১৫০ কোটির ভারতবর্ষে কেন অলিম্পিক্সে মাত্র ৬টা বা ৭টা পদক আসে দেশের ঝুলিতে সেটা প্যারিসে গিয়ে ভালোই বুঝতে পারলেন ক্রীড়াবিদরা।ꦯ এবারে প্যারিস গেমস থেকে ভারত জিতেছে ৬টি পদক। ভিনেশ ফোগট অল্পের জন্য পদক পাওয়ার থেকে ব্রাত্য থাকেন, কারণ তাঁর ওপর নির্দিষ্ট ইভেন্টের সিমার ওপরে ছিল। এই আবহেই নীরজ চোপড়ার মতো ভারতীয় হকি দলও নিজেদের গতবারের পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখে প্যারিসে এসেও।
নীরজ চোপড়া যেমন ২০২১ সালে টোকিয়ো অলিম্পিক্সের সময় দেশকে সোনা এনﷺে দিয়েছিলেন, তেমনই বহু বছর পর টোকিয়োতে পদক জিতেছিল পিআর শ্রীজেশের ভারতীয় হকি দলও। এবারেও নীরজ এবং ভারতীয় হক দল প্যারিস অলিম্পিক্সে পদক জেতেন। তবে দেশে ফেরার সময়ই এক ব্যতিক্রমি ঘটনার সাক্ষী থাকলেন ভারতের হার্দিক সিং, হরমনপ্রীত সিংরা।
১ কোটি টাকা? মꦑাথা খারাপ নাকি... অলিম্পিক্সে পদক জেতা বন্দুকের দাম জানালেন ভাকের…
স্পেনকে ব্রোঞ্জ পদকের ম্যাচে ২-১ গোলে হারিয়ে দেয় ভারতীয় হকি দল, সেই সুবাদে তাঁরা পরপর দ্বিতীয়বার অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জেত𒀰েন। কয়েক দশক পর টানা দুই অলিম্পিক্সে পদক জয়ের নজির গড়েন হরমনপ্রীত সিং, অভিষেকরা। ক্রেগ ফুলটনের ছেলেদের যা পারফরমেন্স ছিল, তাতে রৌপ্য বা সোনা জিতলেও অবাক হওয়ার কিছু ছিল না। দেশে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফেও তাঁকে শুভেচ্ছা জানানো হয়। অথচ প্যারিসে কিনা তাঁদের না চিনে, এক পাতি চাওয়ালাকে নিয়েই মাতামাতি করতে দেখা যায় ভারতীয় সমর্থকদের
আরও পড়ুন-‘গ্র্যান্ꦫডস🍷্লাম চ্যাম্পিয়ন পেতে ১০ বছর সময় লাগবে’! ভারতীয় টেনিস নিয়ে আশঙ্কায় পেজ…
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় দলের মিডফিল্ডার হার্দিক সিং জানাচ্ছিলেন কীভাবে প্যারিসে ভারতীয় সমর্থকরা, বিমানবন্দরে তাঁদের চিনতেই পারেননি। অথচ সম্𒐪প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ডলি চাওয়ালাকে নিয়ে মাতামাতি করছিলেন, যা দেখে তাঁরা নিজেরাই লজ্জায় পড়ে যান෴। ভাবতে শুরু করেন, এ কোন দেশে বাস করছেন তাঁরা।
হার্দিক সিং বলছেন, ‘আমি আমার নিজের চোখে দেখেছি প্যারিস বিমানবন্দরে। আমি ছিলাম, হরমনপ্রীত সিং ছিল, আরও ৫-৬জন ছিলাম। ওখানে ডলি চাওয়ালা ছিল। কেউ আমাদের চিনতেই পারꩲল না, সবাই ওর সঙ্গে ছবি তুলছিল। আমরা নিজেদের মুখ চাওয়া চাওয়ি করছিলাম, মানে নিজেরাই লজ্জায় পড়ে গেছিলাম বিষয়টি দেখে। হরমনপ্রীত ১৫০র বেশি গোল রয়েছে, মনদীপেরও ১০০-র ওপর গোল রয়েছে। একজন ক্রীড়াবিদের জীবনে টাকা অর সম্মান বড় বিষয়, কিন্তু সমর্থকরা যখন তাঁদের পাশে থাকে। এর থেকে বড় আর কিছুই হয়না ’।
আরও পড়ুন-বুডাপেস্টে চেস অলিম্পিয়াড চ্যাম্পিয়ন ভারত! বাসভবনে ডেক🏅ে মিষ্টিমুখ করালেন প্রধানমন্ত্রী...
মুম্বইয়ের ডলি চাওয়ালার কাছে একদিন চা খেতে গেছিলেন বিল গেটস। ডলি যথারীতি গেটসকে চিনতেন না। তাঁর দোকানের চা খাওয়ার ভিডিয়ো বিল গেটস নিজের ಞসোশাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করতেই জীবন বদলে যায় ডলি চাওয়ালার। নিজ🤡ে চা বিক্রেতা থেকে এখন তিনি ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন, রেখেছেন ব্যক্তিগত ম্যানেজারও। আর ক্রিকেটপ্রেমী ভারতীয় জনতা তাই সোশাল মিডিয়ার এই তারকাকেই নিজেদের হিরো বানিয়ে উপেক্ষা করল প্যারিসে ব্রোঞ্জ জয়ী ভারতীয় দলকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।