ভার🥀তের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য ইংল্যান্ডের মহিলা দল ঘোষিত হল। ১৬ জনের স্কোয়াডে জায়🦩গা পেয়েছেন সোফিয়া ডাঙ্কলি।
ক'দিন আগেই প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা ক্রিকে🃏টার হিসেবে ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলতে নেমে ইতিহাস গড়েন সোফিয়া। শুধু তাই নয়, অনবদ্য হাফ-সেঞ্চুরি করে অভিষেক টেস্ট ইনিংসকে স্মরণীয় করে রাখেন ডাঙ্কলি।
ফ্রেয়া ডেভিস ও সারা গ্লেনকে ইংল্যান্ডের টেস্ট স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। ১৬ জনের ওয়ান ডে স্কোয়াডে ফিরে এলেন দু'জনেই। উল্লেখযোগ্য বিষয় হল, ড্যানি ওয়াটের জায়গা হয়নি ওয়ান ডে স্কোয়াডে। উইনফিল্ড হিল ওয়ান ডে স্কোয়াডেꦡ নিজের জায়গা ধরে রেখেছেন।
উল্লেখ্য, তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের 🎃পর দু'দল তিন ম্যাচের টি-২০ সিরিজে পরস্পরের মুখোমুখি হবে।
ইংল্যান্ডের ওয়ান ডে স্কোয়াড: হেথার নাইꦇট (ক্যাপ্টেন), এমিলি আর্লট, ট্যামি বিউমন্ট, ক্যাথেরিন ব্রান্ট, কেট ক্রস, ফ্রেয়া ডেভিস, সোফিয়া ডাঙ্কলি, সোফি♏ একলেস্টোন, টাশ ফারান্ট, সারা গ্লেন, অ্যামি জোনস, নাতালি সিভার, অ্যানা শ্রুবসোল, ম্যাডি ভিলিয়ার্স, ফ্রান উইলসন ও লরেন উইনফিল্ড-হিল।
ভারত-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজের সূচি:-
প্রথম ওয়ান ডে- ২৭ জুন (ব্রিস্টল)।
দ্বিতীয় ওয়ান ডে- ৩০ জুন (টনটন)।
তৃতীয় ওয়ান ডে- ৩ জুলাই (নিউ রোড)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।