ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরুর আগেই সুখবর পেলেন দু'দেশের ক্রিকেটাররা। উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরাও। এবার আর খালি গ্যালারিতে অথবা আংশিক ভরা স্টেডিয়ামে খেলতে নামতে হবে না𒁃 বিরাট কোহলি, জো রুটদের।🧸 বরং কানায় কানায় উপচে পড়া স্টেডিয়ামে নিজেদের ক্রিকেটীয় দক্ষতা মেলে ধরার সুযোগ পাবেন তাঁরা।
কেননা, সোমবারই করোনা সংক্রান্ত প্রতিবন্ধকত🧜া তুলে নেওয়ার কথা ঘোষণা করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ১♓৯ জুলাই থেকে স্টেডিয়ামের প্রত্যেকটি দর্শকাসন ভরাতে পারবে ইসিবি।
এমনটা নয় যে, ইংল্যান্ডে এতদিন খালি গ্যারালিতে ক্রিকেট খেলা চলছিল। বরং আংশিক গ্যালারি দর্শকে ভরানোর অনুমতি ছিল। বাধা-নিষেধ শিথিল করায় ৪ অগস্ট থেকে শুরু হতে যাওয়া ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে গ্যালারি পুরোপুরি ভরানো൲র সুযোগ থাকবে আয়োজকদের কাছে।
স্টেডিয়ামে ঢুকে খেলা দেখা যেমন সমর্থকদের কাছে সবথেকে আনন্দের বিষয়, ঠিক তেমনই ক্রিকেটারদেরও বাড়তি উদ্দীপ্ত করে দর্শকদের উপস্থিতি। স্বাভাবিকভা♎বেই সরকারের ঘোষণায় খুশি দু'পক্ষই।
বার্মি আর্মির তরফে সরকারের এমন ঘোষণার পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস প্রকাশ করা হয়। তারা সোশ্যাল মিডিয়ায় এমন খুশির খবর ভাগ করে নেয়। স্টুয়ার্ট ব্রড তার রেশ ধরেই আশা প্রকাশ করেন যে, ট্রেন্ট ব্রিজে ভারত-ইংল্যান্ড প্রথ🌄ম টেস্টে ভরা গ্যালারির সামনে মাঠে নামতে পারবেন তাঁরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।