Ipl 2020
সেরা খবর
সেরা ভিডিয়ো
টুর্নামেন্ট খুব বেশিদূর গড়ায়নি। তবে আইপিএলে শুরুর বেশ কিছুদিন আগে থেকেই ক্রিকেটারদের বায়ো-বাবলে থাকতে হওয়ায় অন্যবারের থেকে ক্রিকেটারদের মধ্যে পারস্পরিক বাঁধন এবার তুলনায় মজবুত। য𒐪ে বাঁধন ছেড়ে বেরোনোর সময় সঙ্গত কারণেই অমিত মিশ্রকে আবেগমথিত দেখায়।
শারজায় কলকাতা নাইট রাইডার্সেরꦕ বিরুদ্ধে ম্যাচে আঙুলে চোট পান অমিত মিশ্র। ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি। দিল্লি ক্যাপিটালস সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে, যেখানে টিম হোটেল ছেড়ে যাওয়ার আগে অমিত মিশ্রকে বিদায় জান🐼াতে দেখা যায় কোচ ও সতীর্থদের।
দলের জন্য তাঁর অবদানকে কুর্নিশ জানিয়ে ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার মিশ্রকে ধন্যবাদ জানান। শেষে মিশ্র তাঁর বিদায়ী ভাষণ🍒ে দলের কাছে একটি বিশেষ অনুরোধ করেন। তিনি সতীর্থদের বলেন, এবার তাঁর জন্য আইপিএল চ্যাম্পিয়ন হতে।
উল্লেখ্য, লসিথ মালিঙ্গার (১৭০) পর আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হলেন অমিত মꦺিশ্র। এখনও পর্যন্ত তিনি ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ১৬০টি উইকেট সংগ্রহ করেছেন।
সেরা ছবি
- কে হলেন IPL 2022-এর সেরা উঠতি তারকা? সেরা ক্যাচের পুরস্কার উঠল কার হাতে? অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ-সহ টুর্নামেন্টের সব বিভাগের সেরার পুরস্কার জিতলেন কারা, দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা।