বিস্ট্রলে সিরিজের একমাত্র টেস্টে ইংল্যান্ডের মহিলা দলের ৩৯৬ রানের জবাবে প্রথম ইনিংসের শুরুটা দারুণ করে ভারতীয় দল। ওপেনিং পার্টনারশিপে স্মৃতি মন্ধনার-শেফꦉালি বর্মা জুটি ১৫০ রানও অতিক্রম করে। তবে নিজের অভিষেক টেস্টে ঠিক শতরানের দোড়গোড়ায় পৌঁছেও খালি হাতে ফিরতে হয় শেফালিকে।
১৩টি চার ও দু'টি ছয় দিয়ে সাজানো ১৫২ বলে ৯৬ রানের ইনিংসে, রাহুল দ্রাবিড়ের ♑পর দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যানহিসাবে অভিষেক টেস্টে নব্বইয়ের ঘরে আউট হন এই তরুণ ওপেনার। তবে হতাশা নয় বরং তাঁকে সমর্থন করার জন্য তাঁর পরিবার-পরিজন, সতীর্থ এবং অনুরাগীদের ধন্যবাদ জ্ঞাপন করে সামনের দিকেই এগিয়ে যাওয়ার লক্ষ্যে ১৭ বছর বয়সী শেফালি।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেফালি লেখেন, ‘প্রত্যেককে আলাদা আলাদা করে উত্তর দেওয়া এই মুহূর্তে সম্ভব নয়। তবে আমি সকলকে তাঁদের শ🐽ুভেচ্ছাবার্তা ও আমাকে সমর্থন করার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমি আমার দলের সতীর্থ এবং সাপোর্ট স্টাফদেরও ধন্যবাদ জানাতে চাই। এমন এক দলের অংশ হতে পেরে আমি গর্বিত।’
তবে তিন অঙ্কে পৌঁছাতে না পারায়, তাঁর থেকেও তাঁর পরিবার-পরিজনরা বেশি হতাশ হবে বলেই মনে করছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের তরুণ ওপেনার। অপর একটি পোস্টে𒆙 তিনি লেখেন, ‘আমি জানি আমার থেকেও আমার বাবা, আমার পরিবার, আমার দল ও অ্যাকাডেমির লোকেরা ওই চার রানকে বেশি করে মিস করবে। তবে কথা দিলাম আমি পরবর্তীক্ষেত্রে তাঁদের ঠিক তুষ্ট করব। ওনারা সকলেই আমাকে বিভিন্ন পদক্ষেপে নানাভাবে প্রচুর সমর্থন করেছেন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।