বাংলা নিউজ > ময়দান > IND vs WI 3rd T20I: সূর্য-তিলকের যুগলবন্দিতে মরণ-বাঁচন ম্যাচে দাপুটে জয় ভারতের
ছক্কা হাঁকাচ্ছেন সূর্যকুমার। ছবি- এএফপি।

IND vs WI 3rd T20I: সূর্য-তিলকের যুগলবন্দিতে মরণ-বাঁচন ম্যাচে দাপুটে জয় ভারতের

India vs West Indies 3rd T20I Live Score: কুলদীপ যাদবের ৩ উইকেটের সুবাদে ওয়েস্ট ইন্ডিজকে নাগালে বেঁধে রাখে ভারত। পালটা ব্যাট করতে নেমে সূর্যকুমারের ঝোড়ো হাফ-সেঞ্চুরির সৌজন্যে অনায়াসে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম ২টি ম্যাচ হেরে টি-২০ সিরিজে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়েছিল ভারত। এই অবস্থায় গায়ানার তৃতীয় টি-২০ ম্যাচটি টিম ইন্ডিয়ার সামনে ডু অর ডাই পরিস্থিতিতে দাঁড়িয়ে যায়। সিরিজে ভেসে থাকতে তৃতীয় টি-২০ ম্যাচ জিততেই হতো হার্দিকদের। শুধু তৃতীয় ম্যাচটিই নয়,🐠 বꦕরং সিরিজের বাকি সব ম্যাচই মরণ-বাঁচন পরিস্থিতিতে দাঁড়িয়ে হার্দিক পান্ডিয়াদের সামনে। পান থেকে চুন খসলেই সিরিজ হেরে দেশে ফিরতে হবে ভারতকে। জয় ছাড়া উপায় নেই, এমন শর্ত সামনে রেখে ঘুরে দাঁড়াতে সক্ষম হয় টিম ইন্ডিয়া। তারা সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে দাপুটে জয় তুলে নেয় এবং ৫ ম্যাচের সিরিজে ব্যবধান কমিয়ে ১-২ করে।

08 Aug 2023, 11:43:06 PM IST

ম্যাচের সেরা সূর্যকুমার

১০টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৮৩ রা👍নের মারকাটারি ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন সূর্যকুমার যাদব।

08 Aug 2023, 11:18:18 PM IST

ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন হার্দিক

১৭.৫ ওভারে পাওয়েলের বলে ছক্কা হাঁকিয়ে ভারতকে ম্যাচ জেতালেন হার্দিক পান্ডཧিয়া। ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেটে ১৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ৩ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৩ বল বাকি থাকতে ৭ উইকেট ম্যাচ জিতে ৫ ম্যাচের সিরিজে ব্যবধানে কমিয়ে ১-২ করে ভারত। হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে যেতে হয় তিলককে। তিনি ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন। অর্ধশতরান থেকে মাত্র ১ রান দূরে দাঁড়িয়েছিলেন তিলক। হাতে বলও বাকি ছিল বিস্তর। যদিও তিলককে ৫০ রানে পৌঁছনোর সুযোগ দেননি 𒊎পান্ডিয়া। হার্দিক ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ২০ রান করে নট-আউট থাকেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৫ রানে ২টি উইকেট নেন জোসেফ। ৩২ রানে ১টি উইকেট নেন ওবেদ।

08 Aug 2023, 11:13:51 PM IST

১৫০ টপকাল ভারত

১৭তম ওভারে ৬ রান খরচ করেন আলজারি জোসেফ। টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ১৫৪ রান। ৪৭ রানে ব্যাট করছেন তিলক। হার্দিক ব্যাট করছেন ১২ রানে। জিত﷽তে ৩ ওভারে ৬ রান দরকার ভারতের।

08 Aug 2023, 11:09:43 PM IST

৪ ওভারে ১২ রান দরকার ভারতের

১৬তম ওভারে শেফার্ডের বলে ১টি ছক্কা মারেন তিলক। ১টি চার মারেন হার্দিক। ওভারে ১৩ রান ওঠে। ১৬ ওভার শেষে ভারতেরཧ স্কোর ৩ উইকেটে ১৪৮ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ১২ রান দরকার টিম ইন্ডিয়ার। তিলক ৪৪ ও হার্দিক ৯ রানে ব্যাট করছেন।

08 Aug 2023, 11:03:32 PM IST

৫ ওভারে ২৫ রান দরকার ভারতের

১৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৩৫ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ৫ ওভারে টিম ইন্ডিয়ার দরꦜকার ২৫ রান। তিলক ৩৭ ও হার্দিক ৩ রা𝓰নে ব্যাট করছেন।

08 Aug 2023, 10:59:40 PM IST

আকিলকে বাউন্ডারি তিলকের

১৪তম ওভারে আকিল হোসেনের বলে ১টি চার মারেন তিলক বর্মা। ওভারে ৭ রান ওঠে। ভারতের স্কোর ৩ উইকেটে ১৩০ রান। তিলক ৩৩ রানে ব🍸্যাট করছেন। হার্দিক ব্যাট করছেন ২ রানে।

08 Aug 2023, 10:53:05 PM IST

সূর্যকুমার যাদব আউট

১২.২ ওভারের আলজারি জোসেফকে ছক্কা মারেন সূর্যকুমার যাদব। ১২.৪ ওভারে জোসেফের বলে কিংয়ের হাতে ধরা পড়েন তিনি। নিশ্চিত শতরান হাতছাড়া করেন সূর্য। ১০টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৮৩ রান করে মাঠ ছাড়েন তিনি। ভারত ১২১ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া🅰। ১৩ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ১২৩ রান। তিলক বর্মা ২৭ রানে ব্যাট করছেন।

08 Aug 2023, 10:48:23 PM IST

আকিলকে বাউন্ডারি সূর্যর

১২তম ওভারে আকিল হোসেনের বলে ১টি চার মারেন সূর্যকুমার যাদব। ওভারে ৮ রান ওঠে। টিম ইন্ডিয়ার ♔স্কোর ২ উইকেটে ১১৪ রান। সূর্যকুমার ৭৭ রানে ব্যাট করছেন। ২৬ রান করেছেন তিলক বর্মা।

08 Aug 2023, 10:43:14 PM IST

১০০ টপকাল ভারত

১১তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। রোস্টন চেসের বলে ১টি চার মারেন সূর্যকুমার। ওভারে ৯ রান ওঠে। ভারতের স্কোর ২ উইকেটে ১০৬ রান। ৭০ রানে ব্যাট করছেন সূর্য💃কুমার। ২৫ রান করেছেন তিলক।

08 Aug 2023, 10:38:42 PM IST

১০ ওভারে ৬৩ রান দরকার ভারতের

দশম ওভারে রোমারিও শেফার্ডের বলে ১টি ছক্কা ও ১টি চার মারেন সূর্যকুমার যাদব। ওভারে ♎১৩ রান ওঠে। ১০ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৯৭ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে ৬৩ রান দরকার টিম ইন্ডিয়ার। সূ꧂র্যকুমার ৩২ বলে ৬৪ রান করেছেন। তিলক বর্মা করেছেন ১৭ বলে ২৩ রান।

08 Aug 2023, 10:33:03 PM IST

রোস্টনের ওভারে ৫ রান

নবম ওভারে ৫ রান খরচ করেন রোস্টন চেস। ৯ ওভার শেষে ভারতের স্কোর ২ উꦜইকেটে ৮৪ রান। সূর্যকুমার যাদব ৫৩ রানে ব্যাট করছেন। তিলক বর্মা ২১ 🌄রান করেছেন।

08 Aug 2023, 10:27:35 PM IST

ঝোড়ো হাফ-সেঞ্চুরি সূর্যকুমারের

৭টি চার ও ২টি ছক্কার সা🍌হায্যে মাত্র ২৩ বলে ব্যক্তিগত হাফ-স🌠েঞ্চুরি পূর্ণ করেন সূর্যকুমার যাদব। রোমারিও শেফার্ডের বলে ২টি চার মারেন সূর্য। ওভারে ১০ রান ওঠে। ৮ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৭৯ রান। সূর্যকুমার ৫১ ও তিলক ১৮ রানে ব্যাট করছেন।

08 Aug 2023, 10:26:09 PM IST

রোস্টনকে বাউন্ডারি সূর্যর

সপ্তম ওভারে রোস্টন চেসের বলে ১টি চার মারেন সূর্যকুমার যাদব। ওভারে ৯ রান ওঠে। ৭ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৬৯ রান। সূর্যকুমার ৪২ ও 𝓀তিলক ১৭ রানে ব্যা𝓰ট করছেন।

08 Aug 2023, 10:20:44 PM IST

পাওয়ার প্লে-তে ৬০ ছুঁল ভারত

ষষ্ঠ ওভারে ওবেদ ম্যাককয়ের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন সূর্যকুমার যাদব। ১টি চার মারেন তিলক বর্মা। ওভারে ১৭ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে🎐 ৬০ রান। সূর্যকুমা🅠র ৩৬ ও তিলক ১৫ রানে ব্যাট করছেন।

08 Aug 2023, 10:12:06 PM IST

গিলকে ফেরালেন জোসেফ

৪.২ ওভারে আলজারি জোসেফের বলে জনসন চার্লসের হাতে ধরা পড়েন শুভমন গিল। ১টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ৬ রান করে মাঠ ছাড়েন গিল। ভারত ৩৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তিলক𒊎 বর্মা। তিনি মাঠে নেমেই পরপর ২টি চার মারেন। ৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৪৩ রান। সূর্য ২৫ ও তিলক ৯ রানে ব্যাট করছেඣন।

08 Aug 2023, 10:10:44 PM IST

আকিলের ওভারে ৭ রান

চতুর্থ ওভারে আকিল হোসেনের বলে ১টি চার মারেন সূর্য🅠কুমার যাদব। ওভারে ৭ রান ওঠে। ৪ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেট🐷ে ৩৩ রান। সূর্যকুমার ২৪ রানে ব্যাট করছেন।

08 Aug 2023, 10:06:05 PM IST

জোসেফের ওভারে ১ রান

তৃতীয় ওভারে বল করতে আসেন আলজারি জোসেফ। তিনি মাত্র ১ রান খরচ করেন। ৩ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২৬ রান। ১৮ রানে ব্যাট করছে⛄ন সূর্যকুমার।

08 Aug 2023, 10:01:15 PM IST

আকিলকে বাউন্ডারি সূর্যর

দ্ꦦবিতীয় ওভারে ব্যাট করতে আসেন আকিল হোসেন। চতুর্থ বলে ফ্রি-হিটে চার মারেন সূর্যকুমার। ওভারে ৯ রান ওঠে। ২ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২৫ রান। সূর্যকুমার ১৭ ও গিল ৫ রানে ব্যাট করছেন।

08 Aug 2023, 09:56:03 PM IST

প্রথম ওভারেই আউট যশস্বী

শুভমন গিলের সঙ্গে ওপেন করতে নামেন যশস্বী জসওয়াল। বোলিং শুরু করেন ওবেদ ম্যাককয়। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন যশস্বী। দ্বিতীয় বলে চার মারেন গিল। চতুর্থ বলে জোসেফের হাতে ধরা পড়েন জসওয়াল। অভিষেক টি-২০ ম্যাচে ২ বলে ১ রান করে মাঠ ছাড়েন যশস্বী। ভারত ৬ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে না🌞মেন সূর্যকুমার যাদব। তিনি মাঠে নেমেই ১টি চার ও ১টি ছক্কা মারেন।💙 প্রথম ওভারে শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১৬ রান। সূর্য ১০ ও গিল ৪ রানে ব্যাট করছেন।

08 Aug 2023, 09:39:41 PM IST

দেড়শো টপকে থামল ওয়েস্ট ইন্ডিজ

শেষ ওভারে মুকেশ কুমারের বলে ১টি ছক্কা মারেন রোভম্যান পাওয়েল। ওভারে ১১ রান ওঠে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৫৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। সুতরাং, জয়ের জন্য ভারতের দরকার ১৬০ রান। পাওয়েল ১টি চার ও ৩টি ছক্কার সাহায্🧔যে ১৯ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। ৫ বলে ২ রান করেন শেফার্ড। মুকেশ ২ ও♔ভার বল করে ১৯ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।

08 Aug 2023, 09:31:31 PM IST

আর্শদীপকে জোড়া ছক্কা পাওয়েলের

১৯তম ওভারে আর্শদীপ সিংয়ের বলে ꦺ২টি ছক্কা মারেন রোভম্যান পাওয়েল। ওভারে ১৭ রান ওঠে। ১৯ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫ উইকেটে ১৪৮ রান। ৩১ র𝐆ানে ব্যাট করছেন পাওয়েল। আর্শদীপ ৩ ওভারে ৩৩ রান খরচ করেছেন।

08 Aug 2023, 09:22:34 PM IST

হেতমায়েরকে ফেরালেন মুকেশ

১৮তম ওভারে প্রথমবার বল করতে আসেন মুকেশ কুমার। প্রথম বলেই তিনি তুলে নেন শিমরন হেতমায়েরের উইকেট। ১৭.১ ওভারে মুকেশের বলে তিলক বর্মার হাতে ধরা পড়ে হেতমায়ের। ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৯ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ১২৩ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রোমারিও শেফার্ড। ওভারের চতুর্থ বলে চার মারেন পাꦇওয়েল। ১৮ ওভার শ♐েষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫ উইকেটে ১৩১ রান। পাওয়েল ১৬ ও শেফার্ড ১ রানে ব্যাট করছেন। মুকেশ ১ ওভারে ৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

08 Aug 2023, 09:20:03 PM IST

আর্শদীপের ওভারে ১০ রান

১৭তম ওভারে আর্শদীপ সিংয়ের 🦂বলে ১টি চার মারেন হেতমায়ের। ওভারে ১০ রান ওঠে। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ১২৩ রান। হেতমায়ের ও পাওয়েল উভয়েই ৯ রানে ব্যাট করছেন। আর্শদীপ ২ ওভারে ১৬ রান খরচ করেছেন।

08 Aug 2023, 09:15:34 PM IST

চাহালের বোলিং কোটা শেষ

১৬তম ওভারে ৭ রান খরচ করেন যুজবেন্দ্র চাহাল। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৭ উইকেটে ১১৩ রান। পাওয়েল ৭ ও হেতমায়ের ১ রানে ব্যাট করছেন। 𒆙চাহাল ৪ ওভারে ৩৩ রান খরচ কর✨েছেন। কোনও উইকেট পাননি তিনি।

08 Aug 2023, 09:08:20 PM IST

কিংকে ফেরালেন কুলদীপ

একই ওভারে ওয়েস্ট ইন্ডিজের দুই সেট ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান কুলদীপ যাদব। ১৪.৫ ওভারে কুলদীপের বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন কিং। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৪২ রান করে মাঠ ছাড়েন কিং। ১০৬ রানে ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নামেন হেতমায়ের। কুলদীপ ৪ ওভারে ২৮ রান খরচ করে ৩টি উইকেট নেন। সেই সঙ্গে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৫০টি উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফ꧋েলেন তিনি।

08 Aug 2023, 09:06:06 PM IST

পুরানকে ফেরালেন কুলদীপ

১৪.১ ওভারে কুলদীপ যাদবের বলে নিকোলাস পুরানকে স্টাম্পജ আউট করেন সঞ্জু স্যামসন। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২ বলে ২০ রান করে মাঠ ছাড়েন পুরান। ওয়েস্ট ইন্ডিজ ১০৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রোভম্যান পাওয়েল।

08 Aug 2023, 09:03:05 PM IST

১০০ টপকাল ওয়েস্ট ইন্ডিজ

১৪তম ওভারে হার্দিক পান্ডিꦫয়ার বলে ১টি করে চার মারেন পুরান ও কিং। ওভারে ১২ রান ওঠে। ১৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ১০৫ রান। কিং ৪২ ও পুরান ২০ রানে ব্যাট করছেন। হার্দিক ৩ 🍸ওভারে ১৮ রান খরচ করেছেন।

08 Aug 2023, 08:57:32 PM IST

কুলদীপকে চার-ছক্কা পুরানের

১৩তম ওভারে ꧑শেষে কুলদীপ যাদবের বলে ১টি ছক্কা ও ১টি চার মারেন নিকোলাস পুরান। ওভারে ১৩ রান ওঠে। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ৯৩ রান। পুরান ১৪ ও কিং🌸 ৩৭ রানে ব্যাট করছেন। কুলদীপ ৩ ওভারে ২৭ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

08 Aug 2023, 08:54:02 PM IST

হার্দিকের ওভারে ৪ রান

১২তম ওভারে ৪ রান খরচ করেন হার্দিক পান্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ৮০ র♛ান। ৩৫ রানে ব্যাট করছেন ব্র্যান্ডন কিং। হার্দিক ২ ও🌼ভারে ৭ রান খরচ করেছেন।

08 Aug 2023, 08:48:20 PM IST

চার্লসকে ফেরালেন কুলদীপ

১০.৫ ওভারে কুলদীপ যাদব🃏ের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন🍰 জনসন চার্লস। প্রাথমিকভাবে আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে সাফল্য পায় ভারত। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৪ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন চার্লস। ওয়েস্ট ইন্ডিজ ৭৫ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নিকোলাস পুরান। ১১ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেট ৭৬ রান। কিং ৩৩ রানে ব্যাট করছেন। কুলদীপ ২ ওভারে ১৪ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

08 Aug 2023, 08:44:29 PM IST

অক্ষরের বোলিং কোটা শেষ

দশম ওভারে অক🅺্ষর প্যাটেলের বলে ১টি চার মারেন চার্লস। ওভারে ৬ রান ওঠে। অর্ধেক ইনিংস শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৭৩ রান। কিং ৩২ ও চার্লস ১২ রানে ব্যাট করছেন। অক্ষর ৪ ওভারে ২৪ রান খরচ করে ১টি উ💛ইকেট নিয়েছেন।

08 Aug 2023, 08:42:00 PM IST

চাহালকে ছক্কা হাঁকালেন চার্লস

নবম ওভারে যুজ💛বেন্দ্র চাহালের বলে ১টি ছক্কা মারেন জনসন চার্লস। ওভারে ১১ রান ওঠে। ৯ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৬৭ রান। কিং ৩১ ও চার্লস ৭ রানে ব্যাট করছেন। চাহাল ৩ ওভারে ২৬ রান খরচ করেছেন।

08 Aug 2023, 08:34:27 PM IST

মায়ের্সকে ফেরালেন অক্ষর

৭.৪ ওভারে অক্ষর প্যাটেলের বলে আর্শদীপ সিংয়ের হাতে ধরা পড়েন কাইಞল মায়ের্স। ২০ বলে ২৫ রান করেন মায়ের্স। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ওয়েস্ট ইন্ডিজ ৫৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জনসন চার্লস। ৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৫৬ রান। ২৯ রানে ব্যাট করছেন কিং। অক্ষর ৩ 𝄹ওভারে ১৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

08 Aug 2023, 08:31:59 PM IST

৫০ ছুঁল ভারত

সপ্তম ওভﷺারে কুলদীপ যাদবের বলে ১টি চার মারেন মায়ের্স। ১টি ছক্কা হাঁকান কিং। ওভারে ১২ রান ওঠে। ৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ৫০ রান। কিং ২৮ ও মায়ের্স ২১ রানে ব্যাট করছেন।

08 Aug 2023, 08:30:00 PM IST

পাওয়ার প্লে-র খেলা শেষ

ষষ্ঠಌ ওভারে চাহালের বলে ১টি চার🌜 মারেন কিং। ওভারে ৬ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ৩৮ রান। কিং ২১ ও মায়ের্স ১৬ রানে ব্যাট করছেন। চাহাল ২ ওভারে ১৭ রান খরচ করেছেন।

08 Aug 2023, 08:26:41 PM IST

অক্ষরের ওভারে ২ রান

পঞ্চম ওভারে মাত্র ২ রান খরচ করেন অক্ষর প্যাটেল। ৫ 🍌ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ৩২ রান। অক্ষর ২ ওভারে ১২ রান খরচ করেছেন।

08 Aug 2023, 08:22:14 PM IST

কিংকে আউট করার সুযোগ হাতছাড়া করলেন সঞ্জু

চতুর্থ ওভারে বল করতে আসেন যুজবেন্দ্র চাহাল। প্রথম বলেই ছক্কা মারেন মায়ের্স। তৃতীয় বলে ক্রিজ ছেড়ে ব্যাট চালান কিং। বল উইকেটকিপার স্যামসনের দস্তানা এড়িয়ে বাউন্ডারির বাইরে চলে যায়। প্রাথমিকভাবে মনে হয় কিংকে স্টাম্পের সুযোগ হাতছাড়া করেন সঞ্জু। তবে আম্পায়ার চার রান উপহার দেন কিংকে। অর্থাৎ, স্যামসন বল ধরলে ক্যাচ আউট ꧙হয়ে মাঠ ছাড়তে হতো কিংকে। ওভারে ১১ রান ওঠে। ৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ৩০ রান। মায়ের্স ১৪ ও কিং ১৫ রানে ব্যাট করছেন।

08 Aug 2023, 08:18:10 PM IST

অক্ষরের ওভারে জোড়া বাউন্ডারি

তৃতীয় ওভারে বল করতে আসেন অক্ষর প্যাটেল। তাঁর বলে ১টি চার মারেন কিং এবং ১টি বাউন্ডারি মারেন মায়ের্স। ওভারে ১০ রান ওঠে। ৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ১৯ রান। কিং ১১ ও মায়ের্স ৭ রানে ব্যাট ক🎶রছেন।

08 Aug 2023, 08:16:16 PM IST

আর্শদীপকে বাউন্ডারি কিংয়ের

দ্বিতীয় ওভারে বল করতে আসেন আর্শদীপ সিং। চতুর্থ বলে চার মারেন ব্র♊্যান্ডন কিং। ওভারে ৬ রান ওঠে। ২ ওভা🤪র শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ৯ রান।

08 Aug 2023, 08:07:01 PM IST

ম্যাচ শুরু

কাইল মায়ের্সকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামে🎐ন ব্র্যান্ডন কিং। ভারতের হয়ে নতুন বলে দৌড় শুরু করেন হার্দিক পান্ডিয়া। তৃতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন কিং। পঞ্চম বলে ২ রান নেন মায়ের্স। প্রথম ও♈ভারে ৩ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।

08 Aug 2023, 08:04:50 PM IST

অদ্ভুত কারণে ম্যাচ শুরুতে দেরি

মাঠে ৩০ গজের বৃত্তই নেই। ক্রিকেটাররা মাঠে নেমে গেলেও তার পরে🐻 বিষয়টি নজরে আসে আম্পায়ারদের। ফলে ম্যাচ শুরু হতে সামান্য দেরি হয়। আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে কখনও এমনটা ঘটেছে কিনা সন্দেহ।

08 Aug 2023, 07:52:14 PM IST

ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ

ব্র্যান্ডন কিং, কাইল মায়ের্স, জনসন চার্লস (উইকেটকিপার), নিকোলাস পুরান, শিমরন হেতমায়ের, রোভম্যান পাওয়েল (ক্যাপ্টেন), রোস্টন চেস, রোমারিও শেফার্ড, আকিল হোসেন꧅, আলজারি জোসেফ ও ওবে꧃দ ম্যাককয়।

08 Aug 2023, 07:51:09 PM IST

ভারতের প্রথম একাদশ

শুভমন গিল, যশস্বী জসওয়াল, সূর্যꦚকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), সঞ🍌্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং ও মুকেশ কুমার।

08 Aug 2023, 07:47:57 PM IST

ভারতের প্রথম একাদশে একজোড়া বদল

ভারত তৃতীয় টি-২০ ম্যাচে রিজার্ভ বেঞ্চে পাঠায় ইশান কিষান ও রবি বিষ্ণোইকে। টি-২০ অভিষেক হ🎐য় যশস্বী জসওয়ালের। চোট সারিয়ে দলে ফেরেন কুলদীপ যাদব। চোটের জন্য ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাঠে নামতে পারছেন না জেসন হোল্ডার। তাঁর বদলে মাঠে নামেন রোস্টন চেস।

08 Aug 2023, 07:33:56 PM IST

টস হারলেন হার্দিক

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে টস হার𝕴ল ভারত। টস জিতে ক্যারিবিয়ান দলনায়ক রোভম্যান পাওয়েল শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, গায়ানায় রান তাড়া করবে টিম ইন্ডিয়া।

08 Aug 2023, 07:23:48 PM IST

টি-২০ অভিষেক যশস্বীর

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে ভারতের জার্সিতে টি-২০ অভিষেক হচ্ছে যশস্বী জসওয়ালের। ম্যাচের আগে তিনি ভারতের টি-২০ ক্যাপ হাতে পান। সুতরাং, ভারতের প্রথম একাদশে রদবদল হচ্📖ছেই।

08 Aug 2023, 07:18:07 PM IST

ডু অর ডাই ম্যাচ ভারতের

সিরিজের প্রথম ২টি টি-২০ ম্যাচে পরাজিত হয়ে কোণঠাসা হয়ে পড়েছে টিম ইন্ডিয়া। এই অবস্থায় সিরিজের বাকি তিনটি টি-২০ ম্যাচ ডু অর ডাই পরিস্থিতিতে দাঁড়িয়ে হার্দিক পান্ডিয়াদের সামনে। একটি ম্যাচ হারলেই সিরি🐼জ হেরে দেশে ফিরতে হবে ভারতকে।

08 Aug 2023, 07:02:00 PM IST

দ্বিতীয় টি-২০ ম্যাচের ফলাফল

গায়ানায় সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। নির্ধারিত ২০ ওভারে তারা ৭ উইকেটে😼র বিনিময়ে ১৫২ রান তোলে। তিলক বর্মা ৫১, ইশান কিষান ২৭ ও হার্দিক পান্ডিয়া ২৪ রান করেন। ২টি করে উইকেট নেন আকিল হোসেন, আলজারি জোসেফ ও রোমারিও শেফার্ড। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৮.৫ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫৫ রান তুলে ম্যাচ জিতে যায়। নি༒কোলাস পুরান ৬৭, শিমরন হেতমায়ের ২২ ও রোভম্যান পাওয়েল ২১ রান করেন। হার্দিক পান্ডিয়া ৩টি ও যুজবেন্দ্র চাহাল ২টি উইকেট নেন। ৭ বল বাকি থাকতে ২ উইকেটে ম্যাচ জিতে ৫ ম্যাচের সিরিজে ২-০ লিড নেয় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের সেরা হন পুরান। 

08 Aug 2023, 07:02:00 PM IST

প্রথম টি-২০ ম্যাচের ফলাফল

ত্রিনিদাদে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৯ রান সংগ্রহ করে। রোভম্যান পাওয়েল ৪৮ ও নিকোলাস পুরান ৪১ রান করেন। ২টি করে 𒉰উইকেট নেন আর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল। পালটা ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে। ৪ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জিতে ৫ ম্যাচের সিরিজে ১-০ লিড নেয় ওয়েস্ট ইন্ডিজ। তিলক বর্মা ৩৯ ও সূরౠ্যকুমার যাদব ২১ রান করেন। ২টি করে উইকেট নেন ওবেদ ম্যাককয়, জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড। ম্যাচের সেরা হন হোল্ডার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মঙ্গলবার করু🅰ন এই ৬ কাজ, শ্রী হনুমানের কৃপা𒊎য় দূর হবে যে কোনও সংকট ১৩০ কেজি﷽ নেমে এল ৬৪-তে! মন দিওয়ে এই ব্যায়াম করেই বাজিমাত করলেন তরুণী আসছে মার্গশীর্ষ অমাবস্যা, রাশি অনুসারে করুন দান, বাধা কাটবে, ভাগ্যের 𝄹দিশা বদলাবে ডেট করার জন্য সিঙ্গল✤ কর্মীদের টাকা দিচ্ছে এই ♔কোম্পানি ব্যাটে রান নেই! বেড়েছে ভুঁড়ি! সঙ্গে রয়েছে অযথা জেদ! IPL-এ দলই পেলেন না প🐻ৃথ্বী কলকাতার আবেগ কাজে লা🔴গিয়ে পয়সা কামায় KKR, দলে নেয় ꦕনা বাংলার কোনও খেলোয়াড়কে দূষণের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে সাইকেলে চেপে সংসদে টি⛎💜ডিপি সাংসদ PAN 2♔.0: এবার কিউআর কোড থাকবে প্যান কার্ডে, বিনা পয়সায় হবে আপগ্রেড, বিরা🥀ট বদল! KKR-র ধাঁচে খেলল RCB! ৪১ বলে ১০০ করা প্লেয়ারকে না নিয়ে শুনতে হল ‘জোকার’ কꦕটাক্ষ ভারত-অস্ট🍨্রেলিয়া ম্যাচে অনুষ্কার লুক ভাইরাল,কোথায় পাবেন🌌 এই কো-অর্ড সেট? দাম কত

Women World Cup 2024 News in Bangla

AI দিয়ে মহিলা ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং অনেকটাই কমাতে পারল I💙CC গ্রুপ ⛦স্টেজ থেকে বিদায় নিলেও ICCর সেরা মহিলা এক🍌াদশে ভারতের হরমনপ্রীত! বাকি কারা? বিশ্বকাপ জিতে নিউজি🐬ল্যান্🐈ডের আয় সব থেকে বেশি, ভারত-সহ ১০টি দল কত টাকা হাতে পেল? অলিম্পিক্সে বাস্কেটবল খেলেছেন, এবার নিউজি🐭ল্যান্ডকে T20 বিশ্বকাপ জেতালেন এই তা𒁏রকা রবিবারে খেলতে চান না বলে টেস্ট ছাড়েন দাদু, নাতনি꧑ অ্যামেলিয়া বিশ্বকাপের সেরা বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল নিউজিল্যান্ড? টুর্নামেন🌌্টের সেরা কে?- পুরস্কার মুখোমুখি লড়াইয়ে পাল্লা ভারি নিউজিল্যান্ডের, বিশ্বকাপ ফাইনালে ইতিহাস গড়ꦓবে কারা? ICC T20 WC ইতিহাসে প্রথমবার অস্𒐪ট্রেলি🦹য়াকে হারাল দক্ষিণ আফ্রিকা জেমিমাকে দেখতে পারে!ꦏ নেতৃত্বে হরমন-স্মৃতি নয়, তাဣরুণ্যের জয়গান মিতালির ভিলেন নেট রান-রেট, ভালো খেলেও ♛বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন নাইট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.