দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডোয়েন প্রিটোরিয়াস বিশ্বাস করেন, চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনির সঙ্গে খেলাটা তাঁকে নতুন মানসিকতা দিয়েছে। প্রিটোরিয়াস এই আইপিএল মরশুমে ধোনির সঙ্গে চারবার ক্রিজে ব্যাট করেছেন। আর সেখান থেক♑েই শিখেছেন, কী ভাবে চাপের মাধে শান্ত ভাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করা যায়। আর সেটাই এ বার ভারতের বিরুদ্ধে কাজে লাগাতে চান।
এই বছর আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক হয় প্রিটোরিয়াসের। ডোয়েন প্রিটোরিয়াস ৬ ম্য🍸াচে ৪৪ রান করেছেন এবং ছয় উইকেট নিয়েছেন। খুব বেশি ম্যাচ📖ে খেলার সুযোগ না পেলেও প্রিটোরিয়াস বলেছেন যে, তিনি ধোনির সঙ্গে খেলে অনেক কিছু শিখেছেন।
আরও পড়ুন: দিল্লিতে ৪২ ডিগ্রি তাপমাত্রা নিয়ে তাবরেজ 🍨শামসির উদ্বেগ, টিপ্পনি পাক সমর্থকদের
আরও পড💦়ুন: ‘১৫০-এর বেশি গতিতে বল খেলতে ব্য🦋াটাররা পছন্দ করেন না’, ভারতের তরুণকে নিয়ে চাপে SA
সোমবার প্রোটিয়া তারকা বলেছেন, ‘আমার প্রথম আইপিএল খেলাটা ভালো অভিজ্ঞতা ছিল। এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল এবং আমি সিএসকে-এর মতো একটি সফল দলের 🐻সঙ্গে খেলার সুযোগ পেয়ে পুরোপুরি উপভোগ করেছি। খেলোয়াড় হিসেবে অনেক দায়িত্ব আছে।’
তিনি আরও যোগ𝐆 করেছেন, ‘ধোনির অধিনায়কত্বে খেলা এবং ওর সঙ্গে ব্যাটিং করা খুব উপভোগ করেছি। তিনি ভারতের একটি বিশাল ব্র্যান্ড এবং তিনি ভারতীয় ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন। এই ไসব আমার কাছে বড় অভিজ্ঞতা।’
এখানেই থেমে থাকেননি প্রিটোরিয়াস। তিনি বলেছেন, ‘ওর কাছ থেকে সবচেয়ে বড় যেটা শিখেছি, তা হল মাঠে শান্ত🐻 থাকা। ধোনি আমাকে বুঝিয়েছিল, ডেথ ওভারে বোলাররা আসলে চাপের মধ্যে থাকে। ধোনি খুব বেশি রোমাঞ্চিত হন না এবং সব সময়ই আশাবাদী। ও বিশ্বাস করে যে, ও সব কিছু করতে পারে। আমিও আমার খেলায় ওর ধারাবাহিকতা এবং আত্মবিশ্বাস দেখাতে চাই।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।