শুরুতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ🍨ে ১৮ রানে পরাস্ত হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ম্যাচে দলের হয়ে ওপেনিং করতে দেখা যায়নি তারকা ব্যাটার স্মৃতি মন্ধনাকে। এরপর সম্ভবত সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচেও খেলবেন না স্মৃতি।
নিউজিল্যান্ড সরকারের নিয়ম অনুযায়ী এমআইকিউতে (ম্যানেজড আইসোলেশন এন্ড কোয়ারেন্টাইন) রয়েছেন মন্ধনাসহ দলের আরও দুই ক্রিকেটার, রেণুকা এবং মেঘনা সিং। এর কারণেই টি-টোয়েন্টিতে খেলা হয়নি তাঁর। এবার ESPNcricinfo-র এক সাম্প্রতিক রিপোর্ট দাবি করা হয়, অন্তত প্রথম ওয়ান ডে ম্যাচেও দলের তারকা ওপেনারকে পাবে না ভারতীয় দল। 🌸যস্তিকা ভাটিয়া, মন্ধনার বদলে বুধবার (৯ ফেব্রুয়ারি) সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে ভারতের হয়ে ওপেনিং করেন।
তিনি ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে বলেন, ‘স্মৃতি, মেঘনা সিং এবং রেণুকা সিং বর্তমানে নিউজিল্যান্ড সরকারের নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক এমআইকিউতে রয়েছে। বর্তমানে এর থেকে বেশি কিছু বলার নেই।’ বিসিসিআইয়ের তরফে এই বিওষয়ে এখনও কিছু জানানো না হলেও, মনে করা হচ্ছে ভ্রমণ সংক্রান্ত কারণেই স্মৃতিরা এখনও নিভৃতবাসে রয়েছেন।
দলের বাকি ১৫ সদস্য অবশ্য কুইন্সটাউনে সীমিত ওভারের ম্যাচ খেলার জন্য ইতিমধ্যেই রওনা দিয়েছেন। ১২ ফেব্রুয়ারি থেকে নিউজিল𒈔্যান্ডের বিরুদ্ধে ৫০ ওভারের পাঁচ ম্যাচের সিরিজ খেলতে মাঠে নামবে ভারতীয় দল। পরের মাসে বিশ্বকাপের আগে এই সিরিজ, নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ বড় সুযোগ মিতালিদের সামনে। তাই নিঃসন্দেহে, তাঁরা এই সিরিজে ভাল ফল করতে মরিয়া হয়েই মাঠে নামবেন। প্রসঙ্গত, মন্ধনারা না খেললও দলে কারুর করোনা আক্রান্ত হওয়ার কোনো খবর নেই আপাতত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।