রাসযা𒐪ত্রা ২০২৪ ঘিরে আজ দিকে দিকে উৎসবের রেশ। এদিকে, আজ শুক্রবার কার্তিক পূর্ণিমার তিথিতে রয়েছে গুরু নানক জয়ন্তী। এমন শুভ দিনে অনেকেরই পূর্ণিমা তিথি ঘিরে কৌতূহল রয়েছে। দেখে নেওয়া যাক আজ কার্তিক পূর্ণিমার তিথি কতক্ষণ থাকবে? পূর্ণিমা তিথিতে স্নান ও দানেরও রয়েছে মাহাত্ম্য। দেখে নেওয়া যাক, কার্তিক পূর্ণিমা ত꧙িথি ২০২৪ কতক্ষণ থাকবে।
কার্তিক পূর্ণিমা ২০২৪:-
বিশুদ্ধ সিদ্ধান্ত 🐼মতে সেদিন ২৯ কার্তিক বা ১৫ নভেম্বর শুক্রবার সকাল ৬ টা ২১ মিনিট থেকে ত꧟িথি শুরু। তিথি শেষ হবে ২৯ কার্তিক, শুক্রবার ১৫ নভেম্বর রাত ২ টো ৫৯ মিনিটে। আবার গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ১৪ নভেম্বর বৃহস্পতিবার ভোর ৫ টা ১৩ মিনিট ৩১ সেকেন্ড থেকে শুরু।তিথি শেষ হবে ২৯ কার্তিক শুক্রবার, অর্থাৎ ১৫ নভেম্বর রাত ৩ টে ২ মিনিট ৩৯ সেকেন্ড পর্যন্ত রয়েছে এই পূর্ণিমা তিথি।
আজ কার্তিক পূর্ণিমার তিথিতে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। এই সময়কালে বহু শুভ যোগ তৈরিল হচ্ছে। ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। কোন কোন রাশি🌠 লাভবান হবেন, দেখা যাক।
তুলা
কার্তিক পূর্ণিমায় দুর্লভ যোগের ফলে তুলা রাশির জাতক জাতিকারা লাভেꦗর মুখ দেখতে চলেছেন। আপনার জীবনের নানান কাজ পূরণ হবে এই সময়। বহু মাঙ্গলিক কাজ এই সময় সম্পন্ন হবে। ব্যবসায় ভালো মুনাফা পাবেন।
কন্যা
আমদানি হু হু করে বাড়তে থা♊কবে। ছেলেমেয়েদের ভবিষ্যতে ভালো বিনিয়োগ করতে পারবেন। চাকরিরতরা কাজের দিক থেকে ভালো সꩲাফল্য পাবেন। আজকে তৈরি হওয়া শুভ যোগ ২০২৫ সাল পর্যন্ত থাকবে।
মেষ
কার্তিক পূর্ণিমা আপনার জন্য অনেক আনন্দ নিয়ে আসবে। আপনার ঘর তৈরির স্ඣবপ্ন পূর্ণ হবে। আর্থিক দিক থেকে আপনার সমস্যা শেষ হবে। ইতিবাচক নানান সুবিধা আপনার জীবনে আসবে। বৈবাহিক জীবনে আসবে সুখ শান্তি।
সিংহ
জীবনে আজ থেকে ভালোর দিকে পরিবꦫর্তন আඣসবে। আয়ের নানান উৎস বাড়বে। স্বাস্থ্য আগের থেকে ভালো হবে। চাকরিরতদের কর্মস্থলে বড় দায়িত্ব আসতে পারেন। পদ বাড়তে পারে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্ত🌳ান টাইমস বাংলা। )