জার্মানি🎀তে খেলতে গিয়ে হেনস্থার শিকার হলেন ভারতের গ্র্যান্ডমাস্টার এসএল নারায়ণন। বুন্দেশলিগা দাবা লিগ খেলতে জার্মানি গিয়েছিলেন এসএল নারায়ণন। ভারতীয়𒊎 দাবাড়ু জানিয়েছেন,পাঁচ জন প্রতিযোগীকে প্রথম রাউন্ডের আগে বেছে নেওয়া হয়। সেই তালিকায় ছিল নারায়ণনের নাম। তাঁদের যে কোনও সময় তল্লাশি করা হবে বলে জানানো হয়েছিল।
ক্ষোভপ্রকাশ করে🧸 টুইট করেছেন ২৪ বছরের দাবাড়ু। তিনি জানিয়েছেন বিশ্ব দাবা সংস্থা ফিডেকেও। নারায়ণন লিখেছেন,‘আমি অপমানিত বোধ করেছি। এমন ঘটনা নিয়ে চুপ থাকলে নিজের প্রতিই অবিচার করা হবে। অন্য ক্রীড়াবিদদের প্রতিও অবিচার হবে,যাঁদের এমন অভিজ্ঞতা হয়েছে।’
আরও পড়ুন… সে এবি ডি’ভিলিয়ার্সের মতো বিপজ্জনক খেলোয়াড়- সূর্যকুমার যাদবের ভক্ত হয়ে উঠಌেছেন রবি শাস্ত্রী
ভারতীয় গ্র্যান্ডমাস্টার লিখেছেন, ‘মেটাল ডিটেক্টরে পরীক্ষা𝕴র সময় একটি শব্দ হয়। আমাকে জুতো খ🥀ুলে ফেলতে বলা হয়। তার পরেও শব্দ হয়। এর পর মোজাও খুলে ফেলতে বলা হয় আমাকে। খালি পায়ের কাছে মেটাল ডিটেক্টর নিয়ে এসে পরীক্ষা করা হয়। তখনও শব্দ হয়। তখন আমাকে এক পাশে সরে দাঁড়াতে বলা হয় এবং পরের খেলোয়াড়কে ডাকা হয়। সেই সময়ের অনুভূতি বলে বোঝাতে পারব না। নিজেকে অপরাধী মনে হচ্ছিল।’
এসএল নারায়ণন লিখেছেন, ‘যে ঘরে খেলা ছিল তার মাঝখানে পরীক্ষা করা হচ্ছিল আমাদের। সেখানেই আমাকে খানিকক্ষণ খালি পায়ে দাঁড় করিয়ে রাখা হয়। বিষয়টা অত্যন্ত অস্বস্তিকর ছিল।’নারায়ণন লিখেছেন, ‘মেঝেতে কার্পেট পাতা ছিল। দেখা যায় সেই কার্পেটের জন্যই শব্দ হচ্ছে। নিরাপত্তারক্ষী অবশ্য আমার কাছে দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়েছেন। তবুও গোটা পরিস্থিতিটাই ছিল অস্বস্তি💎কর এবং অপমানজনক। মনে হয় পরিস্থ꧅িতিটা আরও ভাল ভাবে সামলাতে পারতেন প্রতিযোগিতার আয়োজকরা। এমন মানের প্রতিযোগিতায় আরও পেশাদারিত্ব আশা করি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।