প্যারিস গেমসে অনবদ্য পারফরমেন্স জ্যাভলিন থ্রোতে। প্যারালিম্পিক্সে দেশকে মঙ্গলবার রাতে এই বিভাগে জোড়া পদক এনে দিলেন অজিত সিং এবং সুন্দর সিং গুজ্জর। সেই সঙ্গে সঙ্গেই দেশের ক্রীড়াক্ষেত্রের ইতিহাসে প্যারিসে প্যারালিম্পিক্স গেমসে সব থেকে ভালো ফল করল ভারত। ইতিমধ্যেই গতবারের টোকিয়ো অলিম্পিক্সের মেডেল সংখ্যাকে পেরিয়ে গেছে ভারত। চলতি বছরেই কয়েক সপ্তাহ আগে শেষ হয়েছে অলিম্পিক্স। সেখানে ভারতের পদকের সংখ্যা গতবারের তুলনায় কমেছিল। টোকিয়োতে সাতটি পদক এলেও প্যারিসে এসেছিল ৬টি পদক। সেই আক্ষেপ অবশ্য মিটিয়ে দিলেন অজিত সিং যাদব, মারিয়াপ্পা থাঙ্গাꦫভেলুর মতো ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিটরা। মঙ্গলবার রাতে তাঁদের দুরন্ত পারফরমেন্সের সৌজন্যেই এবারের প্যারিস গেমসে ২০ তম পদক জয়ের নজির গড়ে ফেলল ভারত।
পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের টি৪৬ বিভাগে বিশ্বরেকর্ডধারী সুন্দর সিং গুরজার এবং অজিত সিং জিতলেন পদক। অজিত সিং যাদব দেশকে এনে দিলেন রৌপ্য পদক। তিনি জ্যাভলিন থ্রো করলেন ৬৫.৬২ মিটার দূরত্বে। সুন্দর সিং গুরজর পেল🔴েন ব্রোঞ্জ পদক। একই ইভেন্টে তিনি থ্রো করলেন ৬৪.৯৬ মিটার। এই বিভাগটি হল মুলত হাত বা পা না থাকা ক্রীড়াবিদদের জন্য। চতুর্থ থ্রো পর্যন্ত অজিতের থেকে সুন্দর গুরজর এগিয়ে ছিলেন। কিন্তু পঞ্চম থ্রোতে গিয়ে টোকিয়ো অলিম্পিক্সের পদকজয়ীকে টপকে রৌপ্য পদক জয় করেন অজিত সিং যাদব। ভারতের আরেক প্রতিযোগিতা রিঙ্কু এই ইভেন্ট শেষ করেন পঞ্চম স্থানে, তিনি ৬১.৫৮ মিটার দূরত্বে নিজের সর্বোচ্চ থ্রোটি করেছিলেন।
আরও পড়ুন- গুলি-বারুদের ধোঁয়ার মাঝেই দুহাত ছাড়া বেড়ে ওঠা! প্যারিস🎀ে রূপকথা লিখলেন শীতল দেবী…
স্টেট দে ফ্রান্সে অজিতের ৬৫.৬২ মিটার দূরত্বের থ্রো ছিল তাঁর নিজের কেরিয়ারের সেরা থ্রো, আর সেটাই এল একেবারജে প্যারালিম্পিক্সের আসরে। সেই সঙ্গেই পদক জয় নিশ্চিত করে ফেলেন তিনি। অন্যদিকে টোকিয়ো অলিম্পিক্সের ধারাবাহিকতা দেখিয়ে সুন্দরের নেওয়া ৬৪.৯৬ মিটারের থ্রোটি চলতি মরসুমে তাঁর নেওয়া সেরা থ্রো। কিউবার গুলেরমো এই বিভাগে সোনা জিতলেন, তিনি ৬৬.১৪ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করেন।
আরও পড়ুন-বুড়ো হাড়ে ভেল🌟্কি! US Open-এ বাজিমাত বোপান্নার! উঠলেন মিক্সড ডবলসের সেমিতে…
এর আগে জ্যাভলিন থ্রোতেই ভারতের হয়ে সোনা জিতেছিলেন সুমিত আন্টিল। নিজের শিরোপা তিনি ডিফেন্ড করেছিলেন টি৬৪ জ্যাভলিন থ্রো ইভেন্টে। নীরজ চোপড়া গতবার টোকিয়ো অলিম্পিক্সে সোনা জয়ের পর গোটা দেশেই জ্যাভলিন থ্রো ইভেন্টটি জনপ্রীয় হয়। সুমিত আন্টিলের মতো প্যারালিম্পিয়ানরাও লাইমলাইটে আসা শুরু করেন। এবার সেই বিভাগেই ফের জোড়া পদক জিতল ভারতীয়✅ ক্রীড়াবিদরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।