ম্যাচের আগে টসের সময়েই প্রেজেন্টার ড্যানি মরিসন সরসারি প্রশ্ন করেন ধোনিেক, ‘এটাই কি হলুদ জার্সিতে তোমার শেষ ম্যাচ?’ ধোনির স🐼ংক্ষিপ্ত উত্তর ছিল, ‘definetly not’ বা ‘অবশ্যই না’।
ধোনির মুখ থেকে এই শব্দবন্ধ বেরনো মাত্রই তা ট্রেন্ড হয়ে🐓 যায় সোশ্যল মিডিয়ায়। সিএসকে তথা ধোনি অনুরাগীদের মুখে এখন একটাই কথা, #DefinetlyNot।
(আইপিএলের যা♛বতীয় আপডেট ও লাইভ স্কোর জান𒉰তে ক্লিক করুন এখানে।)
ম্যাচের শেষে সেই ট্রেন্ড ধরেই হর্ষ ভোগলে ধোনির কাছে জানতে চ🅺ান, তা🌱হলে আইপিএলে সবাইকে নিজের জার্সি কেন দিয়েছেন তিনি। উত্তরে চেন্নাই অধিনায়ক বলেন, ‘সবাই আমার কাছ থেকে জার্সি সংগ্রহ করেছে আমি অবসর নেব ভেবে। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছি। সবাই ভেবেছে সংক্ষিপ্ত ফর্ম্যাট থেকেও সরে দাঁড়াব।’
পরক্ষণেই হর্ষ পুনরায় নিশ্চিত হন এই বলে যে, ২০২১ আইপিএলেও তোমাকে দেখতে পাব ভেবে ভালো লাগছে। প্রত্🌳যুত্তরে ধোনি বলেন, ‘পরের আইপিএল কয়েক মাস পরেই অনুষ্ঠিত হবে। এটা একটা ভালো দিক। তাছাড়া লকডাউনও নেই। তাই পরের আইপিএলে♉র জন্য যথাযথ পরিকল্পনা করা যাবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।