ইঙ্গিত মিলছিল শুরু থেকেই। সেই জল্পনা জোরদার করলেন মহম্মদ শামির ছেলেবেলার কোচ মহম্মদ বদরুদ্দিন। মহম্মদ𓂃 শামি বর্ডার-🌌গাভাসকর ট্রফির মাঝে অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন বলে জানালেন তিনি।
গতবছর ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে চোটের জন্য মাঠের বাইরে ছিলেন মহম্মদ শামি। গোড়ালির🌠 অস্ত্রোপচারের ফলে দীর্ঘ এক বছর মাঠে নামতে পারেননি তিনি। অবশেষে বাংলার হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে চলতি রঞ্জি ম্যাচে মাঠে নামেন শামি। প্রথম ই💞নিংসেই তিনি তুলে নেন ৪টি উইকেট। সুতরাং, একই সঙ্গে নিজের ফিটনেস ও ফর্মের প্রমাণ দিয়েছেন শামি।
এই অবস্থায় অস্ট্রেলিয়া সফরে শামির ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল দেখাচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে আলোচনায় বদরুদ্দিন যা ইঙ্গিত দিলেন, তাতে বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট থেকে শামির মাঠে নামার সম্ভাবন🔥া উঁকি দিচ্ছে।
বদরুদ্দিন বলেন, ‘অ্যাডিলেডের দ্বিতীয় টেস্টেꦓর পরে ও (শামি) ভারতীয় দলের সঙ্গে যোগ দেবে। আপাতত ও মাঠে ফিরছে। নিজের ফিটনেসের প্রমাণ দিয়েছে এবং ফর্মে থাকা💞রও ইঙ্গিত মিলেছে ওর পারফর্ম্যান্সে। বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয়ার্ধে শামিকে বেশি করে দরকার ভারতীয় দলের।’
ব্রিসবেনে ভার-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট শুরু হবে ১৪ ডিসেম্বর থেকে। ততদিনে শামি বাড়তি একমাস সময় পেয়ে যাবেন ম্যাচ পরিস্থিতির সঙ্গে পুরোপুরি সড়গড় হয়ে যাওয়ার। তারকা পেসারের ছেলেবেলার কোচ আরও বলেন, ‘হাঁটুর অস্ত্রোপচারের পলে ও তাড়াতাড়ি মাঠে ফিরেছিল। তবে এবার রিহ্যাবে বাড়তি সময় লাꦚগে ওর বয়সের জন্য। এই বয়সে ফিট হতে একটু বেশি সময় লাগে। মাঝে মাঝে ও হতাশ হয়ে পড়ে।’
বদরুদ্দিন জানান যে, শামি কামব্যাকের জন্য নিউজিল্যান্ড সিরিজকে টার্গেট করেছিলেন। সেই কারণেই ভারতীয় দলের সাপোর্ট স্টাফদের সঙ্গে শামিকে অনু𝔍শীলন করতে দেখা গিয়েছিল। তবে সেই সময় মাঠে নামার মতো যথাযথ পরিস্থিতিতে ছিলেন না শামি।
তাঁর কথায়, ‘ও নিউজিল্যান্ড সিরিজকে টার্গেট করেছিল। তবে ওর মধ্যে একটু দ্বিদা ছিল, যেট আগে কখনও দেখা যায়নি। ও নিজের♉ ভবিষ্যৎ নিয়েই সংশয়ে ছিল। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হলে মনের মধ্যে এই সংশয় উদয় হওয়া স্বাভাবিক।’
উল্লেখ্য, মহম্মদ শামি বাংলার হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে চলতি রঞ্জি ম্যাচের প্রথম ইনিংসে ১৯ ওভার বল করেন। 𓃲তিনি ৪টি মেডেন-সহ ৫৪ রান খরচ করে ৪টি উইকেট দখল করেন।