এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির মহিলাদের হকির ফাইনালে দুর্দান্ত জয় পেল ভারতীয় দল। এবারের প্রতিযোগিতায় ত🧔াঁরা যেন অশ্বমেধের ঘোড়ার মতোই দৌড়াচ্ছে। দীপিকাদের দুরন্ত পারফরমেন্সকে অনেকটা অসাধ্য সাধন করেই দেখাল ভারতীয় মহিলা দল। তাঁরা হারিয়ে দিল অলিম্পিক্সের রৌপ্যপদকজয়ী চিনকে। বিহারে হওয়া এই ম্যাচে ১-০ তে জিতল ভারত।
আরও পড়ুন-ভা🤡রত মনে রাখেনি তো কি হয়েছে! অজি তারকা প𝔉ূজারার মন্ত্রেই ভারতকে বিপাকে ফেলতে চান…
দীপিকার অনবদ্য গোলে টানা ফাইনালে চিনকে হারিয়ে ট্রফি আয়ত্তে রাখল ভারত। প্রথম কোয়ার্টারে কোনও গোল আসেনি। দুই দলই টানটান ম্যাচ খেলে। আক্রমণ প্রতি আক্রমণে খেলা জমে ওঠে। এক💧টা সময় মনে হচ্ছিল যে কোনও দলই ম্যাচ জিতে ট্রফি জিতে নিয়ে যেতে পারে। কিন্তু শেষ পর্যন্ত ভারতই হাসে শেষ হাসি।
আরও পড়ুন-অজি স্টার্ক থেকে ইংরেজ বাটলার! ভারতীয়🤪 পন্ত-শ্রেয়স! নিলামে সব থেকে দামি হতে পারে যারা?
এর আগে চীনকে ৩-০ গোলে লিগ পর্যায় হারিয়েছিল ভারত। ম্যাচের ৩১ মিনিটে ভারতের হয়ে একমাত্র গোলটি করেন দীপিকা। এর আগে ২০১৬,২০২৩ সালেও এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। টানা দুবার শিরোপা জিতলেন দী꧙পিকা, সঙ্গীতারা। যদিও অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে না পারার দগদগে ঘা ভারতকে যে জাগিয়ে তুলেছে, তা অনুমান করা যায়।
আরও পড়ুন-IPL নিলামে শামি পাচ্ছেন বড় দাম! পিছܫনে থাকতে পারেন আকাশদীপও! বাংলার আর কারা ဣদামি?
ভারতীয় দলই এখন এই প্রতিযোগিতার সফলতম দল দঃ কোরিয়ার সঙ্গে। দুই দলই তিনবার এই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে। মালেশিয়াকে ৪-১ গোলে হারিয়ে জাপান তৃতীয় স্থানে শেষ করে। ১৭ বছর বয়সী সুনেইলিতা টোপ্পো এদিন অনবদ্য পারফরমেন্স করেন। সারা মাঠ দৌড়ে বেড়ান। দ্বিতীয় কোয়ার্টারের তিন মিনিটেই ভারতের গোলরক্ষক বিচু দেবি খারিবাম অসাধারণ একটা সেভ দেন। এরপরই ভারত🧸 চতুর্থ পেনাল্টি কর্নার পায়, কিন্তু একটাও কনভার্ট করতে পারেনি।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ার কাছে T20 সির♔িজে হার! এবার নয়া🌳 ব্যাটিং কোচ পাকিস্তান ক্রিকেটে…
পেনাল্টি কর্নার থেকে গোল করতে না পারা চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে ভারতের কাছে, এর আগে ♑জাপানের বিরুদ্ধে ম্যাচে ১৩টা সুযোগ পেয়েও একটিও কাজে লাগাতে পারেননি ভারতীয়রা। ৪২ মিনিটে দীপিকা পেনাল্টি স্ট্রোক থেকে আসা সুযোগে গোলের সুযোগ পেয়েছিলেন, কিন্তু তা কনভার্ট করতে পারেননি। এরপর সুশিলা চানুর শট আটকান চিনের গোলরক্ষক। চিনের চাপ সামলেও শেষ পর্যন্ত জিতেই মাঠ ছাড়ে ভারতীয় মহিলা দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।