নির্বাসন কাটিয়ে প্রায় ১৫ মাস পর ভারতীয় টেস্ট দলে ফিরলেন পৃথ্বী শ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলের যে নাম ঘোষণা করেছে ভারতীয় বোর্ড, তাতে সুযোগ পেয়েছেন শুভমন গিলও। পাশাপাশি, সাদা বলের ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সের পুরষ্কার পেলেন নভদীপ সাইনি। তাঁকে টেস্ট দলে নেও♚য়া হযܫ়েছে।
আরও পড়ুন : Indi🧸a vs New Zealand: হোয়াইটওয়াশের সিরিজে কী কী প্রাপ্তি বিরাটদের?
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু'ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। সেজন্য মঙ্গলবার দল ঘোষণা করল ভারতীয় বোর্ড। প্রাথমিকভাবে ১৬ জনের দল ঘোষিত হয়েছে। চোটের জন্য ছিটকে যাওয়া রোহিত শর্মার পরিবর্তে গিলকেই নেওয়া হবে তা সোমবারই জানিয়ে দিয়েছিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সেইমতো টেস্ট দলে নাম রয়েছে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানের। ফলে ওপেনিংয়ে ভারতের হাতে আপাতত তিনজন রয়েছে। সেক্ষেত্রে কোন জুটির উপর আস্থা রাখেন বিরাট কোহলি, সেদিকেই নজর সবার। ক্রিকেট মহলের মতে, রোহিতের অনুপস্থিতিতে মায়াঙ্কের সঙ্গে পৃথ🔜্বীর ওপেন করার সম্ভাবনাই বেশি।
আরও পড়ুন : India vs New Zealand: হোয়াইটওয়াশ থেকে বিরাটের নজির, একগুচ্ছ রের্কডꦬ 💞ভারতের
অন্যদিকে, গত মাসে বিদ൲র্ভের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন ইশান্ত শর্মা। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এখন তাঁর রিহ্যাব চলছে। এখনও পর্যন্ত ফিটনেস ছাড়পত্র না পেলেও দি💃ল্লির পেসারকে দলে রাখা হয়েছে। বাড়তি পেসার হিসেবে দলে এসেছেন নভদীপ।
অন্যদিকে, একদিনের সিরিজে রোহিতের পরিবর্তের নাম ♊ঘোষণা করেছে বোর্ড। প্রত্যাশামতোই দলে এসেছেন মায়াঙ্ক।
আরও পড়ুন : কিউয⭕়ি সফর থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা, জানালেন বোর্ড কর্তা
তবে চোটꦓ-আতঙ্কে শুধু ভারত নয়, ভুগছে নিউজিল্যান্ডও। চোটের জন্য টি-টোয়েন্টি সিরি🐓জে শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। এবার প্রথম দুটি একদিনের ম্যাচ থেকেও ছিটকে গেলেন তিনি। কেনের পরিবর্তে কিউয়িদের নেতৃ্ত্ব দেবেন টম লাথাম।
আরও পড়ুন : Ind💙i൩a vs New Zealand: দুই GOAT, এক ফ্রেম-কেনের সঙ্গে গল্পে মাতলেন বিরাট
ভারতীয় দল : বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, শুভম𓆉ন গিল, চেতেশ্♊বর পূজারা, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারি, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা, উমেশ যাদব, মহম্মদ শামি, নভদীপ সাইনি, ইশান্ত শর্মা (ফিটনেস পরীক্ষায় পাশ করার উপর নির্ভর করছে)।
আরও পড়ুন : India vs New Zealand: 'নতুন কিছু শিখলাম', নাট🍨কী🔯য় ম্যাচ শেষে বললেন কোহলি
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।