ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর- সিগারেটের প্যাকেটের গায়ে এমন 'বিধিসম্মত সতর্কীকরণ' হামেশাই চোখে পড়ে♕। তামাকজাত যে কোনও নেশার দ্রব্যের প্যাকেটে এমন সতর্কীকরণ থাকা বাধ্যতামূলক। তাই বলে💜 আইপিএলের ম্যাচ নিয়ে এমন সতর্কবার্তা জারি করা হবে, এমনটা ভাবা ক্রিকেটপ্রেমীদের পক্ষে সম্ভব নয়।
কিংস ইলেভেন পঞ্জাবের ম𓂃ালকিন প্রী🅠তি জিন্টা সোশ্যাল মিডিয়ায় ঠিক এমনই সতর্কতা জারি করেন, যা নিমেষে ভাইরাল হয়ে যায়।
(আইপিএলের যাবতীয় আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কার্যত অনায়াসে জেতা ম্যাচ শেষ বল পর্যন্ত টেনে নিয়ে যায় পঞ্জাব। শেষ বলে ছক্কা মেরে ম্🐎যাচ জেতান নিকোলাস পুরান। ২ ওভার আগেই গেইলরা যে ম্যাচ জিতে যাবেন বলে ধরে নিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা, সেটাই চূড়ান্ত উত্তেজক রূপ নেয় শেষ পর্যন্ত।
এমন শেষ ব🌜লের থ্রিলার জেতার পর প্রীতি জিন্টা টুইট করেন, ‘অবশেষে প্রয়োজনীয় একটা জয় এসেছে আমাদের। আশা করি ক্রিকেটের নামে আমাদের দল মানুষের হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়ায়নি। বিধিসম্মত সতর্কবার্তা, কিংস ইলেভেন পঞ্জাবের ম্যাচ দুর্বল হৃদয়ের মানুষদের জন্য নয়। আরসিবি বোলাররা যেভাবে শেষ বেলায় পালটা লড়াই চালায়, তা সত্যিই প্রশংসার যোগ্য।’
বাস্তবিকই, কিংস ইলে💮ভেন পঞ্জাব দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম ম্যাচ থেকেই বেশ কয়েকটা অত্যন্ত উত্তেজক লড়াই উপহার দিয়েছে আইপিএলে। যদিও ক্লোজ ম্যাচগুলি🉐র ফলাফল পঞ্জাবের অনুকূলে যায়নি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।