একদিনের সিরিজে ভারত জিতে গিয়েছে। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে মুখ থুবড়ে পড়ল ভারতের ব্যাটিং অর্ডার। যার জেরে ১-২-এ টি-টোয়েন্টি সিরিজ হারতে হল ভারতকে।
জেতা হল না টি-টোয়েন্টি সিরিজ। ব্যাটসম্যানদের জঘন্য পারফরম্যান্স কারণে পরপর দু'ম্যাচ হারল ভারত। যে কারণে ⛄𝓡১-০ সিরিজে এগিয়ে থাকার পরেও ১-২ হারতে হল ভারতকে।
29 Jul 2021, 11:07 PM IST
সিরিজ শ্রীলঙ্কার
এই ম্যাচে জেতাটা সময়ের অপেক্ষা ছিল। ৮১ রানের পুঁজি নিয়ে কোনও ম্যাচ জেতার ভাবনাটাই বোধহয় অবাস্তব। যে পিচে ভারতীয় ব্যাটসম্যানরা নাকানিচোবাꦦনি খেয়েছে, সেই পিচেই কিন্তু শ্রী🌠লঙ্কা ধীরেসুস্থে ৮২ রান তুলে ফেলেছে। তাও ৩৩ বল বাকি থাকতেই। ৩ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুুলে নিয়েছে শ্রীলঙ্কা। এ দিন তিনটি উইকেটই নিয়েছেন রাহুল চাহার। তবে ভারতীয় ব্যাটসম্যানরা কোনও সুযোগই দেননি বোলারদের লড়াই করার জন্য। ব্যাটিং অর্ডারের ব্যর্থতার কারণেই পরপর দু'ম্যাচ হেরে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করল ভারত।
29 Jul 2021, 10:57 PM IST
১৪ ওভার: ৭৭/৩
শ্রীলঙ্কার সিরিজ জয়ের অপেক্ষা। ৩৬ বলে ৫ ﷺরান দরকার।
29 Jul 2021, 10:46 PM IST
সামারাবিক্রম আউট
রাহুল চাহার একাই প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে তুলেছেন। শ্রীলঙ্কার চিন নম্বর উইকেটটিও🌱 নিলেন চাহার। ১৩ বলে ৬ রান করে আউট হলেন সামারাবিক্রম। শ্রীলঙ্কার ১২ ওভারে ৫৬ রান তিন উইকেটে।
29 Jul 2021, 10:39 PM IST
১০ ওভার: ৪২/২
আর ৪০ রান প্রয়োজন। হ✤াতে রয়েছജে ৮ উইকেট। ১০ ওভার বাকি। শ্রীলঙ্কার জয় তাই সময়ের অপেক্ষা।
29 Jul 2021, 10:34 PM IST
ভারত অল্পের জন্য সর্বনিম্ন স্কোর হল
29 Jul 2021, 10:29 PM IST
ভানুকা আউট
২৭ বলে ১৮ রান করে আউট হলেন মিনো൲দ ভানুকা। শ্রীলঙ্কার দু'টি উইকেটই নিল রাহুল চাহার। ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৫ রান শ্রীলঙ্কার।
29 Jul 2021, 10:16 PM IST
অভিষ্কা আউট
১৮ বলে ২২ রান করে আউট হলেন অভিষ্কা ফার্নান্দো। শ্রীলঙ্কার ওপেনিং জুটি ভাঙে রাহুল চাহার। ৬ ওভারে শ্রীলঙ্কার রা♔ন🐼 ১ উইকেট হারিয়ে ২৩।
29 Jul 2021, 10:11 PM IST
৫ ওভার: ২২ রান/০
১৫ ওভারে শ্রীলঙ্কাকে করতে হবে আর ৬০ রান। সিরিজে জয় পাও🦋য়া তবে কি শ্রীলঙ্কার কাছে এখন সময়ের অপেক্ষা?
29 Jul 2021, 10:07 PM IST
৪ ওভার: ২০/০
৪ ওভ♐ারেই ২০ জন করে ফেলেছে শ্রীলঙ্কা। ১৬ ওভ👍ারে করতে হবে ৬২ রান।
29 Jul 2021, 10:02 PM IST
৩ ওভার: ১২/০
শ্রীলঙ্ক✃ার চাই আর মাত্র ৭০ রান। ১৭ ওভার হাতে রয়েছে। ভুবনেশ্বর কুমার এই ওভারে ৭ রান দিয়েছে।
29 Jul 2021, 09:58 PM IST
২ ওভার: ৫/০
বরুণ চক্রবꦿর্তীর ওভারে মাত্র ২ রান করেছে শ্রীলঙ্কা। যদিও খুব তাড়া নেই দ্রুত রান তোলার। কারণ ১৮ ওভারে শ্রীলঙ্কাকে করতে হবে আর মাত্র ৭৭ র♕ান। জিততে হলে ভারতকে উইকেট ফেলতে হবে শুরুতেই।
29 Jul 2021, 09:52 PM IST
১ ওভার: ৩/০
প্রথম ওভারে ভুবনেশ্বর কুমার ৩ রান দিয়েছে। এর মধ্যে ২ রানই অতিরিক্ত। তবে শুরু থেকে উইকেট না ফেলতে পারলে ভা🐬রত কোনও ভাবে🦋ই জিতবে না।
29 Jul 2021, 09:48 PM IST
শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শুরু
শ্রীলঙ্কার সামনে মাত্র ৮২ রানের লক্ষ্য রেখেছে ভারত। যেটা খুবই সহজেই করে ফেলা যায়। পিচ যতই খারাপ হোক, ১১ জন মিলে ২০ ওভারে ৮১ রান করাটা একেবার♔েই কঠিন নয়। অভিষ্ক൲া ফার্নান্দো এবং মিনোদ ভানুকা ওপেন করেছেন।
29 Jul 2021, 09:38 PM IST
শ্রীলঙ্কার লক্ষ্য ৮২ রান
প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ভারত মাত্র ৮১ রান করেছে। ভারতীয় ব্যাটিং অর্ডারে এদিন যেন একেবারে যেন ধস নেমেছিল। ভারতের হয়ে সর্বোচ্চ স্কোর কুলদীপ যাদবের। তিনি ২৩ রান করেছেন। বাকিরা কেউ ২০ রানের গণ্ডিই টপকাতে পারেনি। শি🌞খর ধাওয়ান, সঞ্জু স্যামসন এবং বরুণ চক্রবর্তী শূন্য করে আউট হয়েছেন। ভারতীয় ব্য়াটসম্যানদের হতাশাজনক পারফরম্যান্সের পর টি-টোয়েন্টি সিরিজ জয়ের আশা কার্যত ছেড়ে দিয়েছেন টিম ইন্ডিয়ার সমর্থকরা। এদিন বল হাতে আগুন ঝড়িয়েছেন শ্রীলঙ্কার হাসারাঙ্গা। হাসারাঙ্গার আজ জন্মদিন। আর জন♛্মদিনের দিনই ভারতকে একেবারে গুড়িয়ে দিলেন হাসারাঙ্গা।
29 Jul 2021, 09:27 PM IST
১৯ ওভার: ৭৫/৮
১৯ ওভারে ৮ উইকেট হারিয়েꦯ ভারতের সংগ্রহ মাত্র ৭৫ রান। ১০০ রান পূরণ করা ভারতের পক্ষে কার্যত অসম্ভব। সেক্ষেত্রে ৬ বলে করতে হবে ২৫ রান। ভারত যা খেলছে, তাতে কোনও ভাবেই সম্ভব নয়। ক্রিজে রয়েছেন কুলদী♓প যাদব এবং চেতন শাকারিয়া।
29 Jul 2021, 09:16 PM IST
বরুণ চক্রবর্তী আউট
বিধ্বংসী হাসারাঙ্গা। শূন্য রানে আউট হলেন বরুণ। ১৭ ওভারে ভা𝄹রতের সংগ্রহ মাত্র ৬৩ রান।
29 Jul 2021, 09:13 PM IST
রাহুল চাহার আউট
শনাকার বলে রাহুল চাহার আউট হলেন। ক্যাচ ধরেন মি⛦নোদ ভানুকা। ১৬ ওভার ৭ উইকেট হারিয়ে ভারতের রান মাত্র ৬২। একশো রান ভারত 𓆉করতে পারবে তো?
29 Jul 2021, 09:08 PM IST
ভুবনেশ্বর কুমার আউট
ভারতীয় ব্যাটিং অর্ডারের শোচনীয় হাল। ১৫ ওভারে মাত্র ৫৫ রান করেছে টিম ইন্ডিয়া। উইকেট পড়েছে ৬। হাসারাঙ্গা দুরন্ত ফর্মে রয়েছে। ভুবনেশ্꧅বর কুমারকেও আউট করলেন তিনি। ক🍸্রিজে রয়েছেন রাহুল চাহার এবং কুলদীপ যাদব।
29 Jul 2021, 08:56 PM IST
১২ ওভার: ৪৩/৫
তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতের হাল খুবই খারাপ। ৫ উইকেট হারিয়ে বসে রয়েছে তারা। ১♛২ ওভারে রান মাত্র ৪৩। ক্রিজে রয়েছেন ভুবনেশ্বর কুমার এবং কুলদীপ যাদব।
29 Jul 2021, 08:50 PM IST
১০ ওভার: ৩৯/৫
একের পর এক উইকেট হার🥂াচ্ছে ভারত। ১০ ওভারে ৫ উই💜কেট হারিয়ে বসে রয়েছে তারা। ভারত করেছে মাত্র ৩৯ রান।
29 Jul 2021, 08:44 PM IST
নীতিশ রানা আউট
ফের আউট। ১৫ বলে ৬ রান করেꦯ আউট🐭 হন নীতিশ রানা। ৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৬ রান ভারতের।
29 Jul 2021, 08:40 PM IST
দুরন্ত ছন্দে ‘বার্থডে ভয়’ হাসারাঙ্গা
ইতিমধ্যে দুই উইকেট নিয়ে ফেলেছেন হাসারাঙ্গা।
29 Jul 2021, 08:34 PM IST
৬ ওভার: ২৯/৪
ছয়ে নেমেছেন ভুবনেশ্বর কুমার। ভুবির সঙ্গে ক্রিজে রয়েছেন নীতিশ রানাꦗ।
29 Jul 2021, 08:31 PM IST
রুতুরাজ আউট
হাসারাঙ্গার বল𓃲ে আউট হলেন রুতুরাজ গায়কোয়⛄াড়। ১০ বলে ১৪ রান করে আউট হন রুতুরাজ। ৫ ওভারে দু'উইকেট পড়ল। এই ওভারে মাত্র ২ রান হয়েছে।
১৫ বলে মাত্র ৯ রান করেই রান আউট হন দেবদূত পাড্ডিকাল। ৪ ওভারে ২৩ রান করে ২ উইকেট ভা🦩রতের।
29 Jul 2021, 08:15 PM IST
৩ ওভার: ১৪/১
এই ওভারে মাত্র ২♔ রান হয়েছে। এই পিচে যে কম রান উঠবে, সেটা বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন। তবে শুরুতেই শিখর ধাওয়ানের উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছে ভারত। যে কারণে বোধহয় রানের গতিটা ♋একেবারেই থমকে গিয়েছে।
29 Jul 2021, 08:12 PM IST
রুতুরাজের বাউন্ডারি
29 Jul 2021, 08:11 PM IST
২ ওভার: ১২/১
শিখর ধাওয়ান আউট হওয়ার পর নেমেছেন দেবদূত পাড্ডিকাল। রুতুরাজ ৭ রান করে অপরাজিত রয়েছཧেন। পাড্ডিকালের সংগ্রহ ৫ রান।
29 Jul 2021, 08:06 PM IST
ধাওয়ান আউট
প্রথম ওভারেই বড় ধাক্কা। শূন্য রানে ফিরলেন শিখর ধাওয়ান। ১ ওভারে ১ উইকেট হা🤪🐟রিয়ে ৫ রান ভারতের।
ব🏅াঁ কাঁধের চোট রয়েছে নভদীপ সাইনির। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে তিনি চোট পান। তাঁর জায়গায় তাই খেলছেন সন্দীপ ওয়ারিওর। জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হল সন্দীপের।
29 Jul 2021, 07:42 PM IST
ভারতীয় বোলারদের প্রস্তুতি
29 Jul 2021, 07:39 PM IST
ভারতের প্রথম একাদশ
ভারতের প্রথম একাদশ: শিখর ধাওয়ান (অধিনায়ক), ▨রুতুরাজ গায়কোয়াড়, দেবদূত পাড্ডিকাল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), নীতিশ রানা, ভুবনেশ্বর কুমার (সহ অধিনায়ক), কুলদীপ যাদব, রাহুল চাহার, সন্দীপ ওয়ারিওর, চেতন সাকারিয়া এবং বরু꧙ণ চক্রবর্তী।
দলে একটাই পরিবর্🍷তন করা হয়েছে। নভদীপ সাইনির জায়গায় সন্দীপ ওয়ারিওরকে খেলানো হচ্ছে।
29 Jul 2021, 07:35 PM IST
টস জিতল ভারত
শিখর ধাওয়ান এ দিন টসে জিতলেন এবং ব্যাট নিল𝓀েন। তবে বোলিং নিয়ে খুশি দাসুন শনাকা।
29 Jul 2021, 07:25 PM IST
পিচ কেমন হবে?
এ দিনের পিচ একেবারে নতুন। এই পিচ শুকনো। এবং অনেকটা বুধবারের পিচের মতোই। এই পি📖ছে ১৫০-১৬০ রান ভাল স্কোর। সোনি লাইভে দাবি করেছেন মুরলি♏ কার্তিক।