দিদি নম্বর ওয়ানে খেলতে আসা সাধারণ মানুষ থেকে♓ তারকারা অনে কেই অনেক সময় বলে থাকেন যে এত বছর ধরে রচনা বন্দ্যোপাধ্যায় এই শো সঞ্চালনা করছেন, অথচ তাঁর এতটুকু বদল কোথাও দেখা যায়নি। কিন্তু কেন? কোন কারণ রয়েছে তাঁর ফিট থাকার নেপথ্যে? এদিন সেটাই প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। জানালেন ৫২ তেও গ্লো বজায় রাখার, সুপারফিট থাকার বিউটি সিক্রেট।
আরও পড়ুন: মহিলা লিডে ছব🌊ি চলছে না এখন, অকপট স্বীকারোক্তি বিদ্যার, স্ত্রী ২-র কথা ভুলে গেলেন?
আরও পড়ুন: অবশেষে মেয়ের মুখ দেখালেন প্রীতি-রাহুল! নেটপ💧াড়া আয়রাকে দেখেই বলছে, 'এ তো পুরো...'
কী ঘটেছে?
রবিবার সকাল সকাল রবীন্দ্র সরোবর বা স্থানীয়দের কাছে অতি পরিচিত লেকে বেড়াতে গিয়েছিলেন হুগলির সাংসদ। সাধারণত সকাল সকাল লেকে গেলে অনেকেই বেরিয়ে বাইরের চায়ের দোকান থেকে🐻 চা খান। কিন্তু এদিন চা নয়, বরং বাইরে বেরিয়ে নিজের সেই বিউটি সিক্রেট দুটো খেলেন রচনা। একই সঙ্গে সেই দুটোর কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন।
রচনা বন্দ্যোপাধ্যায় ফিট থাকতে রোজ নিম পাতা আর করলার রস খান। সঙ্গে অ্যালোভেরা আর আমলার রস। ℱসেই কথা জানিয়ে তিনি এদিন ভিডিয়োতে বলেন, ' এটা নিম আর করলার রস। আর এই হাতে আছে হচ্ছে অ্যালোভেরা আর আমলার রস। আজ রবিবারের সকাল। আ✱জ আমি এসেছি লেকে। এই দুটো রস আমি আজ খাব। খুব তেতো কিন্তু খেতে হবে।' সেই তেতো রস খেয়ে অভিনেত্রীর মুখ দেখার মতো হয়েছিল!
তিনি এদিন আরও বলেন, 'আমায় সবাই জিজ্ঞেস করেন, আমি ক🧸ী করি, কী খাই। আমি এটা খাই। বাড়িতে খাই রোজ সকালে। কিন্তু আজ এখানে খাচ্ছি।'
কে কী বলছেন?
অভিনেত্রী এটি পোস্ট করা মাত্রই অনেকেই তাত🐻ে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'আজ আপনাকে দেখলাম আপনি যখন রিল বানাচ্ছিলেন। আমরা পাশে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম।' আরেকজন লেখেন, 'এটা খেলে কী হয়?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'ঠিক আছে, তবে এটা ট্রাই করে দেখতে হবে💫 যে কী হয় এই দুটো খেলে।'
প্রসঙ্গত, রচনা বন্দ্যোপাধ্যায় এই বছর রাজনীতির ময়দানে পা রেখেছেন। হুগলি থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড❀়ে বিজয়ী হয়েছেন।