অনিল কুম্বলে সরা🎶সরি প্রশ্ন তুলেছিলেন। এবার আইপিএলে ভারতীয় কোচেদের হয়ে সওয়াল করলেন দিলীপ বেঙ্গসরকার। আইপিএল ২০২০ শুরুর আগে ভারতের প্🗹রাক্তন নির্বাচন প্রধান দাবি করেন, বেশিরভাগ আইপিএল ফ্র্যাঞ্চাইজির উচিত ভারতীয় কোচেদের দায়িত্ব দেওয়া।
এই মুহূর্তে কিংস ইলেভেন পঞ🥃্জাবই একমাত্র আইপিএল দল, যার হেড কোচ একজন ভারতীয়। অন্য কেউ নন, স্ব🔜য়ং কুম্বলে দায়িত্ব নিয়েছেন পঞ্জাবের। বাকি সাতটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি হেড কোচ নিযুক্ত করেছে বিদেশিদের।
বেঙ্গসরকার বলেন, ‘আমি মনে করি বেশিরভাগ আইপিএল দলকেই ভারতীয় কোচেদের প্রশিক্ষণ দেওয়া উচিত। কেননা ভারতীয়দের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। ভারতীয়রা রাজ্য দলকে অত্যন্ত সাফল্যের সঙ্গে কোচিং করান। তাছাড়া কতজন ভারতীয় কোচ বিগ ব্যাশের মতো বিদেশি টি-২০ লিগে কোচিং করানোর সুযোগ পান? আমার বিশ্বাস, ভারতীয় ক꧒োচেরা কোনও অংশে কম নন। বরং বেশ কিছু ক্ষেত্রে বিদেশিদের থেকেও অনেক ভালো। সময় এসেছে ভারতীয় কোচেদের আইপিএলে নিজেদের প্রমাণ করার সুযꦇোগ দেওয়ার।’
এই মুহূর্তে প✤ঞ্জাবের অনিল কুম্বলে ছাড়া আইপিএল দলগুলির হেড কোচের দায়িত্বে রয়েছেন ব্রেন্ডন ম্যাকালাম (কলকাতা নাইট রাইডার্স), রিকি পন্টিং (দিল্লি ক্যাপিটালস), অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডস (রাজস্থান রয়্যালস), মাহেলা জয়াবর্ধনে (মুম্বই ইন্ডিয়ান্স), ট্রেভর বেলিস (সানরাইজার্স হায়দরাবাদ), স্টিফেন ফ্লেমিং (চেন্নাই সুপার কিংস) ও সাইমন কাটিচ (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গাল)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।