শুভব্রত মুখার্জি: ইন্ডিয়ান ওপেনের ডাবলস বিভাগের খেতাব জিতল ভারতীয় জুটি চিরাগ রেড্ডি-সাত্তিকসাইরাজ ব়্যাঙ্কিরেড্ডি। ফাইনালে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জুটিকে হারিয়ে এই শিরোপা জিতলেন ভারতীয় জুটি। ইন্দোনেশিয়ার তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জুটি মহম্মদ এহসান এবং হেনড্রা সেতিয়াওয়ান জুটিকে ফাইনালে হারালেন চিরাগ রেড্ডি-সাত্তিকসাইরাজ জুটিﷺ।
৪৩ মিনিটের শ্বাসরুদ্ধকর ল🔴ড়াইতে ফাইনালের শিরোপা জিতল ভারতীয় জুটি। উল্লেখ্য এটিই তাদের প্রথম ইন্ডিয়া ওপেনের শিরোপা জয়। ফাইনাল🦩ে ভারতীয় জুটির স্কোর ২১-১৬ এবং ২৬-২৪। উল্লেখ্য এদিন পুরুষ ডাবলসের খেতাব ভারতীয় জুটি জেতার পাশাপাশি পুরুষ সিঙ্গেলসের খেতাবও জিতেছেন ভারতীয় ব্যাডমিন্টনের নবতম সেনসেশান লক্ষ্য সেন।
এদিন ফাইনালে ৫৪ মিনিটের লড়াইতে শিরোপা জয় নিশ্চিত করেছেন লক্ষ্য। ফাইনালে বিশ্ব🅺 চ্যাম্পিয়নের বিরুদ্ধে দুরন্ত লড়াই করে ইন্ডিয়ান ওপেনের খেতাবের 'লক্ষ্যভেদ' করলেন তিনি। ফাইনালে লক্ষ্য সেনের পক্ষে ফল ২৪-২২,২১-১৭। রবিবাসরীয় দুপুরে বিডব্লুএফ বিশ্ব ট্যুর সুপার ৫০০ সিরিজের প্রতিযোগিতা ইন্ডিয়া ওপেনের ফাইনালে সিঙ্গাপুরের লো-কিন-ইয়ের মুখোমুখি হয়েছিলেন তিনি। ফাইনাল জিতে নিজের ক্যারিয়ারের তৃতীয় খেতাব জিতলেন লক্ষ্য। ২০২২ মরশুমের প্রথম শিরোপা জিতে নিলেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।