ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম ২টি ম্যাচ হেরে টি-২০ সিরিজে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়েছিল ভারত। এই অবস্থায় গায়ানার তৃতীয় টি-২০ ম্যাচটি টিম ইন্ডিয়ার সামনে ডু অর ডাই পরিস্থিতিতে দাঁড়িয়ে যায়। সিরিজে ভেসে থাকতে তৃতীয় টি-২০ ম্যাচ জিততেই হতো হার্দিকদের। শুধু তৃতীয় ম্যাচটিই নয়,🐠 বꦕরং সিরিজের বাকি সব ম্যাচই মরণ-বাঁচন পরিস্থিতিতে দাঁড়িয়ে হার্দিক পান্ডিয়াদের সামনে। পান থেকে চুন খসলেই সিরিজ হেরে দেশে ফিরতে হবে ভারতকে। জয় ছাড়া উপায় নেই, এমন শর্ত সামনে রেখে ঘুরে দাঁড়াতে সক্ষম হয় টিম ইন্ডিয়া। তারা সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে দাপুটে জয় তুলে নেয় এবং ৫ ম্যাচের সিরিজে ব্যবধান কমিয়ে ১-২ করে।
ম্যাচের সেরা সূর্যকুমার
১০টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৮৩ রা👍নের মারকাটারি ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন সূর্যকুমার যাদব।
ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন হার্দিক
১৭.৫ ওভারে পাওয়েলের বলে ছক্কা হাঁকিয়ে ভারতকে ম্যাচ জেতালেন হার্দিক পান্ডཧিয়া। ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেটে ১৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ৩ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৩ বল বাকি থাকতে ৭ উইকেট ম্যাচ জিতে ৫ ম্যাচের সিরিজে ব্যবধানে কমিয়ে ১-২ করে ভারত। হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে যেতে হয় তিলককে। তিনি ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন। অর্ধশতরান থেকে মাত্র ১ রান দূরে দাঁড়িয়েছিলেন তিলক। হাতে বলও বাকি ছিল বিস্তর। যদিও তিলককে ৫০ রানে পৌঁছনোর সুযোগ দেননি 𒊎পান্ডিয়া। হার্দিক ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ২০ রান করে নট-আউট থাকেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৫ রানে ২টি উইকেট নেন জোসেফ। ৩২ রানে ১টি উইকেট নেন ওবেদ।
১৫০ টপকাল ভারত
১৭তম ওভারে ৬ রান খরচ করেন আলজারি জোসেফ। টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ১৫৪ রান। ৪৭ রানে ব্যাট করছেন তিলক। হার্দিক ব্যাট করছেন ১২ রানে। জিত﷽তে ৩ ওভারে ৬ রান দরকার ভারতের।
৪ ওভারে ১২ রান দরকার ভারতের
১৬তম ওভারে শেফার্ডের বলে ১টি ছক্কা মারেন তিলক। ১টি চার মারেন হার্দিক। ওভারে ১৩ রান ওঠে। ১৬ ওভার শেষে ভারতেরཧ স্কোর ৩ উইকেটে ১৪৮ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ১২ রান দরকার টিম ইন্ডিয়ার। তিলক ৪৪ ও হার্দিক ৯ রানে ব্যাট করছেন।
৫ ওভারে ২৫ রান দরকার ভারতের
১৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৩৫ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ৫ ওভারে টিম ইন্ডিয়ার দরꦜকার ২৫ রান। তিলক ৩৭ ও হার্দিক ৩ রা𝓰নে ব্যাট করছেন।
আকিলকে বাউন্ডারি তিলকের
১৪তম ওভারে আকিল হোসেনের বলে ১টি চার মারেন তিলক বর্মা। ওভারে ৭ রান ওঠে। ভারতের স্কোর ৩ উইকেটে ১৩০ রান। তিলক ৩৩ রানে ব🍸্যাট করছেন। হার্দিক ব্যাট করছেন ২ রানে।
সূর্যকুমার যাদব আউট
১২.২ ওভারের আলজারি জোসেফকে ছক্কা মারেন সূর্যকুমার যাদব। ১২.৪ ওভারে জোসেফের বলে কিংয়ের হাতে ধরা পড়েন তিনি। নিশ্চিত শতরান হাতছাড়া করেন সূর্য। ১০টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৮৩ রান করে মাঠ ছাড়েন তিনি। ভারত ১২১ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া🅰। ১৩ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ১২৩ রান। তিলক বর্মা ২৭ রানে ব্যাট করছেন।
আকিলকে বাউন্ডারি সূর্যর
১২তম ওভারে আকিল হোসেনের বলে ১টি চার মারেন সূর্যকুমার যাদব। ওভারে ৮ রান ওঠে। টিম ইন্ডিয়ার ♔স্কোর ২ উইকেটে ১১৪ রান। সূর্যকুমার ৭৭ রানে ব্যাট করছেন। ২৬ রান করেছেন তিলক বর্মা।
১০০ টপকাল ভারত
১১তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। রোস্টন চেসের বলে ১টি চার মারেন সূর্যকুমার। ওভারে ৯ রান ওঠে। ভারতের স্কোর ২ উইকেটে ১০৬ রান। ৭০ রানে ব্যাট করছেন সূর্য💃কুমার। ২৫ রান করেছেন তিলক।
১০ ওভারে ৬৩ রান দরকার ভারতের
দশম ওভারে রোমারিও শেফার্ডের বলে ১টি ছক্কা ও ১টি চার মারেন সূর্যকুমার যাদব। ওভারে ♎১৩ রান ওঠে। ১০ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৯৭ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে ৬৩ রান দরকার টিম ইন্ডিয়ার। সূ꧂র্যকুমার ৩২ বলে ৬৪ রান করেছেন। তিলক বর্মা করেছেন ১৭ বলে ২৩ রান।
রোস্টনের ওভারে ৫ রান
নবম ওভারে ৫ রান খরচ করেন রোস্টন চেস। ৯ ওভার শেষে ভারতের স্কোর ২ উꦜইকেটে ৮৪ রান। সূর্যকুমার যাদব ৫৩ রানে ব্যাট করছেন। তিলক বর্মা ২১ 🌄রান করেছেন।
ঝোড়ো হাফ-সেঞ্চুরি সূর্যকুমারের
৭টি চার ও ২টি ছক্কার সা🍌হায্যে মাত্র ২৩ বলে ব্যক্তিগত হাফ-স🌠েঞ্চুরি পূর্ণ করেন সূর্যকুমার যাদব। রোমারিও শেফার্ডের বলে ২টি চার মারেন সূর্য। ওভারে ১০ রান ওঠে। ৮ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৭৯ রান। সূর্যকুমার ৫১ ও তিলক ১৮ রানে ব্যাট করছেন।
রোস্টনকে বাউন্ডারি সূর্যর
সপ্তম ওভারে রোস্টন চেসের বলে ১টি চার মারেন সূর্যকুমার যাদব। ওভারে ৯ রান ওঠে। ৭ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৬৯ রান। সূর্যকুমার ৪২ ও 𝓀তিলক ১৭ রানে ব্যা𝓰ট করছেন।
পাওয়ার প্লে-তে ৬০ ছুঁল ভারত
ষষ্ঠ ওভারে ওবেদ ম্যাককয়ের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন সূর্যকুমার যাদব। ১টি চার মারেন তিলক বর্মা। ওভারে ১৭ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে🎐 ৬০ রান। সূর্যকুমা🅠র ৩৬ ও তিলক ১৫ রানে ব্যাট করছেন।
গিলকে ফেরালেন জোসেফ
৪.২ ওভারে আলজারি জোসেফের বলে জনসন চার্লসের হাতে ধরা পড়েন শুভমন গিল। ১টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ৬ রান করে মাঠ ছাড়েন গিল। ভারত ৩৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তিলক𒊎 বর্মা। তিনি মাঠে নেমেই পরপর ২টি চার মারেন। ৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৪৩ রান। সূর্য ২৫ ও তিলক ৯ রানে ব্যাট করছেඣন।
আকিলের ওভারে ৭ রান
চতুর্থ ওভারে আকিল হোসেনের বলে ১টি চার মারেন সূর্য🅠কুমার যাদব। ওভারে ৭ রান ওঠে। ৪ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেট🐷ে ৩৩ রান। সূর্যকুমার ২৪ রানে ব্যাট করছেন।
জোসেফের ওভারে ১ রান
তৃতীয় ওভারে বল করতে আসেন আলজারি জোসেফ। তিনি মাত্র ১ রান খরচ করেন। ৩ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২৬ রান। ১৮ রানে ব্যাট করছে⛄ন সূর্যকুমার।
আকিলকে বাউন্ডারি সূর্যর
দ্ꦦবিতীয় ওভারে ব্যাট করতে আসেন আকিল হোসেন। চতুর্থ বলে ফ্রি-হিটে চার মারেন সূর্যকুমার। ওভারে ৯ রান ওঠে। ২ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২৫ রান। সূর্যকুমার ১৭ ও গিল ৫ রানে ব্যাট করছেন।
প্রথম ওভারেই আউট যশস্বী
শুভমন গিলের সঙ্গে ওপেন করতে নামেন যশস্বী জসওয়াল। বোলিং শুরু করেন ওবেদ ম্যাককয়। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন যশস্বী। দ্বিতীয় বলে চার মারেন গিল। চতুর্থ বলে জোসেফের হাতে ধরা পড়েন জসওয়াল। অভিষেক টি-২০ ম্যাচে ২ বলে ১ রান করে মাঠ ছাড়েন যশস্বী। ভারত ৬ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে না🌞মেন সূর্যকুমার যাদব। তিনি মাঠে নেমেই ১টি চার ও ১টি ছক্কা মারেন।💙 প্রথম ওভারে শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১৬ রান। সূর্য ১০ ও গিল ৪ রানে ব্যাট করছেন।
দেড়শো টপকে থামল ওয়েস্ট ইন্ডিজ
শেষ ওভারে মুকেশ কুমারের বলে ১টি ছক্কা মারেন রোভম্যান পাওয়েল। ওভারে ১১ রান ওঠে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৫৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। সুতরাং, জয়ের জন্য ভারতের দরকার ১৬০ রান। পাওয়েল ১টি চার ও ৩টি ছক্কার সাহায্🧔যে ১৯ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। ৫ বলে ২ রান করেন শেফার্ড। মুকেশ ২ ও♔ভার বল করে ১৯ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।
আর্শদীপকে জোড়া ছক্কা পাওয়েলের
১৯তম ওভারে আর্শদীপ সিংয়ের বলে ꦺ২টি ছক্কা মারেন রোভম্যান পাওয়েল। ওভারে ১৭ রান ওঠে। ১৯ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫ উইকেটে ১৪৮ রান। ৩১ র𝐆ানে ব্যাট করছেন পাওয়েল। আর্শদীপ ৩ ওভারে ৩৩ রান খরচ করেছেন।
হেতমায়েরকে ফেরালেন মুকেশ
১৮তম ওভারে প্রথমবার বল করতে আসেন মুকেশ কুমার। প্রথম বলেই তিনি তুলে নেন শিমরন হেতমায়েরের উইকেট। ১৭.১ ওভারে মুকেশের বলে তিলক বর্মার হাতে ধরা পড়ে হেতমায়ের। ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৯ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ১২৩ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রোমারিও শেফার্ড। ওভারের চতুর্থ বলে চার মারেন পাꦇওয়েল। ১৮ ওভার শ♐েষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫ উইকেটে ১৩১ রান। পাওয়েল ১৬ ও শেফার্ড ১ রানে ব্যাট করছেন। মুকেশ ১ ওভারে ৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
আর্শদীপের ওভারে ১০ রান
১৭তম ওভারে আর্শদীপ সিংয়ের 🦂বলে ১টি চার মারেন হেতমায়ের। ওভারে ১০ রান ওঠে। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ১২৩ রান। হেতমায়ের ও পাওয়েল উভয়েই ৯ রানে ব্যাট করছেন। আর্শদীপ ২ ওভারে ১৬ রান খরচ করেছেন।
চাহালের বোলিং কোটা শেষ
১৬তম ওভারে ৭ রান খরচ করেন যুজবেন্দ্র চাহাল। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৭ উইকেটে ১১৩ রান। পাওয়েল ৭ ও হেতমায়ের ১ রানে ব্যাট করছেন। 𒆙চাহাল ৪ ওভারে ৩৩ রান খরচ কর✨েছেন। কোনও উইকেট পাননি তিনি।
কিংকে ফেরালেন কুলদীপ
একই ওভারে ওয়েস্ট ইন্ডিজের দুই সেট ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান কুলদীপ যাদব। ১৪.৫ ওভারে কুলদীপের বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন কিং। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৪২ রান করে মাঠ ছাড়েন কিং। ১০৬ রানে ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নামেন হেতমায়ের। কুলদীপ ৪ ওভারে ২৮ রান খরচ করে ৩টি উইকেট নেন। সেই সঙ্গে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৫০টি উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফ꧋েলেন তিনি।
পুরানকে ফেরালেন কুলদীপ
১৪.১ ওভারে কুলদীপ যাদবের বলে নিকোলাস পুরানকে স্টাম্পജ আউট করেন সঞ্জু স্যামসন। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২ বলে ২০ রান করে মাঠ ছাড়েন পুরান। ওয়েস্ট ইন্ডিজ ১০৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রোভম্যান পাওয়েল।
১০০ টপকাল ওয়েস্ট ইন্ডিজ
১৪তম ওভারে হার্দিক পান্ডিꦫয়ার বলে ১টি করে চার মারেন পুরান ও কিং। ওভারে ১২ রান ওঠে। ১৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ১০৫ রান। কিং ৪২ ও পুরান ২০ রানে ব্যাট করছেন। হার্দিক ৩ 🍸ওভারে ১৮ রান খরচ করেছেন।
কুলদীপকে চার-ছক্কা পুরানের
১৩তম ওভারে ꧑শেষে কুলদীপ যাদবের বলে ১টি ছক্কা ও ১টি চার মারেন নিকোলাস পুরান। ওভারে ১৩ রান ওঠে। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ৯৩ রান। পুরান ১৪ ও কিং🌸 ৩৭ রানে ব্যাট করছেন। কুলদীপ ৩ ওভারে ২৭ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
হার্দিকের ওভারে ৪ রান
১২তম ওভারে ৪ রান খরচ করেন হার্দিক পান্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ৮০ র♛ান। ৩৫ রানে ব্যাট করছেন ব্র্যান্ডন কিং। হার্দিক ২ ও🌼ভারে ৭ রান খরচ করেছেন।
চার্লসকে ফেরালেন কুলদীপ
১০.৫ ওভারে কুলদীপ যাদব🃏ের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন🍰 জনসন চার্লস। প্রাথমিকভাবে আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে সাফল্য পায় ভারত। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৪ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন চার্লস। ওয়েস্ট ইন্ডিজ ৭৫ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নিকোলাস পুরান। ১১ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেট ৭৬ রান। কিং ৩৩ রানে ব্যাট করছেন। কুলদীপ ২ ওভারে ১৪ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
অক্ষরের বোলিং কোটা শেষ
দশম ওভারে অক🅺্ষর প্যাটেলের বলে ১টি চার মারেন চার্লস। ওভারে ৬ রান ওঠে। অর্ধেক ইনিংস শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৭৩ রান। কিং ৩২ ও চার্লস ১২ রানে ব্যাট করছেন। অক্ষর ৪ ওভারে ২৪ রান খরচ করে ১টি উ💛ইকেট নিয়েছেন।
চাহালকে ছক্কা হাঁকালেন চার্লস
নবম ওভারে যুজ💛বেন্দ্র চাহালের বলে ১টি ছক্কা মারেন জনসন চার্লস। ওভারে ১১ রান ওঠে। ৯ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৬৭ রান। কিং ৩১ ও চার্লস ৭ রানে ব্যাট করছেন। চাহাল ৩ ওভারে ২৬ রান খরচ করেছেন।
মায়ের্সকে ফেরালেন অক্ষর
৭.৪ ওভারে অক্ষর প্যাটেলের বলে আর্শদীপ সিংয়ের হাতে ধরা পড়েন কাইಞল মায়ের্স। ২০ বলে ২৫ রান করেন মায়ের্স। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ওয়েস্ট ইন্ডিজ ৫৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জনসন চার্লস। ৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১ উইকেটে ৫৬ রান। ২৯ রানে ব্যাট করছেন কিং। অক্ষর ৩ 𝄹ওভারে ১৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
৫০ ছুঁল ভারত
সপ্তম ওভﷺারে কুলদীপ যাদবের বলে ১টি চার মারেন মায়ের্স। ১টি ছক্কা হাঁকান কিং। ওভারে ১২ রান ওঠে। ৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ৫০ রান। কিং ২৮ ও মায়ের্স ২১ রানে ব্যাট করছেন।
পাওয়ার প্লে-র খেলা শেষ
ষষ্ঠಌ ওভারে চাহালের বলে ১টি চার🌜 মারেন কিং। ওভারে ৬ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ৩৮ রান। কিং ২১ ও মায়ের্স ১৬ রানে ব্যাট করছেন। চাহাল ২ ওভারে ১৭ রান খরচ করেছেন।
অক্ষরের ওভারে ২ রান
পঞ্চম ওভারে মাত্র ২ রান খরচ করেন অক্ষর প্যাটেল। ৫ 🍌ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ৩২ রান। অক্ষর ২ ওভারে ১২ রান খরচ করেছেন।
কিংকে আউট করার সুযোগ হাতছাড়া করলেন সঞ্জু
চতুর্থ ওভারে বল করতে আসেন যুজবেন্দ্র চাহাল। প্রথম বলেই ছক্কা মারেন মায়ের্স। তৃতীয় বলে ক্রিজ ছেড়ে ব্যাট চালান কিং। বল উইকেটকিপার স্যামসনের দস্তানা এড়িয়ে বাউন্ডারির বাইরে চলে যায়। প্রাথমিকভাবে মনে হয় কিংকে স্টাম্পের সুযোগ হাতছাড়া করেন সঞ্জু। তবে আম্পায়ার চার রান উপহার দেন কিংকে। অর্থাৎ, স্যামসন বল ধরলে ক্যাচ আউট ꧙হয়ে মাঠ ছাড়তে হতো কিংকে। ওভারে ১১ রান ওঠে। ৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ৩০ রান। মায়ের্স ১৪ ও কিং ১৫ রানে ব্যাট করছেন।
অক্ষরের ওভারে জোড়া বাউন্ডারি
তৃতীয় ওভারে বল করতে আসেন অক্ষর প্যাটেল। তাঁর বলে ১টি চার মারেন কিং এবং ১টি বাউন্ডারি মারেন মায়ের্স। ওভারে ১০ রান ওঠে। ৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ১৯ রান। কিং ১১ ও মায়ের্স ৭ রানে ব্যাট ক🎶রছেন।
আর্শদীপকে বাউন্ডারি কিংয়ের
দ্বিতীয় ওভারে বল করতে আসেন আর্শদীপ সিং। চতুর্থ বলে চার মারেন ব্র♊্যান্ডন কিং। ওভারে ৬ রান ওঠে। ২ ওভা🤪র শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ৯ রান।
ম্যাচ শুরু
কাইল মায়ের্সকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামে🎐ন ব্র্যান্ডন কিং। ভারতের হয়ে নতুন বলে দৌড় শুরু করেন হার্দিক পান্ডিয়া। তৃতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন কিং। পঞ্চম বলে ২ রান নেন মায়ের্স। প্রথম ও♈ভারে ৩ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।
অদ্ভুত কারণে ম্যাচ শুরুতে দেরি
মাঠে ৩০ গজের বৃত্তই নেই। ক্রিকেটাররা মাঠে নেমে গেলেও তার পরে🐻 বিষয়টি নজরে আসে আম্পায়ারদের। ফলে ম্যাচ শুরু হতে সামান্য দেরি হয়। আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে কখনও এমনটা ঘটেছে কিনা সন্দেহ।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ
ব্র্যান্ডন কিং, কাইল মায়ের্স, জনসন চার্লস (উইকেটকিপার), নিকোলাস পুরান, শিমরন হেতমায়ের, রোভম্যান পাওয়েল (ক্যাপ্টেন), রোস্টন চেস, রোমারিও শেফার্ড, আকিল হোসেন꧅, আলজারি জোসেফ ও ওবে꧃দ ম্যাককয়।
ভারতের প্রথম একাদশ
শুভমন গিল, যশস্বী জসওয়াল, সূর্যꦚকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), সঞ🍌্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং ও মুকেশ কুমার।
ভারতের প্রথম একাদশে একজোড়া বদল
ভারত তৃতীয় টি-২০ ম্যাচে রিজার্ভ বেঞ্চে পাঠায় ইশান কিষান ও রবি বিষ্ণোইকে। টি-২০ অভিষেক হ🎐য় যশস্বী জসওয়ালের। চোট সারিয়ে দলে ফেরেন কুলদীপ যাদব। চোটের জন্য ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাঠে নামতে পারছেন না জেসন হোল্ডার। তাঁর বদলে মাঠে নামেন রোস্টন চেস।
টস হারলেন হার্দিক
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে টস হার𝕴ল ভারত। টস জিতে ক্যারিবিয়ান দলনায়ক রোভম্যান পাওয়েল শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, গায়ানায় রান তাড়া করবে টিম ইন্ডিয়া।
টি-২০ অভিষেক যশস্বীর
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে ভারতের জার্সিতে টি-২০ অভিষেক হচ্ছে যশস্বী জসওয়ালের। ম্যাচের আগে তিনি ভারতের টি-২০ ক্যাপ হাতে পান। সুতরাং, ভারতের প্রথম একাদশে রদবদল হচ্📖ছেই।
ডু অর ডাই ম্যাচ ভারতের
সিরিজের প্রথম ২টি টি-২০ ম্যাচে পরাজিত হয়ে কোণঠাসা হয়ে পড়েছে টিম ইন্ডিয়া। এই অবস্থায় সিরিজের বাকি তিনটি টি-২০ ম্যাচ ডু অর ডাই পরিস্থিতিতে দাঁড়িয়ে হার্দিক পান্ডিয়াদের সামনে। একটি ম্যাচ হারলেই সিরি🐼জ হেরে দেশে ফিরতে হবে ভারতকে।
দ্বিতীয় টি-২০ ম্যাচের ফলাফল
গায়ানায় সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। নির্ধারিত ২০ ওভারে তারা ৭ উইকেটে😼র বিনিময়ে ১৫২ রান তোলে। তিলক বর্মা ৫১, ইশান কিষান ২৭ ও হার্দিক পান্ডিয়া ২৪ রান করেন। ২টি করে উইকেট নেন আকিল হোসেন, আলজারি জোসেফ ও রোমারিও শেফার্ড। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৮.৫ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫৫ রান তুলে ম্যাচ জিতে যায়। নি༒কোলাস পুরান ৬৭, শিমরন হেতমায়ের ২২ ও রোভম্যান পাওয়েল ২১ রান করেন। হার্দিক পান্ডিয়া ৩টি ও যুজবেন্দ্র চাহাল ২টি উইকেট নেন। ৭ বল বাকি থাকতে ২ উইকেটে ম্যাচ জিতে ৫ ম্যাচের সিরিজে ২-০ লিড নেয় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের সেরা হন পুরান।
প্রথম টি-২০ ম্যাচের ফলাফল
ত্রিনিদাদে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৯ রান সংগ্রহ করে। রোভম্যান পাওয়েল ৪৮ ও নিকোলাস পুরান ৪১ রান করেন। ২টি করে 𒉰উইকেট নেন আর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল। পালটা ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে। ৪ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জিতে ৫ ম্যাচের সিরিজে ১-০ লিড নেয় ওয়েস্ট ইন্ডিজ। তিলক বর্মা ৩৯ ও সূরౠ্যকুমার যাদব ২১ রান করেন। ২টি করে উইকেট নেন ওবেদ ম্যাককয়, জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড। ম্যাচের সেরা হন হোল্ডার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।