ইংল্যান্ড সফরের দলে নেই। ꦛতাই টিম ইন্ডিয়ার বাকি সদস্যদের সঙ্গে কোয়ারান্টাইনে থাকার কোনও প্রশ্ন নেই শিখর ধাওয়ানের। যদিও আইপিএলের পর থেকে বর্তমান করোনা পরিস্থিতির জন্যই বাইরে ঘোরাঘুরি করার খুব একটা ঝুঁকি নেননি গব্বর। তিনি আপাতত বাড়িতেই সময় কাটাচ্ছেন।
ক্রিকেট থেকে দূরে থাকার সময়টায় শিখর ঝালিয়ে নিচ্ছেন নিজের পছন্দের এক স্কিল। ক্রিকেট ছাড়াও ধাওয়🌠ান যে গান-বাজনার চর্চা করেন, সেটা তিনি অনুরাগীদের জানিয়েছিলেন ২০১৯ সালেই। আসলে ২০১৬ সাল থেকেই গুরু বেনুগোপাল জি'র কাছে ধাওয়ান বাঁশি বাজানো শিখছেন, এটা সোশ্যাল মিডিয়ার সূত্রেই অনেকের জানা।
গব্বর এবার অনুরাগীদের সঙ্গে ꦦভাগ করে☂ নিলেন একান্তে বাঁশি বাজানোর কিছুটা মুহূর্ত। ইনস্টাগ্রামে ধাওয়ান বারান্দায় বসে বাঁশি বাজানোর একটি ভিডিও পোস্ট করেন। যেখানে তাঁকে জগজিৎ সিংয়ের একটি জনপ্রিয় গান বাজাতে শোনা যাচ্ছে।
ক্যাপশনে ধাওয়ান লেখেন, ‘আত্মার জন্য সঙ্গীত। শান্ত থাকুন, ইতিবাচ⛄ক থাকুন। আপনারা কি অনুমান করতে পারেন কোন গান এটা?’
ইংল্যান্ড সফরের টেস্ট দলে জায়গা না হলেও শিখর ধাওয়ান ❀অবশ্য জুলাইয়ের শ্রীলঙ্কা সফরে ভারতের সীমিত ওভারের দলে জায়গা করে ন♛িতে চলেছেন। শুধু তাই নয়, কোহলি ও রোহিতের অনুপস্থিতিতে জাতীয় নির্বাচকরা তাঁর হাতেই নেতৃত্ব তুলে দিতে পারেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।