিট হয়েই জিম্বাবোয়ে সফরের টিমে ঢুকে পড়েন তিনি। প্রথমে এই সফরে তাঁর নাম না থাকলেও, পরে ফিটনেস পরীক্ষায় পাস করলে, তাঁকে শিখর ধাওয়ানের বদলে অধিনায়ক করে দেওয়া হয়। ধাওয়ানকে করা সহ-অধিনায়ক। মা✅ঠে ফিরতে পেরে স্বভাবতই খোশমেজাজে রয়েছেন রাহুল। কারণ মাঠের বাইরে গত আড়াই মাস ধরে রিহ্যাব করা এবং ফ🐓িজিয়োর সঙ্গে সময় কাটনো নাকি একঘেয়ে এবং বিরক্তিকরও।
ম্যাচ শেষে রাহুল তাই বলছিলেন, ‘মাঠে ফিরতে পেরে খুব খুশি। খেলায় 🦂চোট লাগতেই পারে। কিন্তু মাঠের বাইরে থাকাটা খুব কঠিন। প্রতি দিন রিহ্যাব করা খুবই বিরক্তিকর এবং একঘেয়ে। ফিজিয়োর সঙ্গে 🐻সময় কাটানোর চেয়ে বছরের ৩৬৫ দিনই মাঠে কাটানো আমার কাছে অনেক ভাল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।