শুভব্রত মুখার্জি
অ্যাডিলেড টেস্টে ব্যাট হাতে দ্ব🐼িতীয় ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানদের ব্যর্থতার পরে দ্বিতীয় টেস্টে প্রথম একাদশে সুযোগ পেয়েছেন শুভমন গিল। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে প্রথম দিনের শেষবেলায় এবং দ্বিতীয় দিনের শুরুতে অভিষেক ইনিংসে শুভমন গিল যেভাবে ব্যাট করেছেন, তা নজর কেড়েছে বিশেষজ্ঞদের। প্রতিকূল পরিস্থিতিতে কিছুটা ভাগ্যের সহায়তা পেলেও তাঁর খেলায় ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের মধ্যে অন্যতম অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রা।
রবিবার ওপেনার গিল ৬৫ বলে ৪৫ রান করে আউট হন। পঞ্জাবের ব্যাটসম্যানের অভিষেক ম্যাচে ব্যাটিংয়ে🍌 খুশি ভক্তরা। কলকাতা নাইট রাইডার্সের সতীর্থ প্যাট কামিন্সের বলে আউট হন তিনি। তবে আউট হওয়ার ধরনে কিছুটা হতাশ ভক্তরা। কামিন্সের বলে সেভাবে পা নড়াচড়া করেনি গিলের। শরীর থেকে দূরে খেলতে গিয়ে আউট হয়ে যান।
গিলের ব্যাটিংয়ে মুগ্ধ ম্যাকগ্রা বলেন, ‘গিলকে একদিনের ক্রিকেটে যখন প্রথম দেখি মনে হয়েছিল, ওর টেকনিক 🔯খুব ভালো। সেদিনই আমার মনে হয়েছিল শুভমনের জন্মই হয়েছে আন্তর্জাতিক ক্রি𓄧কেটের জন্য। প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের বিরুদ্ধে টেস্টে ব্যাট করাটা বেশ কঠিন। তারপর সেটা যদি হয় আপনার প্রথম টেস্ট ম্যাচ, তাহলে কাজটি আরও কঠিন হয়ে যায়। লাবুশানে একটা ক্যাচ ফেলেছে। তাছাড়া গিলের ব্যাটিং একদম নিখুঁত ছিল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।