দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ভারতীয় ব্যাটিং দারুণ পারফর্ম করেছিল। নি🌳র্ধারিত ২০ ওভারে চার উইকেটের বিনিময়ে ২১১ রান তোলে ভারত। তবে ডেভিড মিলার-ভ্যান ডার দাসেনের শতাধিক রানের পার্টনারশিপের জেরে সাত উইকেটে ম্যাচ হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে।
সিরিজে ০-১ পিছিয়েই কটকের বারাবাটি স্টেডিয়ামে রবিবার (১২ জুন) দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে ভারতীয় দল। সিরিজে সমতায় ফিরতে মরিয়া ভারতীয় দলে এই ম্যাচে কি কোনও বদল দেখতে পাওয়া যাবে, এখন এটাই বড় প্রশ্ন। উত্তর স🌄ম্ভবত না। প্রথম ম্যাচে ভারতীয় ব্যাটিংয়ের সবথেকে বড় প্রশ্ন, পাওয়ার প্লেতে দ্রুত রান করার জবাব দিয়ে দিয়েছেন রুতুরাজ গায়কোয়াড় ও ইশান কিষাণ।
আরও পড়ুন:- অনুশীলনে দুরন্ত শটে বল পড়ল গ্যালারিতে, পন্ত-পান্ডিয়ার ব্যাটে আসন্ন ঝ꧒ড়ের পূর্বাভাস!
প্রথম ম্যাচে তাঁরা পাওয়ার প্লে-তে ৫১ রান যোগ করেছিলেন। ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়ারা মিডল অর্ডারেও বেশ ভালই করেছেন। তাই ব্যাটিং লাইন আপে কোনওরকম বদলে🔴র বিন্দুমাত্র সম্ভাবনা নেই। সুযোগের জন্য অপেক্ষাই করতে হবে বেঙ্ক🌜টেশ আইয়ারকে।
তবে প্রথম টি-টোয়েন্টিতে ভুগিয়েছে ভারতীয় বোলিং। পাওয়ার প্লেতে ভারতী♛য় বোলাররা দুই উইকেটের বিনিময়ে ৬১ রꦅান দেওয়ার পর, শেষ পাঁচ ওভারেও ৫৬ রান লুটিয়েছেন। তাই দ্বিতীয় টি-টোয়েন্টিতে বদল ঘটলে বোলিং বিভাগেই ঘটতে পারে। আইপিএলে আগুনে বোলিংয়ে সকলকে মোহিত করা উমরান মালিককে নিয়ে সমর্থকরা ভীষণ উচ্ছ্বসিত। তবে সম্ভবত এই ম্যাচেও তাঁর অভিষেক ঘটছে না।
আরও পড়ুন:- আনা যাবে না জলের বোতল, পরতে হবে মাস্ক, কটকে 🐈🎉দর্শকদের মানতে হবে গাদাখানেক নিয়ম
ভারতীয় ডেথ বোলিংয়ে রয়েছে সমস্যা। আর এই ডেথ বোলিংয়েই আইপিএলে প্রভাবিত করেছেন অর্শদীপ সিং। তাই বোলিং বিভাগে বদল ঘটলে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে বসতে হতে পারে আবেশ খান। তবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচে𒁏 ব্যর্থতার পরেই কাউকে ভারতীয় দল বসিয়ে দেবে, এমনটা সচরাচর হয় না। তাই দ্বিতীয় টি-টোয়েন্টিতে অপরিবর্তিত দল নিয়েই সম্ভবত মাঠে নামবে ভারত।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের সম্ভাব্য় একাদশ:-
রুতুর♊াজ গায়কোয়াড়, ইশান কিষাণ, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (অধিনায়ক/উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হার্ষাল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।