প্রাকবিশ্বকাপে ভারতীয় মহিলা দলের চরম দুর্দাশা অব্যা𒁏হত। নিಞউজিল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টি-টোয়েন্টি এবং প্রথম দুই ওয়ান ডে ম্যাচ আগেই হেরেছিল ভারতীয় দল। এবার তৃতীয় ওয়ান ডেতে পরাজয়ই হাতে এল মিতালি রাজদের। ২৭৯ রান করলেও বেশ সহজেই তিন উইকেটে ম্যাচসমেত সিরিজও জিতে নিলেন কিউয়ি মহিলারা।
ম্যাচের আগেই ভারতীয় ওয়ান ডে দলের সহ-অধিনায়ক হরমনপ্রীত কউরের ফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক ডিয়ানা এডুলজি। এই ম্যাচেও চূড়ান্ত হতাশ করলেন সিনিয়র ভারতীয় ব্যাটার হরমনপ্রীত। ২২ বলে মাত্র ১৩ রান কর দলকে বেশ চাপে ফেলেই সাজঘরে ফেরত যান হরমনপ্রীত। তি💎নি যে ফর্মে নেই, তা কারুরই অজানা নয়। তৃতীয় ম্যাচে হরমনপ্রীত যেভাবে আউট হলেন, তাতে মানসিকভাবেও তিনি সঠিক জায়গায় রয়েছেন কিনা, সেই ওনিয়ে প্রশ্ন উঠাই স্বাভাবিক।
ভারতীয় ইনিংসের ২৮তম ওভারের চতুর্থ বলে ফ্রান্সেস ম্যাকায়ের বিরুদ্ধে স্টেপ আউট করে বড় শট হাঁকাতে যান হরমনপ্রীত। তবে বলের লাইনে ঠিকঠাক পৌঁছতে না পেরে বাধ্য হয়েই তা ডিফেন্ড করেন হরমনপ্রীত। বল চলে যায় ম্যাকায়ের হাতে। এরপর ক্রিজে ফিরত না গিয়ে মাঝ♛পিচেই থেমে যান হরমনপ্রীত। উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে ম্যাকায় উইকে🐽টের দিকে বল ছোড়েন এবং নিউজিল্যান্ড কিপার কেটি মার্টিন সেই বল ধরে উইকেট ভেঙে দেন।
গোটা ব্যাপারটা হরমনপ্রীতের বুঝতে বুঝতে বেশ অনেকটাই দেরি হয়ে যায়। তিনি ডাইভ মারলেও তা যথেষ্ট ছিল না। রান আউট হয়েই সাজঘরে ফিরতে হয় ভারতীয় তারকাকে। এই গোটা ঘটনা ফের একবার হরমনপ্রীতকে বড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। বিশ্বকাপের আগেই নিউজিল্যান্ডে এথনও অবধি চার ইনিংস হরমনপ্রীত যথাক্রমে ১২, ১০, ১০, ১৩ রান করেছেন। এহেন হতশ্রী ফর্ম যেমন বিশ্বকাপের আগে একেবারেই আনন্দদায়ক ন🍒য়, তেমনই ভারতের ফ🐠র্মও বেশ উদ্বেগজনক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।