শুভব্রত মুখার্জি: নিউজিল্যান্ডের মাটিতে বছরের প্রথমদিকে অনুষ্ঠিত আইসিসি আয়োজিত মহিলা বিশ্বকাপের অভিযান একেবারেই ভালো যায়নি ভারতীয় দলের। মিতালি রাজের নেতৃত্বাধীন ভারতীয় দল গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিয়েছিল। বিশ্বকাপের সেই হতাশা, ব্যর্থতার মেঘ যেন ভারত কিছুটা হলেও কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে চলতি শ্রীলঙ্কা সফরে। সেখানে নয়া অধিনায়িকা হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল শ্রীলঙ্কাকে ২-১ ফলে হারিয়ে টি-২০ সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছে। আর এই খুশির আবহেই ভারতীয় মহিলা ক্রিকেটের সমর্থকদের জন্য এল আরও এক খুশির খবর। সদ্য প্রকাশিত আইসিসির মহিলা টি-২০ রাঙ্কিংয়ে উন্নতি ঘটল🌊 ভারতীয় বোলার রাধা যাদবের।
প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত যে সিরিজ জিততে সমর্থ হয়েছে তার অন্যতম প্রধান কারণ রাধা যাদবের বোলিং। বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেন রাধা। আর তার এই পারফরম্যান্সের দরুণ তিনি সদ্য⛦ প্রকাশিত আইসিসির মহিলা টি-২০ রাঙ্কিংয়ে উঠে এলেন ১৩ নম্বরে। আগের ব়্যাঙ্কিং দেখলে নয়া প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে সাত ধাপ উঠে এসেছেন রাধা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত যে সিরিজ ২-১ ফলে জিতেছে সেই সিরিজের তিন ম্যাচে চার উইকেট নিয়েছেন রাধা। পাশাপꦜাশি যথেষ্ট ইকোনমিক্যাল বোলিংও করেছেন তিনি। সেই কারণেই ব়্যাঙ্কিংয়ে তার এই অভূতপূর্ব উন্নতি।
অপরদিকে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচে ব্যাট হাতে ১৩৯ রান করেছিলেন চামারি আতাপাত্তু। শ্রীলঙ্কার অধিনায়িকার ব্যাটিং দাপটেই তারা তৃত💞ীয় টি-২০ ম্যাচ জিতেছিল। তার পুরস্কারস্বরূপ তিধি তার কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিং পেলেন। 🌜ব্যাটারদের তালিকায় উঠে এলেন সাত নম্বরে। অলরাউন্ডারদের লিস্টেও দুধাপ এগিয়ে চামারি আতাপাত্তু উঠে এসেছেন সাত নম্বরে। ব্যাটারদের তালিকায় চার নম্বরে রয়েছেন ভারতের স্মৃতি মন্ধানা, ১৪ নম্বরে রয়েছেন জেমাইমা রদ্রিগেজ, ১৮ নম্বরে রয়েছেন অধিনায়িকা হরমনপ্রীত কৌর। বোলারদের মধ্যে ৩২ থেকে ৩০-এ উঠে এসেছেন পূজা ভস্ট্রকার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।