বাংলা নিউজ > ময়দান > IND vs AFG Super 4: কোহলির একার রানই ছুঁতে পারল না আফগানিস্তান, বিরাট জয় ভারতের
ভুবিকে অভিনন্দন সতীর্থদের। ছবি- এপি (AP)

IND vs AFG Super 4: কোহলির একার রানই ছুঁতে পারল না আফগানিস্তান, বিরাট জয় ভারতের

প্রায় তিন বছর পরে আন্তর্জাতিক শতরান বিরাট কোহলির, বল হাতে একাই ৫ উইকেট নিলেন ভুবনেশ্বর কুমার।

ফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল ভারত। তবে টিম ইন্ডিয়ার 💧কাছে চলতি এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল অন্য কারণে। আসলে টি-২০ বিশ্বকাপের আগে যথাযথ কম্বিনেশন নির্ধারণের ক্ষেত্রে ক্রিকেটারদের যাচাই করার বিষয়টি মহাগুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। এই ম্যাচটিতে নিতান্ত চাপমুক্ত হয়ে মাঠে নামে বলেই প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার সুযোগ পেয়ে যায় টিম ইন্ডিয়া।

08 Sep 2022, 11:03:34 PM IST

ম্যাচের সেরা কোহলি

১২টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৪১ বলে ১২২ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ম্য়াচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন বিরাট কোহলি। ৪ রানে ৫ উইকেট নিয়েও আড়ালে 🐎থেকে যেতে হয় ভুবনেশ্বর কুমারকে।

08 Sep 2022, 10:54:53 PM IST

১০১ রানে জয় ভারতের

ভারতের ২ উইকেটে ২১২ রানের জবাবে ব্যাট করতে নেমে আফগানꦬিস্তান ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১১ রান তোলে। ১০১ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। ইব্রাহিম ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫৯ বলে ৬৪ র෴ান করে অপরাজিত থাকেন। উল্লেখযোগ্য বিষয় হল, কোহলি এই ম্যাচে একাই ১২২ রান করেন। সুতরাং আফগানিস্তানের সব ব্যাটসম্যান মিলে কোহলির একার রানই ছুঁতে পারেননি।

08 Sep 2022, 10:40:05 PM IST

কার্তিকের ওভারে ১৮ রান

শেষ ওভারে বল করতে আসেন দীনেশ কার্তিক। তিনি ১৮ রান খরচ করেন ওভারে। 🌺২টি ছক্কা মারেন ইব্রাহিম। তিনি এই ওভারেই ব্যক্তিগত🔥 অর্ধশতরান পূর্ণ করেন।

08 Sep 2022, 10:36:36 PM IST

শেষ ওভারে আফগানিস্তানের দরকার ১২০ রান

১৯ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৮ উইকেটে ৯৩ রান। জয়ের জন্য শেষ ওভারে তাদের দরকার ১২০ রা𝓡ন। ৪৬ রান করেছেন ইব্রাহিম। অক্ষর প্যাটেল ৪ ওভারে ২৪ রান খরচ করেছেন। কোনও উইকেট পাননি ত🧔িনি।

08 Sep 2022, 10:32:18 PM IST

মুজিবকে ফেরালেন অশ্বিন

১৭.৪ ওভারে অশ্বিনের ক্যারম বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মুজিব উর রহমান। ২টি চার ও ১টি ছক্কার সাহাযꦇ্যে ১৩ বলে ১৮ রান করে মাঠ ছাড়েন তিনি। আফগানিস্তান ৮৭ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ফরিদ আহমেদ। অশ্বিন ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।

08 Sep 2022, 10:29:37 PM IST

চাহারের বোলিং কোটা শেষ

চাহার ৪ ওভারে ২৮ রান করচ করেন।♏ যদিও কোনও উইকেট পাননি তিনি। ১৭ ওভারে আফগানিস্তানের সংগ্👍রহ ৭ উইকেটে ৮০ রান। ইব্রাহিম ৪১ রানে ব্যাট করছেন।

08 Sep 2022, 10:25:36 PM IST

ব্যাট চালাচ্ছেন মুজিব

১৬তম ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে ১টি চার ও ▨১টি ছক্কা মারেন মুজিব উর রহমান। ওভারে মোট ১০ রান ওঠে🅠। আফগানিস্তানের স্কোর ৭ উইকেটে ৭৩ রান। মুজিব ১৩ ও ইব্রাহিম ৩৫ রানে ব্যাট করছেন।

08 Sep 2022, 10:16:46 PM IST

রশিদের উইকেট তুলে নিলেন হুডা

দীপক হুডাকে গত ২টি ম্যাচে বোলিং করাননি রোহিত শর্মা। লোকেশ রাহুল এই ম্যাচে ১৪তম ওভারে তাঁর হাতে বল তুলে 🦩দেন। তিনি প্রথম বলেই তুলে নেন রশিদ খানের উইকেট। ১৩.১ ওভারে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়ার আগে ১৯ বলে ১৫ রান করেন রশিদ। আফগানিস্তান ৫৪ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মুজিব উর রহমান। ১৪ ওভারে আফগানি🦹স্তানের স্কোর ৭ উইকেটে ৫৭ রান।

08 Sep 2022, 10:14:21 PM IST

৫০ টপকাল আফগানিস্তান

১৩তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় আফগানিস্তান। তাদের সংগ্রহ ৬ উইকেটে ৫৪ রান। ই❀ব্রাহিম জাদরান ২৯ ও রশ𒐪িদ খান ১৫ রানে ব্যাট করছেন।

08 Sep 2022, 10:04:35 PM IST

অর্ধেক ইনিংস শেষ

১০ ওভারের খেলা শেষ। আফগানিস্তান ৬ উইকেট হারিয়ে ৩৪ রান সংগ্রহ করেছে। জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের দরকার ১৭৯ রান। ইব্রাহিম জাদরান ২টি বাউন্ডারির সাহায🎶্যে ২৮ বলে ২০ রান করেছেন। 

08 Sep 2022, 09:52:07 PM IST

৫ উইকেট ভুবনেশ্বরের

৬.৫ ওভারে ভুবনেশ্বরের বলে দীনেশ কার্তিকের হাতে ধরা পড়েন আজমতউল্লাহ। ম্যাচে ভুবির এটি পাঁচ নম্বর উইকেট। ৬ বলে ১ রান করেন আজমত। আফগানিস্তা♏ন ২১ রানে ৬ উ🅠ইকেট হারায়। ব্যাট করতে নামেন রশিদ খান। ভুবির মেডেন ওভার নেন। তিনি ৪ ওভারে ১টি মেডেন-সহ ৪ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন।

08 Sep 2022, 09:47:57 PM IST

নবিকে ফেরালেন অর্শদীপ

৫.৫ ওভারে অর্শদীপ সিংয়ের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন মহম্মদ নবি। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৭ রান করেন আফগান অধিনায়ক। আফগানিস্তান ২০ রানে ৫ উইকেট হাౠরায়। ব্যাট করতে নামেন আজমতউল্লাহ ওমরজাই। পাওয়ার প্লের ৬ ওভারে আফগানিস্তানের স্কোর ৫ উইকেটে ২১ রান। ভুবনেশ্বর ৩ ওভারে ৪ রান খরচ করে ৪ উইকেট নিয়েছে🐬ন। অর্শদীপ ১ ওভারে ২ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

08 Sep 2022, 09:32:55 PM IST

ভুবির চতুর্থ শিকার নাজিবউল্লাহ

২.৬ ൩ওভারে ভুবনেশ্বরের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন নাজিবউল্লাহ জাদরান। ২ বল খেলে খাতা খুলতে পারেননি নাজিব। আফগানিস্তান ৯ রানে ৪ উইকেট হারায়। ভুবির এটি ম্যাচে চতুর্থ শিকার। ২ ওভারে ৩ রান খরচ করে ৪টি উইকেট নেন ভুবনꦓেশ্বর। ব্যাট করতে নামেন মহম্মদ নবি।

08 Sep 2022, 09:32:04 PM IST

করিমকে ফেরালেন ভুবি

২.৪ ওভারে ভুবনেশ্বর কুমারের বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন করিম জানাত। ৪ বলে ২ রান করে মাঠ ছাড়েন করিম। আফগানিস্তান ৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন না🍬জিবউল্লাহ জাদরান।

08 Sep 2022, 09:26:20 PM IST

প্রথম ওভারে জোড়া উইকেট ভুবির

প্রথম ওভারের শেষ বলে র♒হমানউল্লাহ গুরবাজকে বোল্ড করে সাজঘরে ফেরান ভুবনেশ্বর কুমার। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন রহমাউল্লাহ। ১ রানে ২ উইকেট হারায় আফগানিস্তান𒅌। ব্যাট করতে নামেন করিম জানাত।

08 Sep 2022, 09:22:54 PM IST

প্রথম ওভারেই উইকেট ভুবির

রহমানᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚউল্লাহ গুরবাজকে সঙ্গে নিয়ে আফগানিস্তানের হয়ে ওপেন করতে নামেন হজরতউল্লাহ জাজাই। বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার। প্রথম ওভারের চতুর্থ বলে হজরতউল্লাহকে এলবিডꦍব্লিউ-র ফাঁদে জড়ান ভুবি। ৪ বল খেলে খাতা খুলতে পারেননি হজরতউল্লাহ। আফগানিস্তান খাতা খোলার আগেই ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইব্রাহিম জাদরান।

08 Sep 2022, 09:03:47 PM IST

২০০ টপকে আফগানিস্তানকে বিরাট টার্গেট ভারতের

নির্ধারিত𓃲 ২০ ওভারে ভারত ২ উইকেটের বিনিময়ে ২১২ রান সংগ্রহ করে। সুতরাং, জয়ের জন্য আফগানিস্তানের দরকার ২১৩ রান। কোহলি ১২টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৬১ বলে ১২২ রানে অপরাজিত থাকেন। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ২০ রান করে নট-আউট থাকেন ঋষভ পন্ত।

08 Sep 2022, 09:02:11 PM IST

ঝোড়ো সেঞ্চুরি কোহলির

১১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫৩ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন বিরাট কোহলি। প্রায় ৩ বছর পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফের শতরান করলেন বিরাট। এটি তাঁর কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-২০ শতরান এবং সার্🔯বিকভাবে ৭১ নম্বর আন্তর্জাতিক সেঞ্চুরি।

08 Sep 2022, 08:52:34 PM IST

ফারুকির ওভারে ১৫ রান

১৮তম ওভারে ফারুকির বলে ২টি চার মারেন কোহলি। ওভারে মোট ১৫ রান ওঠে। ভারতের স্কোর ২ উই🦋কেটে ১৭৫ রান। 🐻কোহলি ৯০ রানে ব্যাট করছেন। পন্ত ব্যাট করছেন ১৫ রানে।  

08 Sep 2022, 08:44:14 PM IST

জীবনদান পেলেন পন্ত

১৭তম ওভারে ফরিদের তৃতীয় বলে পন্তের ক্যাচ ছাড়েন মুজিব। সেই বলে চার রান পেয়ে যায় ভারত। ওভারের শেষ ২টি বলে পরপর ২টি চার মারেন কোহলি। ওভারে মোট ১৫ রান ওঠে। ভারতের স্কোর ২ উইকেটে ১৬০ রান। কোহলি ৪৬ বলে 🌳৭৭ রান করেছেন। তিনি ৮টি চার ও ৩টি ছক্কা মেরেছেন। পন্ত ১৪ 🍸রানে ব্যাট করছেন।

08 Sep 2022, 08:40:40 PM IST

রশিদের বলে ছক্কা হাঁকালেন কোহলি

১৬তম ওভারে ꦫবল করতে আসেন রশিদ খান। ওভারের পঞ্চম বলে ছক্কা মারেন বিরাট। ওভারে মোট ১১ রান ওঠে। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১৪৫ রান। কোহলি ৪৩ বলে ৬৮ রান করেছেন। রশিদ ৪ ওভারে ৩৩ রান খরচ করেন। কোনও উইকেট পাননি।

08 Sep 2022, 08:37:10 PM IST

বোলিং কোটা শেষ মুজিবের

মুজিব উর রহমান নিজের ৪ ওভারে বোলিং কোটায় ২৯ রান খ✃রচ করেন। যদিও কোনও উইকেট নিতে পারেননি তিনি। ১৫ ওভার শেষে ভারতের স্কোর๊ ২ উইকেটে ১৩৪ রান। কোহলি ৫৯ রানে ব্যাট করছেন।

08 Sep 2022, 08:33:45 PM IST

রশিদের ওভারে ৫ রান

১৪তম ওভারে রশিদ খানের বলে ৫ রান সংগ্রহ করে ভারত। ১টি চার মারেন ঋষভ পন্ত। টিম ই🍌ন্ডিয়ার সংগ্রহে রয়েছে ২ উইকেটে ১৩০ রান।

08 Sep 2022, 08:29:01 PM IST

সূর্যকুমার যাদব আউট

ক্রꦿিজে এসে প্রথম বলেই স্কুপ শটে ছক্কা মারেন সূর্যকুমার যাদব। তবে পরের বলে (১২.৬ ওভার) বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। ১৩তম ওভারে জোড়া ছক্কা হজম করলেও ২টি উইকেট তুলে নেন ফরিদ। ভারতের স্কোর ২ উইকেটে ১২৫ রান। কোহলি ৫৬ রানে ব্যাট করছেন। 

08 Sep 2022, 08:27:34 PM IST

লোকেশ রাহুল আউট

১২.৩ ওভꦺারে ফরিদের বলে দুর্দান্ত ছক্কা মারেন লোকেশ রাহুল। পরের বলে (১২.৪ ওভার) ফের ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে নাজিবউল্লাহর হাতে ধরা পড়েন রাহুল।

08 Sep 2022, 08:20:11 PM IST

হাফ-সেঞ্চুরি রাহুলের

৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লোকেশ রাহুল। নবির ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে জোড়া বাউন্ডারি মারেন রাহ💙ুল। শেষ বলে চার মারেন বিরাট কোহলি। ওভারে মোট ১৬ র𒁏ান ওঠে। ১২ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ১১১ রান। কোহলি ও রাহুল দু'জনেই ব্যক্তিগত ৫৫ রানে ব্যাট করছেন।

08 Sep 2022, 08:17:31 PM IST

ঝোড়ো হাফ-সেঞ্চুরি কোহলির

৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি। ১১ ও𒀰ভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৯৫ রান। কোহলি ৫০ ও൲ রাহুল ৪৪ রানে ব্যাট করছেন।

08 Sep 2022, 08:11:36 PM IST

অর্ধেক ইনিংস শেষ

১০ ওভারের খেলা শেষ। অর্ধেক ইনিংস শেষে ভারতের দলগত 🔜ꩲসংগ্রহ বিনা উইকেটে ৮৭ রান। লোকেশ রাহুল ৩২ বলে ৪২ রান করেছেন। ২৮ বলে ৪৪ রান করেছেন বিরাট কোহলি।

08 Sep 2022, 08:08:58 PM IST

রশিদের বলে বাউন্ডারি কোহলির

নবম ওভারেꦯ রশিদ খানের চতুর্থ বলে তার মারেন কোহলি। ওভারে মোট ৮ রান ওঠে। ৯ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ৮০ রান। কোহলি ৪২ ও রাহুল ৩৭ রানে ব্যাট করছেন।

08 Sep 2022, 08:05:10 PM IST

জীবনদান পেলেন কোহলি

অষ্টম ওভারে মহম্মদ নবির তৃতীয় বলে 🍸বাউন্ডারি লাইনে বিরাট কোহলির ক্যাচ ছাড়েন ইব্রাহিম। এক হাতে ক্যাচ ধরতে গিয়ে ছক্কা উপহার দেন ফিল্ডার। ওভারে মোট ১১ রান ওঠে। ৮ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ৭২ রান। কোহলি ৩🌜৬ ও রাহুল ৩৫ রানে ব্যাট করছেন।

08 Sep 2022, 08:02:20 PM IST

রশিদকে ছক্কা হাঁকালেন রাহুল 

সপ্তম ওভারে বল করতে আসেন রশ🍎িদ খান। চতুর্থ বলে ছক্কা মারেন লোকেশ রাহুল। ওভারে মোট ৯ রান ওঠে। ভারতের স্কোর বিনা উইকেটে ৬১ রান। রাহুল ৩৩ജ ও কোহলি ২৭ রানে ব্যাট করছেন।

08 Sep 2022, 07:57:22 PM IST

৫০ টপকাল ভারত

পাওয়ার প্লেতেই দলগত ৫০ রানের গণ্ডি টপকে গেল ভারত। ষষ্ঠ ওভারে মুজিব উর রহমানের বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন কোহলি। ওভারে মোট ১৫ রান ওঠে। ৬ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৫২ রান।𒅌 কোহ☂লি ১৬ বলে ২৫ রান করেছেন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন। রাহুল ৪টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ২৬ রান করেছেন। 

08 Sep 2022, 07:55:00 PM IST

ফরিদের ওভারে জোড়া বাউন্ডারি রাহুলের

পঞ্চম ওভ🍬ারে ফরিদের বলে ২টি চার মারেন লোকেশ রাহুল। ওভারে মোট ৯ রান ওঠে। ৫ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৩৭ রান। রাহুল ২৬ ও কোহলি ১০ রানে ব্যাট করছেন।

08 Sep 2022, 07:48:22 PM IST

মুজিবের ওভারে ৭ রান

চতুর্থ ওভারে মুজিব ৭ রান খরচ করেন। শেষ বলে বাউন্ডারি মারেন রাহুল। ৪ ওভারে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ২৮ রান। রাহꦅুল ১৮ রানে ব্যাট করছেন।

08 Sep 2022, 07:44:58 PM IST

ফারুকির ওভারে জোড়া বাউন্ডারি

তৃতীয় ♈ওভারে ফজলহক ফারুকির দ্বিতীয় বলে চার মারেন লোকেশ রাহুল। চতুর্থ বলে চার মারেন কো🧸হলি। ওভারে মোট ১২ রান ওঠে। ৩ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ২১ রান। কোহলি ৭ ও রাহুল ১৩ রানে ব্যাট করছেন।

08 Sep 2022, 07:41:30 PM IST

মুজিবের ওভারে ৩ রান

দ্বিতীয় ওভারে বল করতে আসেন মুজিব উর রহমান। তাঁর ওভারে ২টি সিঙ্গল নেন রাহুল। ১টি সিঙ্গল নেন কোহলি। ওভারে মোট ৩ রান ওঠে। ২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৯ রান। রাহুল ৬ রানে ব্যাট করছেꦆন।

08 Sep 2022, 07:31:34 PM IST

কোহলিকে নিয়ে ওপেনে রাহল

বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন লোকেশ রাহুল। বোলিং শুরু করেন ফজলহক ফারুকি। প্রথম বলে ২ রান নিয়ে খাতা খোলেন রাহুল। প্রথম ওভারে ৬ রান ওঠে। কোনও উইকেট হারায়নি ভার♎ত।

08 Sep 2022, 07:22:00 PM IST

আফগানিস্তানের প্রথম একাদশ

হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, নাজিবউল্লাহ জাদরান, মജহম্মদ নবি (ক্যাপ্টেন), করিম জানাত, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ আহমেদ, মুজিব উর রহমান ও ফজলহ🍸ক ফারুকি। 

08 Sep 2022, 07:19:07 PM IST

ভারতের প্রথম একাদশ

লোকেশ রাহুল (ক্যাপ্টেন), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), দীপক হুডা, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন💃্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর🔯 কুমার, দীপক চাহার ও অর্শদীপ সিং।

08 Sep 2022, 07:07:52 PM IST

তিনটি বদল ভারতের

আফগানিﷺস্তান ম্যাচের প্রথম একাদশে ৩টি বদল করে ভারত। রোহি🍨ত ছাড়া দুই সিনিয়র তারকা হার্দিক পান্ডিয়া ও যুজবেন্দ্র চাহালকে বিশ্রামে দিয়েছে টিম ইন্ডিয়া। পরিবর্তে দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল ও দীপক চাহার দলে ঢুকেছেন। উল্লেখ্য, চাহার অসুস্থ আবেশ খানের বদলে ভারতের স্কোয়াডে ঢোকেন।

08 Sep 2022, 07:02:21 PM IST

টস হারল ভারত

আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচেও টস হারল ভারত। টস জিতে আফগান দলনায়ক মহম্মদ নবি প্রত্যাশা মতোই শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান টিম ইন্ডিয়াকে। সুতরাং, দুবাইয়ে ফের শুরুতে ব্যাট করতে নামবে টিম ইন্ডিয়া। রাহুল অবশ্য জানালেন যে, টস জিতলে তি൲নি ব্যাটিং করার সিদ্ধান্তই নিতেন।

08 Sep 2022, 07:01:26 PM IST

ভারতের নেতৃত্বে রাহুল

রোহিত শর্মা নেই। আফগানিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের শেষ 🐠ম্যাচে ভারতকে নেতৃত্ব দিতে নামলেন লোকেশ রাহুল। মহম্মদ নবির সঙ্গে টস করতে নামলেন লোকেশ। টি-২০ বিশ্বকাপের আগে শরীর তরতাজা রাখতে নিজেই বিশ্রাম নিয়েছেন হিটম্যান, টসের পরে এমনটাই জানালেন🤡 রাহুল।

08 Sep 2022, 06:36:15 PM IST

নতুন পিচে খেলা হবে ম্যাচ

ভারত বনাম আফগানিস্তান ম্যাচ꧋ খেলা হবে নতুন পিচে। বাইশগজে ঘাস রয়েছে। তবে সঞ্জয় মঞ্জরেকর দাবি, স্পিনার ও পেসার, ꦰদু'জনদের জন্যই বাইশগজ কার্যত সমান আচরণ করবে। যদিও ব্যাটসম্যানরা প্রচুর রান তুলবেন বলে মত সঞ্জয়ের। তিনি আশা করছেন, প্রথমে ব্যাট করা দল অন্তত ১৮০ রান তুলবে এই পিচে।

08 Sep 2022, 05:57:45 PM IST

মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ভারত

টি-২০ ফর্ম্যাটে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে ৩টি ম্যাচ খেলেছে। ৩টি ম্যাচেই জিতেছে টিম ইন্ডিয়া। সুতরাং আফগানদের বিরুদ্ধে আধিপত্য বজায় রাখতে চাই𝔉বে𒀰ন রোহিত শর্মারা।

08 Sep 2022, 05:25:48 PM IST

দীনেশ কার্তিককে মাঠে নামাতে পারে ভারত

আফগানিস্তানের বিরু𓄧দ্ধে শেষ ম্যাচে ভারত তাদের প্রথম একাদশে রদবদল করতে পারে। বাদ পড়তে পারেন ঋষভ পন্ত। পরিবর্তꦍে টিম ইন্ডিয়া দলে ফেরাতে পারে দীনেশ কার্তিককে।

08 Sep 2022, 05:08:44 PM IST

ফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে দু'দল

ভারত ও আফগানিস্তান, উভয় দলই চলতি এশিয়া কাপের সুপার ফোরে ২টিꦿ করে ম্যাচে পরাজিত হয়েছে। অন্যদিকে শ্রীলঙ্কা ও পাকিস্তান নিজেদ🦩ের ২টি করে ম্যাচ জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। স্বাভাবিকভাবেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে ভারত-আফগানিস্তানের।

08 Sep 2022, 04:54:04 PM IST

ভয়ডরহীন আগ্রাসী ক্রিকেট উপহার দিতে পারে উভয় দল

রোহিত শর্মার নেতৃত্বে মাঠে নামা ভারতীয় দলের মূলমন্ত্রই হল আগ্রা🧸সী ক্রিকেট। যদিও পরিস্থিতির নিরিখে সবসময় সেটা চোখে পড়ে না। তবে আফগানিস্তানের বিরুদ্ধে নিছক নিয়মরক্ষার ম্যাচে ভরডরহীন ক্রিকেট উপহার দিতে পারে টিম ইন্ডিয়া। আফগানিস্তানও চলতি এশিয়া কাপে দুর্দান্ত লড়াই উপহার দিয়েছে। তাই বিশ্বকাপের আগে ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে নজরকাড়া ক্রিকেট খেলতে চাইবেন মহম্মদ নবিরাও।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

আনুগত্য খুবই দামি…সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক💖 পোস্ট নীতীশ পত্নীর, টার্গেট KK꧅R? বছ꧙র ঘোরার আগে এই অভিনেত্রীকে ডিভোর্স, আলাদা দেবলীনা! ‘ওরা সবাই এখনো…’, বলল তথাগত ম🔥াখানা পুরুষের জন্য আশীর্🐷বাদের মতো, দুধে মিশিয়ে খেলে কী কী উপকার পাবেন প্রতিবাদীদের পাশে থাকার মাশুল? শান্তনু সেনের নিরাপত্তা প্রত্যꦫাহার কর൲ল রাজ্য ‘কত মহিলা কা𒈔ঞ্চনের জন্য কাঁদে জানো?♚’ ‘রোগা’ বরের জন্য পাগল মেয়েরা, দাবি শ্রীময়ীর World Chess Championship: ফাইনালে ভার💜ত বনাম চিন! লিরেনের কাছে ০-১ পিছিয়ে🌞 গুকেশ হোয়াইট হাউসে ঢু🌊কেই ট্রুডোর কানাডার বিরুদ্ধে পদক্ষেপ🍬, বড় ঘোষণা ট্রাম্পের আমল🐻কি এভাবে খাচ্ছেন? ওজন কমার বদলে বেড়েও যেতে পারে! জেনে নিন সঠিক কায়দা গরুপাচার করতে গিয়ে মুর্শিদাবাদে জলে ড𓂃ুবে মৃত্যু পাচারকারী🧜র শনির প্রভাবে কাদের হবে ভাগ্যোদয়? কারা পড়বে সঙ্কটে? কী বলছে জ্যো🥀তিষ মত🐓 দেখে নিন

Women World Cup 2024 News in Bangla

AI দিয়ে মহিলা ক্রিকেটারদের সোশ্যা🍸ল মিডিয়ায় ট🌟্রোলিং অনেকটাই কমাতে পারল ICC গ্রুপ স্টেজ থেকে বিদায় নিলেও ☂ICCর সেরা মহিলা একাদশে ভারতের হরমনপ্রীত! বাকি কারা? বিশ্বকাপ জিতে নিউজিল্যান্ডের আয় সব থেকে বেশি, ভারত-সহ ১০টি দল কত 🗹টাকা হাতে পেল? অলিম্পিক্সে বাস্কেটবল খেলেছেন, এবার নিউজিল্যান্ডকে T2🌱0 বিশ্বকাপ জেতালেন এই তারকা রবিবারে খেলতে চান না বলে টেস্ট ছাড়ে𝓡ন দাদু, নাতনি অ্যামেলিয়া বি🗹শ্বকাপের সেরা বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল নিউজিল্যান্ড? টুর্নামেন্টের সেরা কে?- পুরস্🐻কার মুখোমুখি লড়াইয়𒊎ে পাল্লা༒ ভারি নিউজিল্যান্ডের, বিশ্বকাপ ফাইনালে ইতিহাস গড়বে কারা? ICC T20 WC ইতিহাসꦿে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারাল দক্ষিণ আফ্র🐽িকা জেমিমা🦩🌺কে দেখতে পারে! নেতৃত্বে হরমন-স্মৃতি নয়, তারুণ্যের জয়গান মিতালির ভিলেন নেট রান-রেট, ভালো খেলেও বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে কান্🐲নায় ভেঙ𒁏ে পড়লেন নাইট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.