৫ ম্যাচের টি-২ꦿ০ সিরিজে ইংল্যান্ড এগিয়ে রয়েছে ২-১ ব্যবধানে। সিরিজে সমতা ফেরাতে হলে চতুর্থ ম্যাচে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। কোহলিরা হারলে সিরিজ জিতে যাবে ইংল্যান্ড। সুতরাং ভারতের কাছে এটি ডু-অর-ডাই ম্যাচ।
ম্যাচের সেরা সূর্যকুমার
৩১ বলে ৫৭ রানে♋র অনবদ্য ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন সূর্যকুমার যাদব।
ভারতের বোলিং পারফর্ম্যান্স
শা🐈র্দুল ঠাকুর ৪২ রানে ৩টি উইকেট নেন। হার্দিক পান্ডিয়া ৪ ওভারে মাত্র ১৬ র🌟ানে ২ উইকেট দখল করেন। ৩৫ রানে ২ উইকেট নেন রাহুল চাহার। ৩০ রানে ১ উইকেট ভুবনেশ্বরের। ৪ ওভারে ৫২ রান খরচ করেও উইকেট পাননি ওয়াশিংটন।
ইংল্যান্ডের ব্যাটিং পারফর্ম্যান্স
জেসন রয় ৪০, বাটলার ৯, মাꦛলান ১৪, বেয়ারস্টো ২৫, স্টোকস ৪৬, মর্গ্যান ৪, কারান ৩, জর্ডন ১২, আর্চার অপরাজিত ১৮ রান করꦑেন।
সিরিজ ২-২
চতুর্থ টি-২০ ম্যাচে রোমাঞ্চকর জয় তুলে নিয়ে ৫ ম্যাচের সিরিজে ২-২ সমতা ফেরাল টিম ইন্ডিয়া। সিরিজের শেষ ম্🍸যাচ কার্যত ফাইনালের রূপ নিল।
ম্যাচ জিতল ভারত
ভারতের ৮ উইকেটে ১৮৫🧸 রানের জবাবে ইংল্যান্ড ২০ ওভারে আটকে ꧙যায় ৮ উইকেটে ১৭৭ রানে। ভারত ৮ রানের উত্তেজক জয় তুলে নেয়।
ইংল্যান্ড ২০ ওভারে ১৭৭/৮
ইং💟ল্যান্ড ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭৭রান তোলে।
জর্ডন আউট
শেষ ওভারের পঞ্চম বলে জর্ডনকে ফিরিয়ে দিলেন শার্দুল। ১টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ১২ রান করে পান্ডিয়💦ার হাতে ধরা পড়েন 🌼তিনি। ইংল্যান্ড ১৭৭ রানে ৮ উইকেট হারায়।
২ বলে দরকার ৯ রান
১ রান নিলেন আর্চার। ২ ꦡবলে দরকার ৯ রান। স্ট্রাইকে জর্ꩵডন।
৩ বলে দরকার ১০
ফের ওয়াইড বল করলেন ঠাকুর। ৩ বলে দরকার ১০।
৩ বলে দরকার ১১
ওয়াইড বল করলেন শার্দুল। ৩ বলে দরকার ১১।
৩ বলে দরকার ১২ রান
প্রয়োজন ২৩। শ🎉েষ ওভারের প্রথম বলে জর্ডন ১ রান নেন। শার্দুলের দ্বিতীয় বলে আর্চার ৪ মারেন।তৃতীয় বলে ছক্কা হাঁকান। সুতরাং ৩ বলে জয়ের জন্য ১২ রান দরকার ইংল্যান্ডের।
১৯ ওভারে ইংল্যান্ড ১৬৩/৬
১৯ ওভার শেষে ইংল্যান্ড ৭ উইকেট হারিয়ে🎃 ১৬৩ রান তুলেছে। জয়ের জন্য শেষ ওভারে দরকার ২৩ রান। জর্ডন ১১ ও আর্চার ৭ রানে ব🙈্যাট করছেন।
স্যাম কারান আউট
১৮তম ওভারের শেষ বলে হার্দিক পান্ডিয়া🍸 তুলে নেন স্যাম কারানের উইকেট। ৫ বলে ৩ রান করেཧ বোল্ড হন তিনি। ইংল্যান্ড ১৫৩ রানে ৭ উইকেট হারায়। জয়ের জন্য ২ ওভারে ৩৩ রান দরকার ব্রিটিশদের।
১৭ ওভারে ইংল্যান্ড ১৪৭/৬
১৭ ওভার শেষে ইংল্যান্ড ৬ উইকেটের বিনিময়ে ১৪৭ রান তুলেছে। জয়ের জন্য ৩🔯 ওভারে প্রꦿয়োজন ৩৯ রান। জর্ডন ৬ ও স্যাম কারান ১ রানে ব্যাট করছেন।
মর্গ্যান আউট
স্টোকসকে ফেরানোর পরের বলেই মর্গ্যানের উইকেটটিও তুলে নেন ঠাকুর। ৬ বলে ৪ রান করে ওয়াশিংটনের হাতে ধরা দেন ౠইংল্꧑যান্ড অধিনায়ক। ব্রিটিশরা ১৪০ রানে ৬ উইকেট হারায়।
স্টোকস আউট
ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরলেন স্টোকস। ১৭তম ওভারের প্রথম বলে স্টোকসকে ফেরান শার্দুল। ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৪৬ রান করে সূর্যকুমারের হাতে দরা দেন ব্রিটিশ অ൩ল-রাউন্ডার। ইংল্যান্ড ১৪০ রানে ৫ উইকেট হারায়।
বেয়ারস্টো আউট
১৫তম ওভার চাহারের পঞ্চম বলে ওয়াশিংটনের হাতে ধরা পড়লেন বেয়ারস্টো। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৯ বলে ২৫ রান করে আউট হন তিনি।꧃ ইংল্যಌান্ড ১৩১ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মর্গ্যান। ১৫ ওভারে ইংল্যান্ড ১৩২/৪। ৫ ওভারে জয়ের জন্য দরকার ৫৪ রান।
১৪ ওভারে ইংল্যান্ড ১১৮/৩
ওয়াশিংটন সুন্দরের ওভা♎রে ১৮ রান তুলল ইংল্যান♑্ড ১৪ ওভার শেষে ব্রিটিশরা ৩ উইকেটের বিনিময়ে ১১৮ রান তুলেছে।
ইংল্যান্ড ১০০
ইনিংসের ১৩তম ওভারের পঞ্চম বলে চাহারকে ছক্কা হাঁকিয়ে ইংল্যান্ডকে দলগত ১০০ রানে পৌঁছে দেন স্টোক💦স।
১২ ওভারে ইংল্যান্ড ৯১/৩
১২ ওভার শেষে ইংল্যান্ড ৩ উইক💜েটের বিনিময়ে ৯১ রান তুলেছে। স্টোকস ২০ ও বেয়ারস্টো ৬ রানে ব্যাট করছেন।
১০ ওভারে ইংল্যান্ড ৭১/৩
১০ ওভার শেষে ইংল্যান্ড ৩ উইকেটের বিনিময়ে ৭১ ✨রান তুলেছে।
জেসন রয় আউট
ইনিংসের নবম ওভারে হা꧙র্দিক পান্ডিয়ার পঞ্চম বলে সূর্যকুমার যাদবের হাতে দরা পড়লেন জেসন রয়। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৪০ রান করে ক্রিজ ছাড়েন জেসন। ইংল্যান্ড ৬৬ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান বেন স্টোকস।
মালান আউট
বল হাতে নিয়ে প্রথম ওভারেই ডেভিড মালানের উ✃ইকেট তুলে নিলেন রাহুল চাহার। অষ্টম ওভারের পঞ্চম বলে মালানকে বোল্ড করেন তিনি। ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ১৪ রান করে ক্রিজ ছাড়েন ব্রিটিশ তারকা। ইংল্যান্ড ৬০ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।
ইংল্যান্ড ৫০
সপ্তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ইংল্যান্꧂ড। ৭ ওভার শেষে ইং🎐ল্যান্ড ৫৬/১।
৬ ওভারে ইংল্যান্ড ৪৮/১
পাওয়ার প্লে'র ৬ ওভারে ইংল্যান্ড ১ উইকেটের বিনিময়ে ৪৮ রান তুলেছ🐓ে। জেসন রয় ৩৩ ও 🌳মালান ৫ রানে ব্যাট করছেন।
ক্যাচ ছাড়লেন শার্দুল
পঞ্চম ওভারে হার্দিকের পঞ্চম বলে শর্ট থার্ডম্যানে মালানের ক্যাচ ছাড়েন শার্দুল। ইংল্যান্ড ৫ ওভার শেষে ১ উইকেটে ৩১ রান তুলেছে। জেসন রয় ১৭ রানে ব্য💞াট করছেন।
৪ ওভার শেষে ইংল্যান্ড ২৮/১
৪ ওভা♑র শেষ ইংল্যান্ড ১ উইকেটের বিনিময়ে ২৮ রান তুল🐬েছে।
বাটলার আউট
তৃতীয় ওভারে ভুবনেশ্বরের পঞ্চম বলে রাহুলের হাতꦆে ধরা পড়লেন জোস বাটলার। ১টি ছক্কার সাহায্যে ৬ বলে ৯ রান করেন তিনি। ইংল্যান্ড১৫ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ডেভিড মালান।
২ ওভারে ইংল্যন্ড ২/০
প্রথম ওভারে ভু🧜বনেশ্বর কোনও রান দেননি। দ্বিতীয় ওভারে হার্দিক খরচ করেন ২ রান। ২ ওভার শেষে ইংল্যান্ড কোনও উইকেট না হারিয়ে ২ রান তুলেছেন।
ইংল্যান্ডের ব্যাটিং শুরু
ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন জেসন রয় ও জ��োস বাট🌺লার। বোলিং শুরু করেন ভুবনেশ্বর।
ইংল্যান্ডের বোলিং পারফর্ম্যান্স
জোফ্রা আর্চꦅার ৩৩ রানে ৪টি উইকেট 💦নেন। ১টি করে উইকেট নিয়েছেন আদিল রশিদ, মার্ক উড, বেন স্টোকস ও স্যাম কারান।
ভারতের ব্যাটিং পারফর্ম্যান্স
রোহিত ১২, রাহুল ১৪, সূর্যকুমার ৫৭, কোহলি ১, 𝄹পন্ত ৩০, শ্রেয়স ৩৭, হার্দিক ১১, শার্দুল অপরাজিত ১০, সুন্দর ৪ রান করেন।
২০ ওভারে ভারত ১৮৫/৮
শেষ ওভারে ২টি উইকেট পড়লেও ভারত ১১ রান তোলে। ২০ ও🎃ভারে টিম ইন্ডিয়া ৮ উইকেটের বিনিময়ে ১৮৫ রান তুলেছে শার্দুল ১০ রানে অপরাজিত তাকেন। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ১৮৬ রান।
সুন্দর আউট
শেষ ওভারে আর্চারের চতুর্থ বলে আদিল রশিদের হাতে ধরা পড়েন সুন্দর। ১টি বাউন্ডারির সাহায্যে ২ 🐟বলে ৪ রান করে ক্রিজ ছাড়েন সুন্দর। ভারত ১৭৯ রানে ৮ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান ভুবনেশ্বর। ম্যাচে আর্চারের এꦰটি চতুর্থ উইকেট।
শ্রেয়স আউট
শেষ ওভারে আর্চারের প্রথম বলে ডেভিড মালানের হাতে ধরা পড়েন শ্রেয়স আইয়ার। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৩৭ রান করে ক্রিজ ছাড়েন তিনি। ভারত ১৭৪ রানে ৭ উইকেট হারায়। নতুন ব্যাটসম𓂃্যান সুন্দর।
পান্ডিয়া আউট
১৯তম ওভারে উডের পঞ্চম বলে স্টোকসের হাতে ধরা পড়েন পান্ডিয়া। ১টি ছক্কার সাহায্যে ৮ বলে ১১ রান করেন তিনি। ভারত ১৭০ রানে ৬ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান শার্দুল📖 ঠাকুর ক্রিজে এসেই বাউন্ডারি মারেন। ভারত ১৯ ওভার শেꦇষে ৬ উইকেটে ১৭৪ রান তুলেছে।
১৮ ওভারে ভারত ১৬৭/৫
১৮ তম ওভারে দলগত ১৬০ রানের গণ্ডি🌼 টপকে যায় টিম ইন্ডিয়া। জর্ডনের ওভারে ২টি 🎃ছক্কা ও ১টি চারের সাহায্যে ১৮ রান তোলে ভারত। ১৮ ওভার শেষে টিম ইন্ডিয়া ৫ উইকেটের বিনিময়ে ১৬৭ রান তুলেছে। শ্রেয়স ৩৬ ও হার্দিক ৯ রানে ব্যাট করছেন।
১৭ ওভারে ভারত ১৪৯/৫
১৭ ওভার শেষে টিম ইন্ডিয়া ৫ উইকেটের বিনিময়ে ১৪৯ রান তুলেছ🙈ে। শ্রেয়স ২৫ ও হার্দিক ২ রানে ব্যাট করছেন।
পন্ত আউট
১৭তম ওভারে আর্চারের দ্বিতীয় বলে বোল্ড হলেন ঋষ🎃ভ পন্ত। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৩ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন তিনি। ভারত ১৪৪ রানে ৫ উইকেট হারায়▨। নতুন ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া।
১৬ ওভারে ভারত ১৪০/৪
১৬ ওভার শেষে ভারত ৪ উইকেটে ১৪০ রান তুলেছে।
১৫ ওভারে ভারত ১২৮/৪
১৫ ওভার শেষে ভারত ৪ উইকেটর বিনিময়ে ১২৮ রান তুলেছে। পন্ত ২৫ ও শ্রেয়স ১১ রানে ব্যাট 💫করছেন।
১৪ ওভারে ভারত ১২০/৪
১৪ ওভার শেষে ভারত ৪ উইকেটের বিনিময়🐎ে ১২০ রান তুলেছে। পন্ত ১৯ꦐ ও শ্রেয়স ৯ রানে ব্যাট করছেন।
সূর্যকুমার আউট
১৪তম ওভারে স্যাম কারানের প্রথম বলে ছক্কা হাঁকান সূর্যকুমার। তবে দ্বিতীয় বলে আউট হন তিনি। যদিও ডেভিড মালান যথাযথ ক্যাচ ধরেছিলেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। টেলিভিশন রিপ্লে'তে বল মাটি ছুঁয়েছে বোঝা যায়। তবে বলের পিছনে আঙুল ছিল এই বিশ্বাসেই তৃতীয় আম্পায়ার আউট ঘোষণা করেন যাদবকে। সূর্যকুমার ৬টি চার ও ৩টি ছক্কার সা💦হায্যে ৩১ বলে ৫৭ রান করে সাজঘরে ফেরেন। ভারত ১১০ রানে ৪ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার।
ভারত ১০০
১৩তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকাল ভারত। ১৩ ওভার শেষে টিম ইন্ডিয়ান সংগ্রহ ৩ উইকেটে ১০৪। ꦉসূর্যকুমার ৫১ ও ঋষভ পন্ত ১৮ রানে ব্যাট করছেন।
হাফ-সেঞ্চুরি সূর্যকুমারের
৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে মাত্র ২৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যকুমার যাদ🌃ব। ১২ ওভার শেষে ভারত ৩ উইকেটে ৯২ রান তুলেছে।
১০ ওভারে ভারত ৭৫/৩
১০ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনি🌳ময়ে ৭৫ রান তুলেছে।
কোহলি আউট
নবম ওভারে আদিল রশিদের চতܫুর্থ বলে স্টাম্প আউট হলেন বিরাট কোহলি। ৫ বলে ১ রান করে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক। ভারত ৭০ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ঋষভ পন্ত। সূর্যকুমার ১৮ বলে꧑ ৩৫ রানে অপরাজিত।
রাহুল আউট
অষ্টম ওভারে বেন স্টোকসের চতুর্থ বলে আউট হলেন লোকেশ রাহুল। ২ꦯটি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ১৪ রান করে আর্চারের হাতে ধরা পড়েন তিনি। ভারত ৬৩ রানে ২ উইকেট হ🥂ারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান বিরাট কোহলি।
৭ ওভারে ভারত ৫৯/১
ইনিংসের সপ্তম ওভারে ভারত দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায়। সূর্যকুমার আদিল রশꦓিদকে ১টি চার ও ১টি ছক্কা হাঁকান। ভারত ৭ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে ৫৯ রান তুলেছে। সূজর্যকুমার ১৫ বলে꧅ ২৮ ও রাহুল ১৫ বলে ১৪ রান করে ব্যাট করছেন।
ভারত ৬ ওভারে ৪৫/১
পাওয়ার প্লে'র ৬ ওভার শেষে ভারত ১ উইকেটের বি♍নিময়ে ৪৫ রান তুলেছে। সূর্যকুমার ১৬ ও রাহুল ১২ রানে ব্যাট করছেন।
৫ ওভারে ভারত ৩৪/১
৫ ওভার শেষে ভারত ১♒ উইকেটের বিনিময়ে ৩৪ রান তুলেছে। সূর্যকুমার ১১ ও রাহুল ৭ রানে ব্যাট করছেন।
ছক্কা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খাতা খুললেন সূর্যকুমার
মাঠে নেমেই জোফ্রা আর্চারকে ছক্কা হাঁকালেন সূর্যকুমার যাদব। আন্তর্জাতꦦিক ক্রিকেটে এটিই তাঁর প্রথম বল। সেদিক থেকে ছক্কা দিয়ে আন্তর্জাতিক ক্꧅রিকেটে রানের খাতা খুললেন তিনি। ভারত ৪ ওভারে ২৭/১।
রোহিত আউট
ইনিংসের চতুর্থ ওভারে জোফ্রা আর্চা🙈রের চতুর্থ বলে কট অ্যান্ড বোল্ড হলেন রোহিত শর্🎐মা। ১টি চার ও ১টি ছক্কা সাহায্যে ১২ বলে ১২ রান করে সজঘরে ফেরেন হিটম্যান। ভারত ২১ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সূর্যকুমার যাদব।
২ ওভারে ভারত ১৮/০
ভারত ২ ওভার শেষে 🦩বিনা ಌউইকেটে ১৮ রান তুলেছে। রোহিত ১১ ও রাহুল ৬ রানে ব্যাট করছেন।
ছক্কা দিয়ে ম্যাচ শুরু
আদিল রশিদকে প্রথম বলেই ছক্কা মারেন রোহিত। তৃতীয় বলে মারেন চার। 💫প্রথম ওভারে ভারত কোনও উইকেট না হারিয়ে ১২ রান তুলেছে। রোহিত ১১ ও রাহুল ১ রান করেছেন।
ম্যাচ শুরু
ভারতের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা ও 🐻লোকেশ রাহুল। বোলিং শুরু করেন আদিল রশিদ।
ভারতের প্লেয়িং ইলেভেনে রদবদল
টসের পর কোহলি জানালেন, গত ম্যাচে ফিল্ডিংয়ের সময় অল্প চোট পেয়েছিলেন ইশান। তাঁর পরিবর্তে সূর্যকুমার যাদবকে মাঠে নামাতে বাধ্য হয়𒅌েছে টিম ম্যানেজমেন্ট। যুজবেন্দ্র চাহালকꦗে বসিয়ে সুযোগ দেওয়া হয়েছে রাহুল চাহারকে।
ইংল্যান্ডের প্রথম একাদশ
জেসন রয়, জোস বাটলার (উইকেটকিপার), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, ইয়ন মর্গ্যান (ক্যাপ্ট💫েন), স্যাম কারান, মার্ক উড, জোফ্রা আর্চার, ক্রিস জর্ডন, আদিল রশিদ।
ভারতের প্রথম একাদশ
লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (ক্যাপ্টꦐেন), ঋষভ পন্ত (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার ও রাহুল চাহার।
টস জিতল ইংল্যান্ড
চলতি সিরিজের প্রথম তিন ম্যাচে যে দল টস জিতেছে, তারাই প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে প্রতিপক্ষকে এবং শেষমেশ ম্যাচ জিতেছে তারাই। সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে ফের টস জিতল ইংল্যান্ড। প্রত্যাশ🐟া মতোই ব্রিটিশ অধিনায়ক ইয়ন মর্গ্যান টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। সুতরাং, মোতেরায় সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে শুরুতে ব্যাটিং করতে হবে ভারতকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।