শুভব্রত মুখার্জি
শুক্রবার রাতেই সানরাইজার্স হায়দরাবাদ দলের বিপক্ষে হেরে আইপিএলꦫ ২০২০ সালের অভিযান শেষ হয়েছে বিরাটের আরসিবি-র। প্লে অফ পর্যায়ে এলিমিনেটর ম্যাচে হারার পরেই বিরাট ভারতীয় জাতীয় ক্রিকেট দলের বায়ো বাবলে প্রবেশ করেছেন।
আবু ধাবিতে বিরাটদের বিরুদ্ধে ৬ উইকেটের বড় জয় পেয়েছেন উইলিয়ামসনরা। ম্যাচে স্বয়ং বিরাট ব্যাট হাতে ব্যর্থ হন। ৭ বলে মাত্র ৬ রান করে হোল্ডারের বলে আউট হন তিনি। ডিভিলিয়ার্সের ৫৬ রানে ভর করে ১৩১ ಞরানে পৌঁছায় দল। কেন উইলিয়ামসনের অপরাজিত ৫০ রানে ভর করে সহজেই সেই রান তাড়া করে ফেলেন ওয়ার্নাররা।
আইপিএল শেষ হলেই তিন ফরম্যাটের জন্য ৩২ জনের বড় ভারতীয় দল উড়ে যাবে সিডনিতে। সেখানেও জৈব সুরক্ষা বলꦜয়ে থাকবেন তারা। বায়ো বাবলে থাকাকালীন ৩ দিন পর থেকেই অনুশীলন শুরু করতে পারবে ভারতীয় দল।
বিরাট ছাড়া ও মায়াঙ্✨ক, রাহুল,হনুমা বিহারী,চেতেশ্বর পূজারারাও প্রবেশ করেছেন এই বায়ো বাবলে।সূত্রের খবর অনুযায়ী এক বা দুদিন বিশ্রাম করেই ফের অনুশীলনে নেমে পড়বেন বিরাট। প্রসঙ🍌্গত চোটের কারনে এই সফরের প্রাথমিক দলে রাখা হয়নি সহ অধিনায়ক রোহিত শর্মা এবং পেসার ইশান্তকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।