শুভব্রত মুখার্জি: নাগপুরে দুই ইনিংসেই রিভার্স সুইপ মারতে গিয়ে আউট হয়েছিলেন অস্ট্রেলিয়া দলের কিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি। দুবারেই একধরনের শট খেলে আউট হ🌜য়ে যাওয়ার কারণে তাঁকে বেশ সমালোচনার মুখেও পড়তে হয়েছিল। অনেকেই তাঁর এই ধরনের শটকে দায়িত্বজ্ঞানহীন অ্যাখ্যা দিয়েছেন। তবে অস্ট্রেলিয়ার কিপার ব্যাটার অ্যালেক্স ক্যারির মত আবার এই ব💖িষয়ে সম্পূর্ণ ভিন্ন। রিভার্স সুইপের কারণেই যে নাগপুর টেস্টে তাঁর পতন ঘটেছে সেকথা মেনেও নিয়েছেন তিনি। তার পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন রিভার্স সুইপ খেলে কখনও সাফল্য পাব, আবার কখনও ব্যর্থতা হবে।
নাগপুরে প্রথম ইনিংসে ক্যারির প্রথম রান আসে রিভার্স সুইপে পাওয়া চার থেকেই। এই ইনিংসে বেশ আক্রমণাত্মক ব্যাটিং করেছিলেন তিনি। ৩৩ বলে ৩৬ রান করে আউট হয়ে যান। প্রথম ইনিংসে অশ্বিনকে রিভার্স সুইপ মারতে গিয🍎়ে আউট হয়ে যান তিনি। বল তাঁর ব্যাটের কোনাতে লেগে স্ট্যাম্পে ঢুকে যায়। দ্বিতীয় ইনিংসে প্রথম দুটি বলে তিনি সুইপে চার মারেন। এই ইনিংসেও তিনি রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হন।
বিষয়টি নিয়ে বলতে গিয়ে ক্যারি জানান 'হয়ত প্রথম ইনিংসের প্রয়োগ পদ্ধতিতে সমস্যা ছিল। দ্বিতীয় ইনিংসে আমার মাথায় যেটা ছিল সেটা হল আমার আগে যাঁরা ব্যাট করেছে তাঁদের থেকে আলাদা পদ্ধতিতে আমি ব্যাট করব। এতে (রিভার্স সুইপ) কখনও স♌াফল্য পাব, আবার কখনও ব্যর্থতার কারণ হবে। আমাকে 🎶সঠিক ব্যালান্স খুঁজে বের করতে হবে। আমার স্ত্রীও আমাকে এটা নিয়ে অনেক বার বলেছে। সেও রিভার্স সুইপ খেলাটা পছন্দ করে না। হয়ত বেশ কিছু দিন আপনারা আমাকে এই শটটা খেলতে দেখবেন না (হাসি)।'
তিনি আরও যোগ করেন 'হয়ত আমি খুব বেশি মনোযোগী ছিলাম ভিন্ন স্টাইলে খেলতে। তবে ভারতের মাটিতে প্রথম টেস্টে আমার কাছে এটা খুব বড় একটা শিক্ষা। আশা করছি আমাদের সমস্ত ক্রিকেটারদের মতো আমিও সঠিক 🌺ভারসাম্যটা খুঁজে পাব। আমাদেরকে শান্ত, আরও🅠 ধৈর্য্যশীল থাকতে হবে। ভারতে এসে পরিবেশ পরিস্থিতি নিয়ে খুব বেশি ভাবা যাবে না। নিজে যখন ব্যাট করতে নামব তখন আমি কী করব, কীভাবে খেলব সেটা নিয়েই ভাবতে হবে। আমাকে কী ধরনের বোলিং করা হচ্ছে সেটা মাথায় রেখেই খেলতে হবে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।