শুভব্রত মুখার্জি
তিনি নিজেকে জাহির করে𒁃ন দ্য ইউনিভার্স বস হিসেবে। ব্যাট হাতে বিশ্বের যে প্রান্তেই টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন তিনি, সেখানেই প্রদর্শিত হয়েছে তার ব্যাটের দ্যুতি। বিশ্বের ছোট-বড় সব ধরনের মাঠেই বাউন্ডারি পার করেছেন অনায়াসে। তার ব্যাট যেদিন কথা বলেছে, সেদিন মাঠে দেখা গিয়েছে চার-ছয়ের বন্যা। এবার সেই ক্রিস্টোফার হেনরি গেইল টি-২০ ক্রিকেটে এক অনন্য নজিরের জন্ম দ🐬িলেন।
ওয়েস্ট ইন্ডিজের বিধ্ꦰবংসী ব্যাটসম্যান ক্রিস গেইল ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে চার-ছয় হাঁকিয়েই করে ফেলেছেন মোট ১০০০০ হাজার রান। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে বাস্তবে। এখনও পর্যন্ত তিনি ১০২৭টি চার মেরে সংগ্রহ করেছেন ৪,১০৮ রান। পাশাপাশি ছয় মেরেছেন ৯৮৩টি। ফলে এখান থেকে তার সংগ্রহ ৫,৮৯৮ রান। চার-ছয় মিলিয়ে আপাতত গেইলের মোট সংগৃহীত রান ১০,০০৬।
টি-২০ ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। প্রসঙ্গত গেইলের এই অনন্য রেকর্ডের কাছাকাছিও কেউ নেই। উল্লেখ্য, টি-২০ ক্রিকেটে আগেই ১০ হাজার রান সম্পূর্ণ করেছেন ꦍগেইল। ৪০৫ ম্যাচে ২২টি সেঞ্চুরি ও ৮৩টি হাফ-সেঞ্চুরি করে তাঁর সংগ্রহে রয়েছে ১৩,৩৪৯ রান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।